বর্তমান জেনারেশনের পছন্দের একটি জামা হলো টি-শার্ট। শুধু যে পছন্দের তা কিন্তু নয়। ভালো ভালো টি শার্ট ডিজাইন করা জামাগুলো পরলে আরও বেশি স্যুট করে।
সেজন্য এখনকার সময়ে খুব ভালো পরিমানে টি শার্ট কেনা বেচা হয়ে থাকে। তাই ভালো মানের টি-শার্ট ডিজাইন করে টি শার্ট কেনা বেচার ব্যবসা করতে পারবেন।
আবার আপনি চাইলে আপনার নিজের জন্য পছন্দমতো টি-শার্ট ডিজাইন করে পরতে পারেন।
আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে কিভাবে পুরোপুরিভাবে একটি টি-শার্ট কেনা বেচার ব্যবসা করতে পারেন। তা জানার জন্য নিচের লিংকে চেক করুন।
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
তাই এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি টি-শার্ট ডিজাইন এবং তা প্রিন্ট করে গায়ে দিবেন। অথবা বিক্রি করবেন।
কাদের জন্য এবং কি জন্য টি শার্ট ডিজাইন!
প্রথমে বলে নিই যে টি শার্ট ডিজাইন করার অনেকগুলো কারণ থাকে। যেমন কেউ গায়ে দেয়ার জন্য টি-শার্ট ডিজাইন করে তারপর প্রিন্ট করে।
আবার কেউ বন্ধু বান্ধব কে গিফট দেওয়ার জন্য পছন্দমত টি-শার্ট ডিজাইন করে। এবং তারপরে প্রিন্ট করে গিফট দেয়।
অনেকক্ষেত্রে কারো ফেসবুক পেইজ আছে এবং তারা পেইজের মাধ্যমে টি শার্ট বিক্রি করে। সেজন্য তাদের প্রথমে কিছু টি-শার্ট ডিজাইন তৈরি করতে হয়।

এ যে তিনটি কারণ আলোচনা করেছি, আজকের ব্লগ থেকে আপনি তিনটি কারণেই টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
এছাড়াও টি-শার্ট ডিজাইন আইডিয়া খুঁজে বের করে আপনি নিজেও অনেক নতুন টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
এমনকি আজকের টিউটোরিয়াল থেকে ব্যাসিক ধারণা নিয়ে টি-শার্ট ডিজাইন ক্যারিয়ার শুরু করতে পারবেন।
টি শার্ট ডিজাইন
আজকে সোজা সহজ ভাষায় বলবো কিভাবে একটি টি-শার্ট ডিজাইন করবেন। এখন কোথায় কিভাবে এসেই টি-শার্ট প্রিন্ট করবেন।
সাধারণত টি-শার্ট ডিজাইন করে থাকে গ্রাফিক্স ডিজাইনাররা। কিন্তু যেহেতু এখানে অনেকেই গ্রাফিক্স ডিজাইন জানে না তাই কিভাবে কোনরকম গ্রাফিক্স ডিজাইন জ্ঞান ছাড়াই টি-শার্ট ডিজাইন করবেন।
এমনকি আপনার যদি কম্পিউটারও না থাকে তবুও আপনি আজকের ব্লগটি পড়ে সহজেই একটি টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
যাইহোক! এতক্ষণ পর্যন্ত অনেক বিবরণ দিয়ে দিয়েছি এবার মুল আলোচনায় চলে যাব।
আজকে আপনাদেরকে যেভাবে টি-শার্ট ডিজাইন শেখাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে টি-শার্ট ডিজাইন।
সাধারণত গ্রাফিক্স ডিজাইনাররা এডোবি ফটোশপ কিংবা অন্যান্য সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে তারপরে টি শার্টের উপর প্রিন্ট করে।
আর আজকে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে টি-শার্ট ডিজাইন শিখব সে ওয়েবসাইটটি গ্রাফিক্স ডিজাইনের জন্য সারা বিশ্বে বহুল পরিচিত।
টি শার্ট ডিজাইন ওয়েবসাইট
যে ওয়েবসাইটের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করবেন সে ওয়েব সাইটটির নাম হচ্ছে ক্যানভা ওয়েবসাইট।
আপনারা হয়তো এই ওয়েবসাইটটির সাথে অনেকেই পরিচিত অনেকেই পরিচিত নয়। যারা পরিচিত তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যেটা দিয়েছে শুধু সাধারণ গ্রাফিক্স ডিজাইন করা হয়।
আবার হয়তো অনেকে চেষ্টা করেও ক্যানভা সাইটের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করার কোন অপশন খুঁজে পাননি।
যারা ওয়েবসাইটটির সাথে পরিচিত কিংবা যারা নতুন সবাই ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন। এবং এখানে আমি যেভাবে টি-শার্ট ডিজাইন করার কথা বলবো আপনারাও সেভাবে ডিজাইন করবেন।
তাহলে দেখবেন যে কেন বা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অ্যাডভান্স লেভেলের t-shirt ডিজাইন করতে পারবেন।
আরেকটি মজার ব্যাপার হল এই ওয়েবসাইটটিতে অনেকগুলো রেডি ডিজাইন করা আছে। যার ফলে আপনার কোন ডিজাইন ভালো লাগলে সে ডিজাইন টি সিলেক্ট করে ডাউনলোড করে নিবেন।
আর যদি রেডি ডিজাইনগুলো পছন্দ না হয়ে থাকে তাহলে কীভাবে আরও ডিজাইন খুঁজে পাবেন সে ব্যাপারেও নিচে বিস্তারিত আছে।
এবং যাদের কাছে ক্যানভা ওয়েবসাইটটি কঠিন মনে হয় তাদের জন্য রয়েছে customink.com .
এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে টি শার্ট এর মধ্যে ইমেজ, টেক্সট, বিভিন্ন ইমুজি এবং একই ডিজাইনের বিভিন্ন মানুষের শরীরে কিভাবে মানানসই হবে তা দেখা যাবে।
এছাড়া আরো অনেক ফিচার রয়েছে যেমন টি শার্টের কালার পরিবর্তন, এবং অনেকগুলো কাস্টম আর্ট যুক্ত করা।
তাহলে চলুন সরসরি চলে যাই একটি টি শার্ট ডিজাইনে।
ক্যানভা টি-শার্ট ডিজাইন
ফ্রিতে সুন্দর সুন্দর টি-শার্ট ডিজাইন করার জন্য প্রথমে একটি ক্যানভা একাউন্ট খুলবেন। একাউন্ট খোলার জন্য প্রথমেঃ
- ক্যানভা ওয়েবসাইটে যান
- এরপর একটি ক্যানভা একাউন্ট খুলুন। (সহজে এবং দ্রুত একাউন্ট খোলার জন্য জিমেইল দিয়ে লগইন করুন।)
এখন, ক্যানভা ওয়েবসাইটে টি-শার্ট ডিজাইন করার জন্য প্রথমে ক্যানভা সাইটের সার্চ বারে গিয়ে t-shirt design লিখে সার্চ করতে হবে।
এরপর আপনার কাছে অনেকগুলো টি-শার্টের ডিজাইন চলে আসবে। এবং শুরুতেই লেখা থাকবে Create a blank t-shirt .
এবং আপনি Create a blank t-shirt নামে লেখাটিতে ক্লিক করবেন। এবং সাথে সাথে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে।
সেই পেজটিতে যা যা থাকবে এবং আপনি যেভাবে ডিজাইন করবেনঃ
- একটি খালি পেজ ওপেন হবে।
- আমি বামপাশে অনেকগুলো ডিজাইন দেখা যাবে (কম্পিউটার দিয়ে ওপেন করলে)
- আপনার টি-শার্টের জন্য যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করবেন।
- এবং সেই ডিজাইনটিকে আপনার মত করে কাস্টমাইজ করতে পারবেন।
- যেমনঃ নাম লেখা, ছবি যুক্ত করা কিংবা কোন স্টিকার যুক্ত করা।
ক্যানভাতে যদি আপনার কোন ডিজাইন পছন্দ হয়ে থাকে সেই ডিজাইন নিজের মতো করে কাস্টমাইজ করে নিবেন।
নোটঃ এখানে শুধুমাত্র টি-শার্ট গুলোর যে ডিজাইন করা হয় সেই ডিজাইনগুলো কাস্টমাইজ করা যাবে।
যখন আপনার ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে যাবে তখন আপনার ডিজাইনটি ডাউনলোড করে নিবেন।
এরপর আপনাকে আর ছোট্ট একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ডিজাইনটি ডাউনলোড করার পর ডিজাইনটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন।
তবে সব ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় না। যেমনঃ যেসব ডিজাইনের ব্যাকগ্রাউন্ড সাদা থাকে যেসব ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হয়।
যাইহোক! ক্যানভা দিয়ে আমি খুবই সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবার customink.com দিয়ে কিভাবে একটি নিউ টি-শার্ট ডিজাইন করবেন সে ব্যাপারে আলোচনা করা যাক।
এডভান্স টি শার্ট ডিজাইন
ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে টি-শার্ট ডিজাইন করতে পারবেন তার থেকেও এডভান্স ভাবে টি-শার্ট ডিজাইন করতে পারবেন customink.com ওয়েবসাইট দিয়ে।
এই ওয়েবসাইটটিতে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো কাজে লাগিয়ে আপনি সহজেই কোন প্রকার “ডিজাইন জ্ঞান” ছাড়াই অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারবেন।
সাইটটির ফিচারসমূহঃ
- সহজেই যেকোনো টেক্সট যুক্ত করতে পারবেন।
- এবং রেডি কয়েকটি আর্ট যুক্ত করতে পারবেন।
- কোথাও থেকে ডিজাইন সংগ্রহ করে থাকলে তা আপলোড করে টি-শার্টে সেট করতে পারবেন।
- কোন টি-শার্টে কিরকম ডিজাইন মানানসই হবে তা “Change Products” এর মাধ্যমে দেখতে পারবেন।
যেকোনো টি-শার্টে অ্যাডভান্স লেভেলের ডিজাইনের রূপদান করার জন্য উপরোক্ত ফিচারগুলোই যথেষ্ট।
চলুন তাহলে উপরোক্ত ফিচারগুলো কাজে লাগিয়ে একটি অ্যাডভান্স লেভেলের এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট তৈরি করে ফেলি।
- প্রথমে সে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিংক
- এবং নিচের ছবিটি ফলো করলে দেখবেন যে এই সাইটের মূল ফিচারগুলো বামপাশে রয়েছে।
- এ ক্লিক করলেই যেকোনো ফিচার ব্যবহার করতে পারবেন।

এবার আপনিই ঠিক করুন যে আপনি আপনার টি-শার্ট ঠিক একইভাবে ডিজাইন করবেন। টেক্সট ইমেজ, ইমোজি যুক্ত করবেন নাকি বিভিন্ন আট যুক্ত করবেন।
এবং আপনারা সহজেই প্রতিটা অপশন নিজে নিজে দেখেই অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারবেন।
১. টি শার্ট ডিজাইন সফটওয়্যারঃ
আমার মনে হয় নতুনদের জন্য টি-শার্ট ডিজাইন সফটওয়্যারের চেয়েও টি-শার্ট ডিজাইন ওয়েবসাইট অনেক ভালো হবে।
২. টি শার্ট ডিজাইন কোর্সঃ
যদি টি শার্ট ডিজাইন ক্যারিয়ার গড়তে চান তাহলে অবশ্যই টি-শার্ট ডিজাইন কোর্স করতে পারেন।
৩. টি শার্ট প্রিন্ট ডিজাইনঃ
টি শার্ট প্রিন্ট ডিজাইন মূলত টি-শার্টের ডিজাইন করার পর সেই টি-শার্টটিকে প্রিন্ট করানো।
৪. টি শার্ট ডিজাইন ছবিঃ
গুগলে টি-শার্ট লিখে সার্চ করার পর ইমেজ পেজটিতে ক্লিক করলে অনেকগুলো টি-শার্ট ডিজাইন এর ছবি পেয়ে যাবেন।
এখানে প্রতিটা কথা কি প্রশ্ন করা উল্লেখ করার কারণ হচ্ছে মানুষ এসব ব্যাপারে জানতে খুব আগ্রহী।কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এগুলোর বিস্তারিত তেমন একটা জানাও যায় না।
শেষ কথাঃ
এখানে উল্লেখ করা ওয়েব সাইটটির মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে একটি টি-শার্ট ডিজাইন করে দিতে পারবেন।
এতে করে যেমন আপনার সময় বাঁচবে তেমন আপনি একই সাথে অনেকগুলো টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
আশা করি পোস্টটি পড়ে আপনি একটি টি-শার্ট তৈরি করতে পারবেন। আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ!

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.