টিকটক খুবই জনপ্রিয় একটি অ্যাপ। যেখানে মানুষ প্রতিনিয়তই কনটেন্ট তৈরি করে যায়। কেউ শখের বসে আর কেউ টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য। তাই টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় গুলো জেনে নিন।

আজকের আর্টিকেলে থাকছে কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করবেন ৫ টি সেরা উপায়ে।
তাই আশা করি আজকের ব্লগটি পড়লে টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় জানতে পারবেন।
এর আগে টিকটক সম্পর্কৃত অনেকগুলো আর্টিকেল পাবলিশ করেছি। যেমন: প্রফেশনালভাবে টিকটক আইডি খোলার নিয়ম
তারপরে টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার এবং সর্বশেষ টিকটক আইডি ভেরিফাই করার নিয়ম
আশা করি উপরের ব্লগগুলো পড়লে আপনার উপকারে আসবে। তারই ধারাবাহিকতায় আজকের আর্টিকেল টিকটক থেকে টাকা ইনকাম করার গাইডলাইন।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
প্রথমেই বলে রাখি যে, টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় আছে। অনেক বলতে বেশি আয় হয় পাঁচটি ক্যাটাগরিতে।
আজকে আমরা সেই পাঁচটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তবে প্রতিটা ক্যাটাগরিতে আয় নিশ্চিত করতে হলে আপনার অনেক ফ্যান ফলোয়ার লাগবে।
কত ফ্যান অথবা ফলোয়ার লাগবে তা নিচে প্রতিটি ক্যাটাগরিতে আলোচনা করবো।
আর, আমার উপরের লেখা আর্টিকেলগুলো পড়লে আপনার জন্য বুঝতে আরও সহজ হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
1. ক্রিয়েটর গিফ্ট এর মাধ্যমে টিকটক থেকে ইনকাম
টিকটকে ভেফিফায়েড হওয়ার আগে ক্রিয়েটর গিফ্ট এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারে।
এই ইনকাম হয় ভিডিও গিফ্ট এর মাধ্যমে। আমাদের দেশের ক্রিয়েটরদের জন্য কিছুদিন আগে ভিডিও গিফ্ট অপশনটা এসেছে।
ভিডিও গিফ্ট কি?
ভিডিও গিফ্ট হলো এমন গিফ্ট যেখানে ইউজাররা তাদের পছন্দের ক্রিয়েটরদের ভার্চুয়াল গিফ্ট দিতে পারে।
এবং সেই গিফ্ট হলো হীরা বা বিশেষ কোনো বস্তু। এখানে ইউজাররা যেকোনো গিফ্ট দিতে পারে। যেটা ক্রিয়েটরদের প্রোফাইলে গিয়ে জমা হয়।
এই গিফ্টটি একজন ক্রিয়েটরের কমেন্ট বক্সের পাশে থাকে। যদি কোনো ইউজারের তার পছন্দের কিয়েটরের ভিডিও ভালো লাগে তখন,
সেই ইউজার চাইলে তার পছন্দের ক্রিয়েটরকে একটা বা তার অধিক গিফ্ট করতে পারে। তবে, হীরা কিন্তু বাস্তব হীরা নয়।,
ভিডিও গিফ্টগুলো কিভাবে কাজ করে?
কোনো টিকটক কনটেন্ট ক্রিয়েটর ভিডিও গিফ্ট পেতে চাইলে বা ভিডিও গিফ্ট এর মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম করতে হলে,
টিকটকের একটি ইভেন্ট বা প্রথমে আপনাকে ক্রিয়েটর নেক্সট-এ যোগ দিতে হবে, এটা মূলত টিকটক মনিটাইজেশন এর একটা অংশ।
এরপরে আপনার টিকটক প্রোফাইলের সেটিংস এর যাবেন। সেটিংস এর যাবার পর প্রাইবেসি পেজে যাবেন।
তারপর, সেখানে “Creator tools” নামে একটা অপশন পাবেন। এরপর “Video Gifts” অপশনটি চালু করে দিবেন।
এবাবেই আপনি টিকটক গিফ্ট এর মাধ্যমে আয় করতে পারবেন। তবে, তার জন্য আর কিছু শর্ত আছে।
তার আগে জেনে নিন কিভাবে আপনার উপার্জিত হীরা দেখবেন, এবং সেই হীরাগুলোকে টাকায় পরিনত করবেন।
টিকটক গিফ্ট বা হীরাগুলোকে টাকায় পরিনত করুন
অনেক কষ্ট করে ভিডিও বানালেন এবং কিছু গিফ্টও পেলেন। এবার জেনে নিন কিভাবে এই গিফ্ট- গুলোকে টাকায় পরিনত করবেন।
টাকায় পরিনত করা মানে টিকটক থেকে টাকা ইনকাম করা টাকা আপনার হাতে পৌছে যাওয়া। যেটাকে বলা হয় গিফ্ট টু রিডিম।
আপনাকে টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই গিফ্টগুলোকে রিডিম এ পরিনত করতে হবে। তবেই আপনি টিকটক থেকে সেই টাকা হাতে পাবেন।
গিফ্ট থেকে রিডিম এর পরিনত করার জন্য আপনাকে “Withdraw” অপশন এ ক্লিক করতে হবে।
এবং হীরা বা গিফ্ট থেকে যে পরিমান রিডিম করবেন তার পরিমান লিখে এন্টার করবেন, বা ওকে তে ক্লিক করবেন। অথবা “Confirm and proceed”
মনে রাখবেন যতক্ষপ পর্যন্ত আপনি গিফ্ট না ভাঙ্গাবেন ততক্ষন সেটা গিফ্টই থাকবে। সেটার কোনো মূল্য থাকবে না।
ভিডিওগিফ্ট পেতে হলে শর্তগুলো!
অবশ্যই কিছু শর্ত আছে। যখন আপনি টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য টিকটক মনিটাইজেশন করে গিফ্ট চালু করতে চাইবেন তখন,
আপনাকে একটা শর্ত পূর্ন করতে হবে। প্রথমে আমি উপরে যেগুলো বলে এসছি যেমন, ক্রিয়েটর নেক্সট এ যোগ দিতে হবে।
এরপরের শর্ত হলো আপনার অবশ্যই ১৮ বছরের উপরের হতে হবে। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার প্রোফাইলে ১৮ বছরের উপরে থাকতে হবে।
এরপর হলো আইডির বয়স। টিকটক থেকে বলা হয়েছে যে, আপনি যে আইডিতে গিফ্ট এর মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম করতে চান!
সেই আইডির বয়স নিচে ৩০ দিন হতে হবে। আশা করি এই সমস্যা আপনার হবে না। কারণ ৩০ দিন বা তার থেকে বেশি সময় ব্যাতিত ভিডিও তেমন করা যায় না।
আর সর্বনিম্ন ১ লক্ষ ফলোয়ার থাকতে হবে। তবে, এখানে ভিউ এর কথা টিকটক আমাদেরকে বলে নাই।
আবার, কিছু কিছু ভিডিও কোনো প্রকার গিফ্ট পাবে না।
কোন কোন ভিডিওগুলো গিফ্ট পাবে না!
এটাও বলা হয়েছে যে, কিছু কিছু ভিডিও এর গিফ্ট পাবে না। বা ইউজাররা কিছু ভিডিওতে গিফ্ট দিতে পারবে না।
সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো কপি করা ভিডিও। আমাদের মধ্যে অনেকেই ভিডিও কপি করে। এই ধরনের ভিডিওতে কিউ গিফ্ট দিতে পারবে না।
এবং পরবর্তীতে হলো ডুয়েট করা ভিডিও, বিজ্ঞাপন কিংবা প্রমোট করা ভিডিওতে গিফ্ট অপশন থাকবে না।
2. পার্টনারশিপ এর মাধ্যমে টিকটক থেকে টাকা ইনকাম করুন
প্রচুর জনপ্রিয়তার মধ্য দিয়ে টিকটক থেকে টাকা ইনকাম করার আরেকটি গাইডলাইন হলো পার্টনারশিপ।
আপনার যদি প্রতিটা ভিডিওর অনেক বেশি ভিউ হয় এবং অনেক লাইক পেতে থাকেন তবে, টিকটকে আপনি পার্টনারশিপ করতে পাারবেন।
আর যদি আপনার ভিডিওতে ভিউ কম থাকে কিংবা ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনি পার্টনারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন না।
পার্টনারশিপ এর মাধ্যমে টিকটকে আয় করার প্রক্রিয়া
যখন আপনার অনে ফ্যান ফলোয়ার হয় যাবে তখন, বিভিন্ন কোম্পানিরা তাদের প্রমোট করানোর জন্য আপনার সাথে ডিল করবে।
এই ইনকামের কোনো নির্দিষ্ট পরিমান নেই। আপনার ডিল করা পার্টনারশিপের উপর নির্ভর করে আপনার আয়টা।
তবে, টপ টিকটকাররা টিকটক থেকে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করে থাকে, এই পার্টনারশিপের মাধ্যমে।
3. ইভেন্ট এর যোগদানের মাধ্যমে টিকটক থেকে ইনকাম করুন
আমি আগেই বলে নিই যে, যারা টিকটকে ভেরিফায়েড হয়েছেন শুধু তাদের জন্য ব্রান্ড ইভেন্টগুলোতে অংশগ্রহনের সুযোগ থাকে।
তাই আমার মনে হয় ব্রান্ড ইভেন্ট পরবর্তী আপডেটে আর্টিকেলে জানিয়ে দিবো। সাথেই থাকুন..
4. প্রোডাক্ট সেল করেও টিকটক থেকে ইনকাম করা যায়
এটি একটি জনপ্রিয় উপায়। আপনার এতো বেশি ফ্যান ফলোয়ারের প্রয়োজন নেই। খুবই সহজেই আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন।
শুধু যে আপনার তাই নয়, এখানেও আপনি স্পন্সর করতে পারবেন। স্পন্সর নিয়ে পরের আলোচনা।
প্রোডাক্ট বিক্রির মাধ্যমে যদি আপনার নিজের ব্যবসা থথাকে তবে, আপনার ব্যবসা গ্রো বা প্রমোট হবে।
আর, যদি অন্য কারোর হয় তবে, তার সাথে ডিল করে নিবেন যে, সে আপনাকে কত টাকা দিবে বা কত টাকার বিনিময়ে আপনি তার প্রোডাক্টটি প্রমোট করবেন।
এটা সাধারণত নির্ভর করে আপনার ফলোয়ারের উপর। তবে, ভালো কোনো ব্রান্ডের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন।
5. অন্যান্য সামাজিক যোগাযোগ ফ্ল্যাটফর্মে রিচ বাড়ান
সামাজিক যোগাযোগের প্রতিটা ফ্লাটফর্মেই একাউন্ট থাকে। তাই আপনি যদি এখানে সেলিব্রেটি বা জনপ্রিয়তা পান তবে,
টিকটকের মাধ্যমে অন্যান্য সামাজিক ফ্লাটফর্মতেও ভাইরাল হতে পারবেন। তাহলে আপনি অনেক সুবিধা পাবেন।
অন্যান্য সামাজিক ফ্লাটফর্মের সুবিধা।
ধরুন, আপনি একটি প্রফেশননাল ইউটিউব চ্যানেল ওপেন করলেন। এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন।
তাহলে আপনি যদি টিকটকের আইডি থেকে ইউটিউবে অডিয়েন্স নিতে পারেন তবে, আপনার ইউটিউবে ভিউ বেশি হবে।
আর যদি ভিউ বেশি হয় তাহলে আপনার আয়ের পরিমানও বাড়তে থাকবে। তাই আপনি চাইলে এভাবেও টিকটককে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় নিয়ে প্রশ্নঃ
এখন পর্যন্ত বাংলাদেশে টিকটক এ মনেটাইজেশন না হলেও স্পন্সরের মাধ্যমে টিকটক থেকে আয় করা যায়।
আমাদের দেশে যেহেতু টিকটক এ মজাটাইজেশন করা যায় না তাই tiktok থেকে স্পন্সরের মাধ্যমে আয় করতে। তবে অন্যান্য যেসব দেশের টিকটক থেকে মনিটাইজেশন করা যায় তাদের টপ ক্রিয়েটর যারা রয়েছে তাদের ধারণা মতে প্রতি ১০০০ ভিউতে ২ থেকে ৪ সেন্ট পেয়ে থাকে। তাহলে ক্যালককুলেট করলে দেখা যায় প্রতি 1 মিলিয়ন ভিউতে $20 থেকে $40 ডলার পর্যন্ত ইনকাম হয়ে থাকে।
শেষ কথা:
এখানে জানতে পারবেন টিকটক থেকে টাকা ইনকাম করার ৫ টি সেরা উপায়। যে উপায়গুলোর মাধ্যমে সহজেই টিকটকে টাকা আয় করতে পারবেন।
তাই আশা করি আজকের ব্লগটি আপনার ভালো লাগবে। আজকের আর্টিকেলে কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
Md.Mehedi.Hassan…Love
Thanks