26 শে মার্চ 2022 থেকে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হয়েছে। নতুন নিয়মে কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটবেন এবং ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে সম্পর্কে জানবেন আজকের আর্টিকেলে।
যেহেতু পুরনো নিয়ম বন্ধ করে দেয়া হয়েছে তাই কিভাবে নতুন নিয়মে ট্রেনের টিকেট কাটবেন তার বিস্তারিত আলোচনা করা হবে
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
এখন থেকে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ট্রেনের টিকেট কাটতে পারবেন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের সকল টিকেট অনলাইনে কাটা যায়।
কিভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকেট কাটবেন? তার জন্য ট্রেনের টিকেট কাটার নিয়ম অনলাইনে জেনে নিন।
আমাদের আজকের ব্লগে জানতে পারবেন ট্রেনের টিকেট কাটার নিয়ম অনলাইনে এবং কিভাবে ঘরে বসে ট্রেনের টিকিট কাটবেন। এ ব্যাপারে সকল বিস্তারিত আলোচনা।
online train ticket bd registration
অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য তেমন কিছুই করতে হবে না। শুধু ক্রোম ব্রাউজারে গিয়ে অফিশিয়াল সাইটে যেতে হবে।
অফিসিয়াল সাইটে যাওয়ার জন্য এখানে লিংকে ক্লিক করুন। সাইটে যাওয়ার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে তবে সে ক্ষেত্রে লগইন করে নিবেন। আর না থাকলে রেজিষ্ট্রেশন করে নিবেন।
রেজিস্ট্রেশন করার জন্য অফিসিয়াল সাইটে যাওয়ার পর একটা ☰ এরকম আইকন দেখতে পাবেন।
আইকনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে সেটিতে ক্লিক করবেন। এরপর আপনার তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন।
যেমন ফুল নেম, ইমেইল, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আইডেন্টিফিকেশন কার্ড, পোস্ট কোড এবং অ্যাড্রেস ইত্যাদি।
আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য দুইটি অপশন থাকবে। একটি হলো জন্মনিবন্ধন কার্ড এবং আরেকটি হচ্ছে আইডি কার্ড।
সকল তথ্য দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে আপনার সাইনআপ কমপ্লিট হয়ে যাবে।
আপনি যদি আগেও একবার রেজিস্ট্রেশন করে থাকেন, মানে নতুন আপগ্রেড আসার আগে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। তবে এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনি আপনার যে আইডি দিয়ে ভেরিফাই করবেন সেই আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিবেন। অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন।
উদাহরণস্বরূপ আপনার আইডি কার্ড দিয়ে আপনি একাউন্ট খুলতে চাচ্ছেন।
সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের যদি আশরাফুল (উদাহরণ) লেখা থাকে তাহলে, আপনি এখানেও আশরাফুল দিয়ে সাইন আপ করবেন।
মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি চাইলে মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম একেবারেই সহজ।
প্রথমে মোবাইল থেকে এখানে লিংকে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা ফরম দেয়া হবে। যেটা পূরনের মাধ্যমে আপনি অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
তবে এটি আপনাদের কারো সাথে মিলবে না এটা শুধুমাত্র উদাহরন স্বরূপ।
- Full Name: Mehedi Hasan (আপনার পুরো নামটি দিন। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফাই করতে চান তবে জন্ম নিবন্ধন কার্ড এর নামে দিন। আর যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তবে আইডি কার্ডের নামটি দিন)
- E-mail: demo1[email protected] (আপনার একটি ব্যবহার করা সঠিক এবং ইমেইল এড্রেস দিন)
- Mobile Number: 01779****** (আপনার একটি সচল মোবাইল নাম্বার দিন এটিতে পরবর্তীতে ভেরিফিকেশন কোড আসবে)
