বাংলাদেশ খুবই জনপ্রিয় একটি অ্যাপ টিকটক। তাই এর জনপ্রিয়তা কোন অংশে কম নয়। কিন্তু দেখা যায় কিছু মোবাইলে টিকটক ডাউনলোড হয় না।

সাধারণত এই অ্যাপসটি ডাউনলোড করা খুবই সহজ। এমনকি যেকোনো মোবাইলে অ্যাপসটি সহজে ডাউনলোড হয়ে যায়।
তবে কিছু কিছু মোবাইলে দেখা যায় tiktok সফটওয়্যার ইন্সটল করতে অনেক ঝামেলা হয়।
বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় মোবাইলগুলোতে ডাউনলোড হয় না।
কিংবা অনেক সময় বিভিন্ন সতর্কতা দেখা যায়। যেটাকে আমরা ওয়ার্নিং বলে থাকি।
আজকের এই পোস্টটিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার মোবাইলে কোন ঝামেলা ছাড়াই টিকটক সফটওয়্যার ইন্সটল করতে পারবেন
টিকটক ডাউনলোড করুন
সাধারণত কেউ যখন তাদের মোবাইলে টিকটক সফটওয়্যারটি ইন্সটল করতে চায় তখন তারা চাইলে সহযেই গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারে।
এমনকি টিকটক অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে গেলেও আপনি টিকটক অ্যাপসটি ইনস্টল করতে পারবেন।
সেখানে এন্ড্রয়েড ভার্সন এবং আইওএস ভার্সন অথবা পিসি ভার্শন সবই পেয়ে যাবেন।
এখন পর্যন্ত সাধারণত মোবাইলগুলোতে ডাউনলোড করার উপায় হচ্ছে উপরের দুইটি।
কিন্তু দেখা যায় কিছু কিছু মোবাইলে গুগল প্লে স্টোর থেকে টিকটক সফটওয়্যারটি ডাউনলোড কিংবা ইন্সটল করা যায় না।
এমনকি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সফটওয়্যারটি ইন্সটল হয় না।
তার আগে বলে নেই যারা গুগল প্লে স্টোর থেকে টিকটক সফটওয়্যারটি ইন্সটল করতে চাচ্ছেন কিন্তু পারছেন না,
তাদের জন্য বলে দিচ্ছি প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে “টিকটক” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
আর ওয়েবসাইট এর ক্ষেত্রে গুগলে গিয়ে ইংলিশে “tiktok download” লিখে সার্চ করলে টিকটক সাইটে যাবেন।
সেখানে গেলে আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সন দেখাবে সেটা ডাউনলোড করে নেবেন।
যেসব মোবাইলে গুগল প্লে স্টোর থেকেও সফটওয়্যার ইন্সটল করা যায় না তাদের মোবাইলের সাধারণত দুই ধরনের সমস্যা হয়ে থাকে।
প্রথমত মোবাইলের স্টোরেজ পুরো থাকে। আর দ্বিতীয়ত রেম (র্যাম) কম থাকে।
তবে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন কম থাকা।
আর যেহেতু এখনকার মোবাইলগুলোতে লেটেস্ট সব ভার্শন ইউজ করা হয় তাই অ্যান্ড্রয়েড ভার্সনে কোন সমস্যা হওয়ার কথা নয়।
এই সমস্যাগুলো থেকে সমাধান এর জন্য দুইটি উপায় রয়েছে।
প্রথমতঃ
বেটা ভার্সন ব্যবহার করা, (লাইট ভার্ষন)
দ্বিতীয়তঃ টিকটক সফটওয়্যার ফাইল ডাউনলোড করে ব্যবহার করা।
টিক টক অ্যাপস ডাউনলোড
যে দুটি সমস্যার কারণে টিক টক অ্যাপস ডাউনলোড করা যায় না, সে দুটি সমস্যার সমাধান করতে পারবেন খুবই সহজে।
তার জন্য আপনাকে যা করতে হবে তা হল, আপনার মোবাইলের যদি এন্ড্রয়েড ভার্সন কম থাকে সে ক্ষেত্রে টিক টক সফটওয়্যার ফাইল ব্যবহার করা।
আর যদি আপনার এন্ড্রয়েড ভার্সন মোটামুটি 4.5+ থাকে তাহলে আপনি বেটা ভার্সন ব্যবহার করতে পারবেন বা আপনার জন্য বেটা ভার্শন।
প্রথমে দেখাবো কিভাবে টিকটক সফটওয়্যার ফাইল ডাউনলোড করে টিকটক ব্যবহার করবেন। তার জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন।
অবশ্যই আপনার গুগল ক্রোমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। মানে g-mail অ্যাকাউন্ট লগইন করে থাকতে হবে।
আর যদি জিমেইল একাউন্ট না থাকে সে ক্ষেত্রে জেনে নিন জিমেইল একাউন্ট কিভাবে খুলবেন।
এরপর গুগল ক্রোমে গিয়ে “Tiktok download” লিখে সার্চ করবেন। সে ক্ষেত্রে সবার আগে গুগল প্লে স্টোর এর লিংক দেখতে পাবেন।
