বাংলাদেশের ক্রমান্বয়ে টিকট ব্যবহারকারী বাড়ছে। এবং প্রতিনিয়ত নতুন নতুন টিকটক আইডি খুলছে। তাই আপনিও যদি ঠিকঠাক আইডি খুলতে চান তাহলে টিকটক আইডি খোলার নিয়ম জেনে নিন।
বর্তমান সময়ের সেরা শর্ট ভিডিও ফ্ল্যাটফর্ম হলো টিকটক। টিকটক চেনে না বা টিকটক সম্পর্কে জানেনা এমন লোক খুবই কম।

আবার বর্তমানে প্রায় মানুষই টিকটক করে। তাই আপনার ও হয়তো টিকটক ভিডিও করতে মন চায়।
তবে সঠিকভাবে গোছালো একটা একাউন্ট সবাই খুলতে পারে না। তাই আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো।
একটি প্রফেশনাল টিকটক আইডি খোলার নিয়ম। এবং সুন্দর করে ট্যাগ সহকারে ভিডিও আপলোড করার নিয়ম বলে দিবো।
যার ফলে আপনার ভিডিও সহজেই র্যাংক হয়ে যাবে। বা টিকটকের ভিডিও পর ইউ পেজে যাবে। তাহলে চলুন বিস্তারিতভাবে সবকিছু জেনে নিন।
প্রথমেই টিকটক মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন। এবং TikTok লিখে সার্চ দিবেন।
তারপরে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। তারপরে কিছু নির্দেশনা আসবে। আপনার মোবাইলে টিকটক অ্যাপসটি ডাউনলোড হচ্ছে না?
টিকটক আইডি খোলার নিয়ম
তারপরে আপনার কাছে টিকটক জানতে চাইবে যে, আপনার আগ্রহের বস্তু কি? এবং সাথে অনেক গুলো ক্যাটাগরি আপনার সামনে উপস্থাপন করবে।
আগ্রহের বস্তু বলতে আপনার কোন ধরনের ভিডিও পছন্দ। যেমন কারো খেলা পছন্দ। তার জন্য রয়েছে গেম নামে ক্যাটাগরি।
তাই আপনার টিকটক আইডি খোলার পর কোন ভিডিও গুলো দেখতে সাচ্ছন্দবোধ করবেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে।
ব্যাস! ক্যাটাগরি সিলেক্টের পর সুইপ আপ বা Swipe Up করে উপরের দিকে স্ক্রিনটি সরিয়ে নিবেন। তারপরে আপনার কাছে টার্মস এন্ড কনডিশন উপস্থিত করবে।
Terms of service এর মানে আপনি টিকটক ব্যবহারে কিছু সম্মতি দিতে হবে। এটা তেমন কোনো সমস্যা নয়।
তাই আপনি Agree and Continue তে ক্লিক করবেন। তারপরেই সম্পূর্ন টিকটক ডাউনলোড হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই। টিকটক আইডি খোলার নিয়ম।
মানে আপনি এখন টিকটক আইডি খোলা ছাড়াও টিকটক ভিডিও দেখতে পারবেন। তবে ভিডিও আপলোড করতে পারবেন না।
এমনকি কারো ভিডিওতে লাইক কমেন্টও করতে পারবেন না। মনে করেন টিককট ভিডিও ডাউনলোডও করতে পারবেন না।
সঠিকভাবে টিকটক আইডি খুলুন
আপনি যদি শুধু টিকটক ভিডিও দেখতে চান তবে, কোনো একাউন্ট খোলা ছাড়াই ভিডিও দেখতে পারবেন।
তবে আপনি যদি টিকটক ভিডিও তৈরি করতে চান মানে, আপনি যদি টিকটক কনটেন্ট ক্রিয়েটর হতে চান তবে, একটা একাউন্ট খুলে নিতে হবে।
একটু অপেক্ষা করুন আমি আপনাদের দেখাবো টিকটক আইডি খোলার নিয়ম। যেখানে আপনি প্রফেশনাল টিকটক একাউন্ট খুলতে পারবেন।
এবার একাউন্ট খোলার পালা! আপনার টিকটকের অ্যাপ এ প্রবেশ করলে নিচে ডানপাশে একটা আইকন দেখতে পাবেন। যেখানে প্রোফাইল লেখা আছে।
প্রোফাইলে ক্লিক করার পর Sign Up নামে একটা পেজ আসবে। সেখানে ক্লিক করবেন। তারপরে আসবে Sign up for TikTok। সেখানে তিনটা অপশন আসবে।
- Use phone or email
- Continue with Facebook
- Continue with Google
এখানে আপনার ইমেইল বা জিমেইল আইডি যদি মনে থাকে। জেনে নিন জিমেইল আইডি কি? এবং কিভাবে খুলবেন।
যদি ইমেইল আইডি এবং পাসওয়ার্ড মনে থাকে তবে ইমেইল এ ক্লিক করবেন।
আর যদি আপনার ফোন ভঅলো হয়। আপনার যদি মনে হয় যে, আপনার ফোন অনেকদিক টিকবে তবে, Continue with Google এ ক্লিক করবেন।
সবচেয়ে রিকমান্ডেড থাকবে যে, আপনার ফেসবুক আইডি দিয়ে Sign Up করার জন্য। যার ফলে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড টিকটকে আছে তাদের সবার আইডি চলে আসবে।
তাদেরকে ফলো করতে পারবেন। এবং ফলো ব্যাক করতে পারবেন। তাই আপনার ভিডিও র্যাংক করার জন্য ফেসবুক দিয়ে Sign Up করলে সবচেয়ে ভালো হবে।
একটি প্রফেশনাল টিকটক আইডি খুলুন
তারপরের কাজ হলো আপনার আইডিকে সাজানো। একটা সাজানো আইডি প্রফেশনাল আইডির মতো দেখতে লাগে। ফলে আপনার আইডিতে কেউ আসলে যাতে ভালো লাগে। এবং আপনাকে ফলো করে।
তার জন্য প্রথম কাজ হবে একটা প্রোফাইল সিলেক্ট করা। আপনার একটা প্রোফাইল সেট করবেন। ভালো ফারফর্ম করার সার্থে প্রোফাইল ঘন ঘন পরিবর্তন করবেন না।
প্রোফাইল বার বার পরিবর্তন করলে আপনার ফলোয়াররা একটু কনফিউজড হয়ে যাবে।
তাই প্রোফাইল সিলেক্ট করার সময় এমন একটা সিলেক্ট করবেন যেটা বদলানোর তেমন কোনো দরকার পড়বে না।
এবং পরে একটা ইউজারনেম সিলেক্ট করবেন। ইউজারনেম সিলেক্ট করা ক্ষেত্রে ছোট এবং সুন্দর একটা নাম দিবেন। এমন নাম দিবেন না যাতে মানুষ তা পড়তে না পারে।
ছোট এবং সুন্দর ইউজারনেম দেয়ার কারন হচ্ছে, কেউ যদি একবার আপনার প্রোফাইলে আসে তখন, আপনার ইউজারনেমটি দেখলে তাদের মনে থাকবে।
এবং পরবর্তিতে সেই ভিজিটরটি আপনার প্রোফাইলে আবারও আসবে। এর কারন হিসেবে হয়তো আপনার কোনো ভিডিও তার কাছে আগে কখনো ভালো লেগেছে।
আমি কিন্তু প্রতিটা টেকনিক এবং গোপন ট্রিক্স আপনাদের শেয়ার করি। তাই আমাদের সাথে থাকলে এরকম আরও ট্রিকস পেয়ে যাবেন।
যাইহোক! টিকটক আইডি খোলার নিয়ম আরও জেনে নিন
এখন আমাদের নাম দেয়া শেষ। যেটা হলো ইউজার নেম। তারপরে প্রোফাইল পিকও দেয়া শেষ। এবার আসবে bio। যাকে biography বলা হয়।
মানে আপনার সম্পর্কে সর্ট করে একটা সামারি উপস্থাপন করবেন। এটা অনেকে অনেক উক্তি দিয়ে থাকে।
আপনার ক্ষেত্রে এমন একটা bio দিবেন যেটা কোনো প্রোফাইল ভিজিট দেখা মাত্র আকৃষ্ট হয়ে যায়।
তাই bio লেখার সময় একটু সময় নিবেন। এবং ভালো একটা bio দিবেন।
ব্যাস! আপনার একাউন্ট সম্পূর্ন হয়ে গেছে। এবার আসুন ভিডিওতে। আপনার ভিডিও পর ইউ পেজে নিতে হলে সময় মেনটেইন করতে হবে।
তাই সবকিছু এখানে বলা সম্ভব হচ্ছে না। আমার সাইটে একটু খুঁজলেই আরও বিস্তারিত পেয়ে যাবেন।
টিকটক প্রতিনিয়ত নতুন নতুন ফিচারস যুক্ত করে থাকে। যেগুলোর মাধ্যমে সিকিউরিটি শক্ত করা এবং ক্রিয়েটরদের জন্য নতুন নতুন টুল সংযুক্ত করা
আপনি যখন tiktok ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার tiktok আইডি থাকতে হবে। তবে টিকটক আইডি ছাড়া আপনি শুধুমাত্র টিকটক ভিডিও দেখতে পারবেন। আর টিকটক আইডি থাকলে আপনি যেকোনো পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে পারবেন।
শেষ কথা:
সহজভাবে বলতে গেলে টিকটক আইডি খোলার নিয়ম খুবই সহজ। প্রথমে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
এরপর উপরে আমি যেভাবে বলেছি ঠিক সেরকমভাবে আইডি খুলতে পারলে আপনার টিকটক আইডি প্রফেশনালমানের হবে।
আপনাদেরকে করা গাইডটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর টিকটক আইডি খোলার নিয়ম বিস্তারিত আলোচনা করেছি। এরকর আরও টিপ্স পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!
Very nice
আমাকে ফটো এডিট করবো কিভাবে প্লিজ জানাবেন
আপনি অনলাইন ফটো এডিটর ওয়েবসাইটের মাধ্যমে ভালোমানের ফটো এডিট করতে পারবেন। click here