- Confirm Mobile: 01779****** (প্রথমে যে মোবাইল নম্বরটি দিয়েছেন ঠিক এখন মোবাইল নাম্বারটি এখানেও দিন)
- Enter Password: (আপনার অ্যাকাউন্ট তৈরি করার স্বার্থে একটি পাসওয়ার্ড দিন)
- Confirm Password: (উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই একই পাসওয়ার্ডটি এখানেও দিন)
- Identification Type: ➡Birth Certificate/NID (আপনার যদি আইডি কার্ড না থাকে তবে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন আর আইডি কার্ড আইডি কার্ড ভেরিফাই করতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছে)
- Identification Number: (আপনি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে বের করে থাকেন তবে সেখানে জন্ম নিবন্ধন কাগজ একটি আইডি কার্ড দিয়ে থাকেন তবে আইডি কার্ডের নম্বরটি এখানে দিন)
- Post Code: (আপনার এলাকার পোস্ট কোড টি দিন)
- Address: (আপনি বর্তমানে যেখানে আছেন সে জায়গার এড্রেসটা দিন)
বুঝানোর স্বার্থে এখানে আমি কিছু নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করেছি এগুলো সবগুলোই ফেক।
আপনি অবশ্যই আপনার রিয়েল তথ্যগুলো দিবেন নইলে সাইনআপ হয়তো নাও হতে পারে।
তথ্যগুলো দেয়ার পর আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সে মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে।
আপনার মোবাইলের মেসেজ বক্স চেক করে কোডটি বসিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে আপনার সাইনআপ সম্পন্ন হয়ে যাবে।
ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন
বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল সাইটে সাইন আপ করা হয়ে গেলে আপনাকে ট্রেনের টিকিট বুক করতে হবে।
আপনি যদি সাইন আপ করার পর পেজ থেকে না বের হন তাহলে, আপনার সামনে রেলওয়ে টিকিট কাটার ফরম সরাসরি চলে আসবে।
আর যদি পেজ থেকে বের হয়ে যান তাহলে আবার নতুন করে লগইন করতে হবে। লগইন করার জন্য আবারো ☰ আইকনটিতে ক্লিক করবেন।
এবং সেখানে লগইন অপশন পেয়ে যাবেন। লগইন করার সময় রেজিস্ট্রেশন করতে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি বসিয়ে দিবেন।
লগইন করা হয়ে গেলে আপনার সামনে ট্রেনের টিকেট কাটার জন্য একটি ফর্ম আসবে।
যেমন কোথায় থেকে যাত্রা শুরু করবেন সেটা সিলেক্ট করবেন।
এরপর আপনার গন্তব্য স্থল সিলেক্ট করবেন। মানে কোথায় গিয়ে পৌঁছাবেন। এবার যা করতে হবে তা হল তারিখ সিলেক্ট করা।
মানে আপনি কত তারিখে ট্রেন ভ্রমণ করবেন। যেমন আপনি 1 তারিখে ফরমটি করছেন এবং সেখানে আপনি 5 তারিখে যেতে চাচ্ছেন তাহলে 5 তারিখ সিলেক্ট করে দেবেন।
সর্বশেষ আপনি ক্লাস সিলেক্ট করবেন মানে যে ক্লাসে যেতে চান সেই Class সিলেক্ট করবেন।
সেখানে আপনি Choose Class লেখার উপরে ক্লিক করলে ক্লাসের অনেকগুলো অপশন পেয়ে যাবেন।
এবার ফাইন্ড টিকেট অপশনটিতে ট্যাপ করবেন। এরপর আপনার কাছে টিকিটের ফলাফল গুলো আসবে।
যেমন আমি উদাহরণস্বরূপ যে 5 তারিখের কথা বলেছি আপনি যদি 5 তারিখ সিলেট করে থাকেন তাহলে 5 তারিখের যতগুলো ট্রেন থাকবে সব গুলোর লিস্ট সেখানে চলে আসবে।
ফলাফল রেজাল্টে অনেকগুলো অপশন দেখতে পাবেন।
যেমন আপনি যে ট্রেনে করে যাচ্ছেন সে ট্রেনের টিকেট সিট এবং প্রতিটা সিটের মূল্য। কোন ট্রেন কখন যাবে সবকিছুই আপনি দেখতে পাবেন।
যেমন আপনি ভিউ সিটে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো সিট চলে। এসেছে তার মধ্যে কিছু সিট সাদা কালারের এবং কিছু সিট গ্রে কালারের।
যে সিটগুলো সাদা কালার দেখতে পাচ্ছেন সিটগুলো অলরেডি বুকিং করা হয়ে গেছে। এখন যেগুলো গ্রে কালারের সেগুলো এখনও বুকিং করা হয় নাই।
মোবাইলে ট্রেনেরে টিকেট কাটার ফরম (ডেমো)
বুঝার জন্য ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে র সম্পর্কে আমি আরেকটি ডেমো দিয়ে দিচ্ছি।
- From: Dhaka
- To: Sylhet