যেহেতু আপনার মোবাইলে টিকটক প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরের লিংকে যাবার দরকার নাই।
আপনি সার্চ গুলো কে একটু স্ক্রল করবেন। মানে নিচের দিকে যাবেন। নিচে দিকে গেলে দেখতে পাবেন এপিকে পিওর নামে একটা সাইট আছে।
সেই সাইটটিতে গেলে টিকটকের ফাইলটি পেয়ে যাবেন। মানে টিকটক সফটওয়্যার ফাইলটি যাবেন।
সেখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন। সেই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড হয়ে গেলে ক্রোমের ডাউনলোড নামে অপশনটিতে ক্লিক করবেন। এবং অ্যাপসটি ডাউনলোড করার ফাইলটি পেয়ে যাবেন।
এরপর ফাইলটির উপর ক্লিক করবেন। এবং ডাউনলোডের জন্য আননোন সোর্স অ্যাক্টিভ করে দিবেন।
এবং ডাউনলোড এনিওয়ে আসলে সেখানে ওকে ক্লিক করবেন।
তাহলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে যাবেন।
এখন দেখতে পাবেন যে টিকটক সফটওয়্যারটি অটো ডাউনলোড হয়ে গেছে।
এরপর কাজগুলো সাধারণত আপনার জানা আছে মানে টিকটক আইডি খুলতে হবে।
টিকটক ডাউনলোড করার নিয়ম (লাইট ভার্ষন)
আপনার মোবাইলে কি কোন ভাবেই tiktok সফটওয়্যার ইন্সটল করতে পারছেন না?
কিংবা গুগল প্লে স্টোর থেকেও কোনভাবেই ইন্সটল হচ্ছে না?
সে ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে টিকটক এর মেইন ভার্সন ডাউনলোড না করে লাইট ভার্সন ডাউনলোড করে দেখতে পারেন।
কিভাবে মোবাইলে টিকটক বেটা ভার্সন ডাউনলোড করবেন? তার বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ডাউনলোড করবেন।
অনেকে বলে থাকে যে আমার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে টিকটক এর মেইন ভার্সনটি ডাউনলোড হচ্ছে না।
তাদের জন্য উপরের নিয়মটি প্রযোজ্য হবে বলে আমি মনে করি।
আপনি যদি প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ডাউনলোড করতে না পারেন তবে উপরের নিয়মটি ফলো করেন।
সেটাতেও না হলে আপনি এবার গুগল প্লে স্টোর থেকে টিকটক ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে তা জেনে নিন।
প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। এরপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন “টিকটক লাইট” লিখে।
টিকটক লাইট হচ্ছে টিকটকের বেটা ভার্সন মানে টিকটকের থেকেও এই অ্যাপটি অনেক হালকা।
আমরা যেমন ফেসবুক ব্যবহার করি। এবং সেইসাথে ফেসবুক লাইট অ্যাপও রয়েছে। যেটা অনেকে ব্যবহার করে।
যাদের মোবাইলে টিকটক অরিজিনাল সফটওয়্যারটি ডাউনলোড হয় না। তারা টিকটক লাইট ডাউনলোড করে থাকে।
প্লে স্টোরে টিকটক অরজিনাল অ্যাপটি রয়েছে। সেটা যদি ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনি টিকটক লাইট ব্যবহার করতে পারেন।
এটা সাধারণত যেকোনো এন্ড্রয়েড ভার্সনে ডাউনলোড হয়ে থাকে।
আবার যাদের মোবাইলের স্টোরেজ কম তাদের ক্ষেত্রেও টিকটক লাইটটি খুবই ব্যবহারযোগ্য।
এবং টিকটক ডাউনলোড ও ব্যবহারের ক্ষেত্রে এটাই বিকল্প।
যেহেতু এটা গুগল প্লে স্টোরের। তাই কোন ভাইরাস থাকবে না। আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন।
এমনকি টিকটক অরজিনাল ভার্ষনে যেগুলো রয়েছে, টিকটক লাইট ভার্সনেও এ কই ফিচার রয়েছে।
তাই আপনার মোবাইলের স্টোরেজের সমস্যা থাকলে, অথবা র্যাম কম থাকার কারণে ডাউনলোড না হলে আপনি টিকটক লাইট টি ব্যবহার করতে পারেন।
শেষ কথা:
আশাকরি টিক টক সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে বুঝতে পেরেছেন। টিকটক ডাউনলোড করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।
আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!