হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন! আজকে আমি আপনাদের সাথে এমন একটি পার্ট নিয়ে আলোচনা করব যেটা কোনো জরুরি মুহূর্তে প্রয়োজন হয়। আর সেটা হল মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সমূহ।

এটা সত্য যে, কিছু কিছু ফটো থাকে আমরা গুরুত্বপূর্ণ মনে না করে সেগুলো ডিলিট করে দিই। কিন্তু হঠাৎ করে মনে পড়ে সেই ছবিটি আসলেই গুরুত্বপূর্ণ ছিলো।
এমন অবস্থায় সেই ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় খুঁজতে থাকি। অনেকেরই মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপাযয় জানা থাকে।
কিন্তু আমার মনে হয় আজকে যারা আমার এই ব্লগটি পড়তে এসেছে তাদের অনেকেই হয়তো জানে না।
যাইহোক! আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যেকোন গুরুত্বপূর্ণ ডিলিট করা ছবি আবার ফিরে পাবেন।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় অনেকগুলো রয়েছে। তবে কিছু উপায় হলো মোবাইলের কোনো ফাইল ডিলিট হওয়ার পর রিকভারি করা যায়।
সেটা তখনই হয় যখন কোন মোবাইলের এই সেটিংটি থাকে। কারণ সব মোবাইলে একই রকম সেটিং থাকে না।
তাই আগে বলবো কীভাবে আপনার মোবাইলে ডিলিট হওয়া ছবি, ভিডিও কিংবা কোনো ফাইল সহজে রিকভারি করবেন।
সাধারণত মোবাইলেই এমন একটা অপশন আছে যেটার মাধ্যমে সহজেই আপনার গ্যালারির যেকোনো ডিলিট হওয়া ফটো রিকভার করতে পারবেন।
যেহেতু বাংলাদেশে প্রায় সব মোবাইলেরই কম বেশি ব্যবহারকারি আছে তাই তাদের মোবাইলও ভিন্ন।
এমন অবস্থায় বেশিরভাগ মোবাইলগুলোতে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার জন্য দুইটি উপায় রয়েছে।
যে দুটি উপায়ে আপনার ছবিগুলো ডিলিট হওয়ার পরে রিকভারি করতে পারবেন। এবং যেখানে আগে থেকে ব্যবস্থা নেওয়া লাগবে।
তাই নিজে উল্লেখিত দুটি ব্যবস্থার মাধ্যমে সবাই ছবি রিকভারি করতে পারবে না।
কারণ সবাই তো আর তাদের মোবাইলে ফটো ডিলেট হওয়ার পর রিকভারি করার ব্যবস্থা রাখে না।
তাহলে হঠাৎ করে ফটো ডিলিট হয়ে গেলে কিভাবে তারা তাদের পুরনো ফটো ফিরে পাবে?
সহজ কথা হলো মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় আগে থেকে জানা থাকলে পরবর্তীতে আপনি ডিলিট হওয়া ছবিগুলো ফিরে পাবেন।
কিন্তু সবাই তো আর আগে থেকে ডিলিট করা ছবি ফিরে আনার উপায় জানে না। তাই তারা কিভাবে তাদের ডিলিট হওয়া ছবি ফিরে পাবে?
চিন্তার কোন কারণ নেই!
যারা আগে থেকে ডিলেট করা ছবি ফিরে পাওয়ার কোন ব্যবস্থা না রাখবে তারাও যেকোনো সময় যেকোনো উপায়ে তাদের ডিলেট হওয়া ছবিগুলো ফিরে পাবে।
যেটা আজকের এই পোস্টে বোনাস টিপস হিসেবে উল্লেখ করা রয়েছে। তাই আপনারা আপনাদের অবস্থান ভেদে টপিক গুলো পড়ে নিন।
প্রথমতঃ ডিলিট হওয়া ফটো রিকভারি করার সহজ পদ্ধতি
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় জানতে নিচের গাইডটি ফলো করুনঃ
- অপো, রিয়েলমি, কিংবা ভিভো মোবাইলের গ্যালারিতে অ্যালবাম অপশনটি খুঁজে বের করুন।
- অন্যান্য মোবাইলে (Trash) অপশনটি খুঁজে বের করুন।
- এরপর একটু নিচে স্ক্রল করুন।
- এবং Recently deleted নামে একটা অপশন দেখতে পাবেন।
ওই অপশনটিতে গেলে অনেকগুলো ফটো এবং ভিডিও দেখবেন যেগুলো আপনি আগে ডিলিট করে দিয়েছেন।
এবং চাইলে সহজেই সেখানে আপনার যেকোন ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন। ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে চান সেই ছবিটা ওপেন করবেন।
তারপর restore বাটনে ক্লিক করলে সেই ফটোটি আবার আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। আর এভাবেই সহজেই আপনার যেকোন ডিলিট হওয়া ফটো ফিরে পাবেন।
দ্বিতীয়তঃ
অনেকের মোবাইলে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার জন্য উপরের দেয়া পদ্ধতিটি কাজে লাগে না। অর্থাৎ তাদের গ্যালারিতে উপরে উল্লেখ করা নিয়ম গুলো থাকে না।
তাদের জন্য আরও একটি সহজ পদ্ধতি আছে যেটার মাধ্যমে সহজেই ডিলিট হওয়া ফটো রিকভারি করা যায়।
সেই পদ্ধতিটাও কিছুটা আগের পদ্ধতির মতো। এই পদ্ধতিতে আপনার গ্যালারিতে যাওয়ার পর খুঁজে নিবেন কোথায় Trash লেখা আছে।
আপনি যদি Trash লেখাটা খুঁজে না পান তাহলে ডিলিট করা ছবি ফিরিয়ে পারবেন না।
এজন্য আপনি যদি এই গুগল ফটো ব্যবহার করে থাকেন তাহলে লাইব্রেরীতে গেলে Trash অপশনটি পেয়ে যাবেন।
এবং সেখানে গেলে দেখবেন যে গত ৬০ দিনে আপনি যত ফটো, ভিডিও ডিলিট করেছেন সবগুলো এখানে রয়েছে।
এবার আপনি চাইলে সেখান থেকে আপনার যেকোন ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন।
মোবাইলের ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার
এখন পর্যন্ত ডিলিট করা ছবি ফিরিয়ে আনার যতগুলো পদ্ধতি দেখিয়েছি তার সবগুলো হলো মোবাইলের গ্যালারির সেটিং করা।
মানে, আপনার ফটোগুলো রিকভার করার জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই।
কিন্তু, সবার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায় না।
তাদের জন্য বিকল্প এর উপায় আছে। সেটা হলো ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার।
মানে আলাদা একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। এরপর DiskDigger লিখে সার্চ করবেন। অ্যাপটি পেয়ে গেলে ইনস্টল করে নিবেন।
DiskDigger অ্যাপটি ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন পর্যন্ত ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার হিসেবে DiskDigger অ্যাপটি খুবই জনপ্রিয়।
অ্যাপটি ওপেন করার পর “Start basic photo search” নামে একটা সার্চ বাটন পাবেন।
বাটনটিতে ক্লিক করলে আপনার মোবাইলে যত ফটো আছে সবগুলো দেখতে পাবেন।
এর মধ্যে যে ফটোগুলো ডিলিট করেন নি সেগুলোও পেয়ে যাবেন। তাই কোনো ফটো রিস্টোর কিংবা ডিলিটি করতে একটু নজর রাখবেন।
কারণ আপনি যদি ফটো রিস্টোর করতে চান অর্থাৎ ডিলিট হওয়া ছবি ফিরে পেতে চান তাহলে আপনার মোবাইলে থাকা ছবিটিও রিস্টোর হয়ে যাবে।
বোনাস টিপসঃ যেকোনো সময়ের এবং যেকোনো দিনের ছবি রিকভার করুন
আমাদের অনেকের মোবাইলে উপরে উল্লেখিত যেকোনো একটি উপায়ের মাধ্যমে ও তাদের ডিলেট হওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব হয় না।
তখন তাদের মধ্যে বেশিরভাগ লোক আপসেট করতে থাকে যে তারা যদি আগে ব্যবস্থা নিতো তাহলে আজকে তাদের ছবিগুলো ডিলিট হলেও ফিরে পাওয়া যেত।
কিন্তু আসলেই বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়ে থাকে কারণ আমাদের ছবিগুলো ডিলিট হওয়ার পর আমরা সেই ছবিগুলো আর পাই না।
এরপরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ হয় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।
কারণ উপরে উল্লেখিত ব্যবস্থা গুলো শুধু মাত্র আগে গ্রহণ করলে তবেই ছবি ফিরে পাওয়া যায়। ওই যে ব্যাপারটা এমন যে চোর পালালে বুদ্ধি বাড়ে।
কিন্তু এসব বুদ্ধির খেলায় আমরা আমাদের মূল্যবান ছবিগুলো হারিয়ে ফেলি।
তাই এরকম অবস্থায় এমন একটা উপায় রয়েছে যেটার মাধ্যমে আপনি আগের ব্যবস্থাগুলো গ্রহণ না করলেও ডিলিট করা ছবি ফিরে পাবেন।
আর সেই উপায়টি হচ্ছে গুগল ফটো। বর্তমান সময়ের যতগুলো এন্ড্রয়েড মোবাইল রয়েছে এর সবগুলোতে গুগল ফটো সফটওয়্যার ইনস্টল করা আছে।
আমরা যখন আমাদের গ্যালারি থেকে যেকোনো একটি ফটো ডিলেট করে দেই তখন সেই ফটোটি গুগল ফটো সফটওয়্যারটি অটোমেটিক ব্যাকআপ নিয়ে থাকে।
মানে আপনি আপনার গ্যালারি থেকে ফটোটি ডিলিট করে দিয়েছেন কিংবা কোনো কারণে ডিলিট হয়ে গেছে তবুও গুগল তার সফটওয়্যারটিতে অটোমেটিক্যালি এই ফটোটি ব্যাকআপ নিয়ে রাখবে।
তাই আপনার যদি উপরের দুটি উল্লেখিত কোন উপায় ফটো না পেয়ে থাকেন তাহলে আপনি গুগল ফটোতে একবার চেক করে দেখেন।
গুরুত্বপূর্ণঃ
শতভাগ কার্যকর ভাবে আপনি আপনার ডিলিট করা ছবি ফিরে পেতে হলে গুগল ফটো সফটওয়্যারটিতে ইন্টারনেট কানেকশন সংযোগ করে প্রবেশ করেন।
আপনি যখন মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই চালু করে গুগল ফটো সফটওয়্যারটি প্রবেশ করবেন তখন আপনি সেখানে ডিলিট হওয়ার সকল ছবি অরিজিনাল ছবির সাথেই দেখতে পাবেন।
মানে বর্তমানে আপনার গ্যালারিতে যে সকল ছবি আছে সেগুলো সহ যেগুলো ডিলিট হয়েছে সবগুলোর ব্যাকআপ সেখানে রয়েছে।
তাই এটাই একটা বিকল্প পদ্ধতি যেখানে শতভাগ নিশ্চিত ডিলিট করা ছবি ফিরিয়ে আনা যায়।
এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগার মত মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় এটাই সবচেয়ে ভালো লেগেছে।
তাই আপনি আজই এখনই চেষ্টা করতে পারেন।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কিত তথ্য
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে অনেক মতামত কিংবা অনেক প্রশ্ন তৈরি হয়।
যেমনঃ
- মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
- ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার
- মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
- ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়
- Whatsapp থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
- ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়ার উপায়
- আমাকে আমার ফটো গুলো দেখাও
- পাঁচ বছর আগের ছবি
এসকল প্রশ্ন প্রায় হয়ে থাকে। কিন্তু যথাযথ কোনো উত্তর পাওয়া যায় না। তাই আজকে আমি প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করবো।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
উপরে আমি দুইটা নিয়ম দেখিয়েছি যেগুলোর মাধ্যমে আপনার মোবাইলের ডিলিট হওয়া ছবিব ফিরিয়ে আনতে পারবেন।
সবার মোবাইলের সিস্টেম সেটিং এক রকম হয় না। তাই মোবাইলের মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় এর মধ্যে তিনটা কার্যকর উপায় দেখিয়েছি।
ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার
এখানে এমন একটি সফটওয়্যারের কথা উল্লেখ করেছি যেটার মাধ্যমে আপনার মোবাইলের ডিলিট হওয়া ছবি সহজেই রিকভার করতে পারবেন।
এমনকি ডিলিট ফটো রিকভারি সফটওয়্যারটির সাহায্যে অনেক আগের ডিলিট হওয়া সকল ছবি রিকভারি করতে পারবেন
ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়
আপনারা জেনে খুশি হবেন যে আপনার মোবাইলের ডিলিট করা ফটো রিকভারি করার সময় যদি কোনো ভিডিও ডিলিট করে থাকেন তাহলে সেই ভিডিও রিকভারি করতে পারবেন।
সাধারণত কোনো ভিডিও ডিলিট হয়ে গেলে সেই ভিডিও গ্যালারি থেকে রিকভারি করা যায়। আবার ডিলিট ভিডিও রিকভারি সফটওয়্যার দিয়েও ভিডিও রিকভারি করা যায়। উপরে সফটওয়্যারটির কথা উল্লেখ আছে।
FAQ:
একেক মোবাইলে ডিলিট হওয়া ছবি একেক জায়গায় থাকে। যেমন কোনো মোবাইলে থাকে Bin অপশনে। আবার কোনো মোবাইলে থাকে Trash অপশনে। তবে বর্তমানে বেশিরভাগ মোবাইলে থাকে Recently deleted অপশনটিতে।
শেষ কথাঃ
এখানে গুরুত্বপূর্ণ তিনটা পদ্ধতিতে মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে বলা হয়েছে যেগুলোতে আপনি শতভাগ নিশ্চিতভাবে ডিলিট করা ছবি ফিরে পাবেন।
আপনি ব্লগটি মনোযোগ দিয়ে পড়লে পুরোটা বুঝতে পারবেন। আর আমি আশা করি আপনি আজকের এই পোস্টটি পড়লে আপনার ডিলিট করা ছবি ফিরে পাবেন।
আরও গুরুত্বপূর্ণঃ