- Date of (যে মাসে টিকেট টিকেট সেই মাস এখানে উল্লেখ থাকবে): 10May2022
- Choose Class: SNIGDHA
এগুলো সবই আমি আমার মতো করে সিলেক্ট করেছি। আপনি আপনার যে গন্তব্যস্থলে যাবেন সে অনুযায়ী সিলেক্ট করে নিবেন।
বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
আপনারা যদি ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে সম্পর্কে জানা থাকে তাহলে বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্ক গুলো জানতে পারবেন।
বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম বলতে বুঝায় কিভাবে ট্রেনের টিকেট কাটার পর সে পেমেন্ট বিকাশে দিবেন।
যেহেতু আমরা ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে সম্পর্কে সব কিছুই বলেছে। এবং সবকিছু দেখিয়েছি।
তাই এখন আমরা বিকাশে পেমেন্ট দেয়ার পদ্ধতিটি দেখে নেব।
আপনি যখন আপনার মোবাইল দিয়ে অনলাইনে ট্রেনের টিকেটটি কেটে ফেলবেন, তখন সিট কনফার্ম করার পরে সিটের সকল বিস্তারিত দেখতে পাবেন।
এরপর নিচের দিকে স্ক্রল করলে পেমেন্ট অপশন দেখতে পাবেন যেখানে বিকাশ সিলেক্ট করা আছে।
মানে হচ্ছে আপনাকে এখন বিকাশে পেমেন্ট করতে হবে।
আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়মটি ও সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
সর্বশেষ আপনাকে যা করতে হবে তা হচ্ছে টিকিটের পেমেন্ট কনফার্ম করার পর টিকেটি প্রিন্ট করে নিতে হবে।
সেখানে প্রিন্ট নামক বাটন থাকবে। সে বাটনে ক্লিক করলে আপনার টিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এরপর দোকানে গিয়ে ডাউনলোড করা টিকেটটি প্রিন্ট করে নিবেন।
ট্রেনের টিকিট কাটার অ্যাপস
কিছুদিন আগে উদ্বোধন হলো রেল সেবা অ্যাপটি। ট্রেনের টিকিট কাটার অ্যাপস এর মাধ্যমে আপনি সহজেই এবং দ্রুত সময়ে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
আগে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হতো। যেটা অনেকের কাছে ঝামেলার মনে হয়।
তাই এখন আরও দ্রুত সময়ে এবং নিশ্চিত ভাবে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেল সেবা নামক অ্যাপসটি উদ্বোধন করা হয়।
এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে রেলসেবা বাংলাদেশ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
অথবা ট্রেনের টিকিট কাটার অ্যাপস এর লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। সেখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন।
shohoz train
shohoz অ্যাপটির মাধ্যমে আপনি ট্রেনের টিকেট কাটতে পারবেন। shohoz অ্যাপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টিকেট বিক্রয়ের প্ল্যাটফর্ম।
তাই shohoz train ব্যবহার করেও আপনি অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন। shohoz অ্যাপটি গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন।
ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন কতদিন আগে কাটা যায়।
অনলাইনে যখন কেউ ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে জানতে চায়। তখন তাদের একটা প্রশ্ন থাকে ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায়?
আমি অফিশিয়াল ভাবে কিছু না জানতে পারলো বিভিন্ন ব্লগ পড়ে জানতে পেরেছি যে ট্রেনের টিকেট 5 দিন আগে কাটা যায়।
আর আপনারা যখন অনলাইনে ট্রেনের টিকেট কাটতে যাবেন তখন একটা কথা মাথায় রাখবেন।
আপনার একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকেট কাটা যায়। এখানে সম্ভবত একসাথে চারটি টিকিট এর কথা বলা হয়েছে।
শেষ কথা:
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে র সকল বিস্তারিত জেনে নিন। এবং ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকেট কাটুন।
আর যদি পড়ে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ!