ট্রেনের গেম – জনপ্রিয় ৫ টি ট্রেনের গেম

গেমের প্রতি আসক্ত ছোট-বড় থেকে শুরু করে কমবেশি সবারই রয়েছে। তার মধ্যে ট্রেনের গেম গুলো আমাদের সবার মাঝে খুবই জনপ্রিয়।

ট্রেনের গেম

এমন অনেক মানুষ আছে যারা প্লে স্টোরে শতশত ট্রেন গেম খেলে শেষ করেছে। তবুও আরো ট্রেনের গেম খেলার জন্য গুগলেও সার্চ করেছে।

সেজন্য আজকে আমি জনপ্রিয় পাঁচটি ট্রেনের গেম সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। যার মধ্যে কিছু গেম হয়তো আপনারা জানেন। সেগুলো বাদেও জনপ্রিয় কিছু ট্রেন গেম রয়েছে।

চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলো যাওয়া যাক আজকের আলোচনা থাকবে জনপ্রিয় দশটি  সম্পর্কে

এবং আমি আগেই বলে দিচ্ছি আজকের সকল গেম রিভিউ থাকবে এন্ড্রয়েড মোবাইল এবং ট্যাবের জন্য।

ট্রেনের গেম কি?

ট্রেনের গেম হল এমন একটা গেম যেখানে একটা ট্রেন থাকবে এবং ট্রেনটি কন্ট্রোল করার জন্য একটা ইউজার থাকবে মানে আমি আপনি।

ট্রেন গেম গুলো সাধারণত খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হয়ে থাকে। তাই মানুষের ট্রেনের প্রতি আকর্ষণ একটু বেশি।

এবং ট্রেন গেমগুলো আনলিমিটেড হওয়াতে এখানে আরও ইনজয় করা যায়। আর আমি মনে করি আমার পাঠকের মধ্যে এমন কেউ নেই যে কখনো ট্রেন গেম খেলে নাই।

আরো অনেকে আছে প্লে স্টোরে ট্রেনের কমন সব গেম গুলো একটু করে ট্রাই করে দেখেছে। সে ট্রেন এর গেম খেলোয়ার প্রেমীদের জন্য আজকের ব্লগটি।

ট্রেন গেম ডাউনলোড

আকর্ষণীয় এবং মজাদার এমন কিছু ট্রেনের গেম রয়েছে যেগুলো খুব ইউজার ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর গ্রাফিক্স রয়েছে।

এবং বিভিন্ন ম্যাপের দুর্দান্ত অনেক গেম রয়েছে। তাই আজকে আমরা জনপ্রিয় গেম ট্রেনের গেম নিয়ে আলোচনা করব।

এখন প্রতিটা গেমের ফিচার সমূহ নিয়ে আলোচনা করব। যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন যে কোন গেমটি আপনার জন্য দুর্দান্ত হবে।

১. City Train Game – ট্রেনের গেম

গুগল প্লে স্টোরে 4.3 রেটিং নিয়ে বর্তমানের মিলিয়ন বার ডাউনলোড হওয়া এই গেমটির নাম হচ্ছে City Train Game 3d Train games।

যদিও এই গেমটি অস্ট্রেলিয়ার ডেভলপাররা তৈরি করেছে। কিন্তু গেমটির মূল লোগোতে বাংলাদেশি পতাকা রয়েছে।

তাই এ পুরো ব্যাপারটি আমার নিজের কাছেও অনেক কনফিউশন রয়ে গেছে। যাইহোক! আপনাদেরকেই গেমটির একটু বিবরণ দেই।

গেমটিতে মূল ম্যাপ হয়েছে নিউইয়র্ক এর। এবং গেমটিতে যিনি প্লে করবেন তিনি অনেক অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন আকারে অনেকগুলো ক্যামেরা সুইচ করতে পারবেন।

ফলে গেমটিতে অনেক মজা পাওয়া যাবে। তাছাড়া এই গেগম ডেভেলপাররা দাবি করছে যে ২০২০ সালের সেরা গেম হিসেবে এই গেমটি নির্বাচিত হয়েছে।

গেম লিংক

আরও গেমঃ

২. Train Racing Games – ট্রেনের গেম

ট্রেন জগতের মাল্টিপ্লেয়ার নিয়ে এই প্রথম তৈরি একটি গেম হচ্ছে Train Racing Games 3D 2 Player।

গেম নির্মাতারা দাবি করছে যে এই গেমে সবচেয়ে বেশি কন্ট্রোলার রয়েছে। মানে আপনি যদি একবার এই গেমটি প্লে করেন তাহলে গেমটিতে অসংখ্য কন্ট্রোলার অপশন পাবেন।

আমি মনে করি একজন গেম খেলোয়াড়ের সবচেয়ে মজাদার মূহুর্ত হচ্ছে গেমটিকে কন্ট্রোল করা। এবং যারা গেমটি খেলেছে তাদের এক্সপেরিয়েন্স থেকে জানা যায় যে গেমটি মোটামুটি ভালই।

কারন গুগল প্লে স্টোরে এই গেমটি 4.1 রেটিং এ আছে। আর ভালো এক্সপেরিয়েন্স এর জন্য আপনার সুবিধা মতো ক্যামরাগুলোকে মুভ করতে পারবেন।

তাই বলা যায় গেমটিও বেশ দারুণ হবে। একটা গেমকে ইনজয় করার জন্য যত ফিচারের প্রয়োজন তার প্রায় সবই আছে।

গেম লিংক

৩. Train Racing Euro – ট্রেনের গেম

খুবই স্মূথ এবং দারুণ লেভেলের গ্রাফিক্স নিয়ে Train Racing Euro গেমটি তৈরি করা হয়েছে। যদিও প্রায় প্রথম রিভিউ গেমটির মতো ডাউনলোডার রয়েছে, কিন্তু গ্রাফিক্সের দিক দিয়ে গেমটি অনেকাংশে সেরা।

এবং এই গেমটিতে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আপনি সেই চ্যালেঞ্জগুলো লেভেল আকারে রয়েছে। সেই সাথে প্রত্যেকটা চ্যালেঞ্জ একটা তুলনায় অন্যটা ভিন্ন।

তাই ইউজারদেরকে ভালো এক্সপেরিয়েন্স দিতে পারবে। যদিও গেম নির্মাতা দাবি করছে যে গেমটিতে রিয়েল ট্রেন এর কিছুটা অনুভব করা যাবে।

যাইহোক! গেমটিতে ট্রান্সপোর্ট এর মূল ব্যাপার আছে। কোনো ট্রন্সপোর্ট পিক করা কিংবা ড্রপ করা যাবে।

গেমটির ফিচারসমূহঃ

  • এইচডি কোয়ালিটির গ্রাফিক্স
  • ক্যামেরা এঙ্গেল
  • হাই কোয়ালিটির গেম-ইন সাউন্ড
  • সহজ কন্ট্রোলার
  • চ্যালেঞ্জিং লেভেল
  • পজ অপশন

গেম লিংক

৪. Train Sim – ট্রেনের গেম

এখন পর্যন্ত যতগুলো ট্রেন গেম রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া, এবং সবচেয়ে বেশি রেটিং পাওয়া গেমটির নাম হচ্ছে Train Sim।

এই গেমটির ডাউনলোডার হচ্ছে ১০ মিলিয়নেরও বেশি। এবং গুগল প্লে স্টোরে গেমটি 4.4 রেটিং পেয়েছে।

বুঝতেই পারছেন যে 5.0 এর মধ্যে 4.4 পাওয়া গেমটি কেমন হবে! এক কথায় খুবই দুর্দান্ত। গেমটি পুরোটাই 3ডি গেম।

এবং গেমটিতে ৫০ টিরও বেশি ট্রেন রয়েছে। এবং সবগুলোই ফ্রি। তাই গেমটি প্লে করার সময় যদি কোনো একটা ট্রেন ভালো না লাগে তাহলে অন্য আরেকটি ট্রেন সিলেক্ট করতে পারবেন।

এবং প্রতিনিয়ত গেমটিকে আপডেট করা হয়। প্রতি আপডেটে নতুন নতুন গেম, লেভেল এবং ফিচার আনা হয়।

আবার, তারা রিয়েলিস্টিক গ্রাফিক্সের দাবি করছে। যদি তাই হয় তাহলে গেমটি খেলে প্রচুর ইনজয় করতে পারবেন।

গেম লিংক

৫. Train Station 2 – ট্রেনের গেম

যদিও আজকের লিস্টে এই গেমটিকে রাখতাম না। কিন্তু গেমটির খুব ভালো ডাউনলোডার আছে। তাই এই গেমটি সম্পর্কে একটু আলোচনা করবো।

প্রথম কথা হচ্ছে গেমটিতে অনেক উন্নতি করা হয়েছে। আগে যেসকল সমস্যা ছিলো তার কিছুটা সমাধান হয়েছে।

এবং ইউজার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। তাই আগে যারা এই গেমটি খেলেছে তারা এখন নতুন করে অনেক কিছু পাবে।

সহজ কথা অনেক অসাধারণ গ্রাফিক্স রয়েছে। যেগুলোর কারণে গেমটিকে আরো প্রাণবন্ত লাগবে। এবং মাল্টি সিটি রয়েছে।

তাই গেম খেলতে খেলতে বিরক্তি আসার কোন সুযোগই নেই। তাই গেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

এই ৫টি গেমের মধ্যে আপনার কোনটা ভালো লেগেচে ততা কমেন্ট করে জানিয়ে দিন। আর কোনো গেম যদি খেলে থাকেন তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।

গেম লিংক

শেষ কথাঃ

এখানে সেরা ৫টি ট্রেনের গেম নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার কাছে কোনটা ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *