বাংলাদেশে এই প্রথম বিশ্বস্ত এবং শতভাগ পেমেন্ট গ্যারান্টি টাকা ইনকাম করার অ্যাপ খুঁজে পেয়েছি। যেখানে আনলিমিটেড কাজ এবং আনলিমিটেড ইনকাম।

অনলাইনে অনেক টাকা ইনকাম করার অ্যাপ আছে। কিন্তু টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নেয়ার মতো সেরকম কোনো অ্যাপ নেই। সেজন্য এই অ্যাপে টাকা ইনকাম করার পর সহজেই বিকাশে পেমেন্ট নেয়া যায়।

এবং টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে পেমেন্ট নেয়ার সহজ উপায় আছে। আবার টাস্ক পূরণ করতে না পারলে এমনকি ব্যালেন্স কম থাকলেও সেই টাকা মোবাইল রিচার্জের মাধ্যমে পেয়ে যাবেন।

তাই বুঝতেই পারছেন যে, টাকা ইনকাম করার অ্যাপ হিসেবে অ্যাপটি কেমন হবে। আপনিও যদি সেই অ্যাপটি দিয়ে ফ্রি টাকা ইনকাম করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

টাকা ইনকাম করার অ্যাপ

টাকা ইনকাম করার অ্যাপ গুলো আমাদের দেশে খুবই সচরাচর দেখা যায়। কিন্তু অ্যাপগুলোতে কাজ করার পর বেশিরভাগ অ্যাপ থেকে টাকা উঠানো যায় না।

অর্থাৎ সে অ্যাপগুলো সম্পূর্ণ ফেক বা নকল। অনেক কষ্ট করে কাজ করার পর টাকা উইথড্র দিতে গেলে সে টাকাগুলো আর তারা দেয় না।

এমন সব পরিস্থিতিতে আমি এমন একটি অ্যাপ খুঁজে পেয়েছি যেটাতে শতভাগ পেমেন্ট গ্যারান্টি করা। এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজেই এই অ্যাপটিতে কাজ করেছি। কাজ করার কারণ হচ্ছে আমি আগে নিজে দেখেছি যে কাজ করার পর তারা পেমেন্ট দেয় কিনা।

এবং আমি কাজ করে পেমেন্ট ও পেয়েছি। অর্থাৎ অ্যাপটি থেকে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন। তাই ভাবলাম আপনাদের সাথেও এই অ্যাপটি শেয়ার করি।

আরো অন্যান্য ভাবে টাকা ইনকাম করুনঃ

অ্যাপটি শেয়ার করার আগে বলে নিই যে আপনি অ্যাপটি থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন।

  • টাকা ইনকাম করার অ্যাপ দিয়ে ওয়েবসাইট ভিজিট করে টাকা ইনকাম করতে পারবেন
  • এবং নির্দিষ্ট একটা সময় পর মাত্র একবার একটি এডে ক্লিক করে দশ সেকেণ্ড অপেক্ষা করে টাকা ইনকাম করতে পারবেন
  • সেই অ্যাপটি থেকে অন্য কোন অ্যাপ ডাউনলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
  • ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন
  • আপনার ফ্রেন্ড দের কে ইনভাইট করে টাকা ইনকাম করতে পারবেন। (এক্ষেত্রে সবচেয়ে বেশি ইনকাম হয় ইনভাইট করলে)

এছাড়াও আরও অনেক ইনকাম সোর্স রয়েছে সেই অ্যাপটিতে। এবং আরো নতুন নতুন কাজ যুক্ত হতে থাকে।

যখনই কোন নতুন কাজ আসবে তখন অ্যাপটির নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবং তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপডেট পেয়ে যাবেন।

সবমিলিয়ে টাকা ইনকাম করার যে অ্যাপটির কথা বলছি সে অ্যাপটি খুবই দুর্দান্ত।

আপনি সহজেই আপনি এই অ্যাপটি থেকে একটা এমাউন্ট রোজগার করতে পারবেন যদি আপনার হাত খরচ হয়ে যাবে।

অ্যাপসটির ডিসক্লেইমার

অ্যাপটিতে প্রতি মাসের শেষের যেকোনো তিন থেকে চার দিন কাজ করতে পারবেন। এই অল্প দিনের মধ্যে প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন।

যাইহোক! আশা করি অ্যাপটি সম্পর্কে পুরো ধারণা পেয়েছেন। কিংবা সবকিছু বুঝেছেন যে কিভাবে কাজ করতে হবে কয় দিন কাজ করতে হবে ইত্যাদি।

এবার প্রথমে আপনাদেরকে অ্যাপটির লিংক শেয়ার করব। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে নেই।

তাই অ্যাপটি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে। নিচে অ্যাপটি ডাউনলোড লিংক রয়েছে।  এরপর অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

অ্যাপটিতে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে টাকা উইথড্র করবেন এর সবকিছু আমি বলে দেব।

উপরের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করে নিবেন।

Grow Earn – অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ

একেবারে সহজে এবং হালকা কাজ করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে Grow Earn অ্যাপটি টাকা ইনকাম করার সেরা অ্যাপ হবে।

Grow Earn অ্যাপটিতে কাজ করা খুবই সহজ। তবে, প্রথমবার কাজ করতে হয়ত আপনার কাছে ঝামেলা লাগতে পারে।

কারণ এই অ্যাপটির ইনকাম সিস্টেম পুরোটাই ভিন্ন। মানে এই অ্যাপটির কাজ অন্যান্য অ্যাপের কাজের মতো না।

এখানে কাজের ধরণ আলাদা। কাজের ধরন কেমন আলাদা? কিংবা কিভাবে কাজ করবেন তা বলছি।

অ্যাপটি ওপেন করার আগে প্রথমে একটা ভিপিএন ইন্সটল করে নিবেন। এবং ভিপিএনএ ইউনাইটেড স্টেট (আমেরিকা) কিংবা কানাডার লোকেশন সিলেক্ট করবেন।

এবার অ্যাপটি ওপেন করে নিবেন। ওপেন করার পর প্রথমে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফলো করুন।

  • Full Name
  • Mobile Number
  • Refer Code (optional 1234)
  • Password

এখানে প্রথমে আপনার পুরো নামটি দিবেন। এরপর একটা সঠিক এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। এবং রেফার কোড দিলেও হবে, না দিলেও হবে।

সর্বশেষ একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করুন। এখানে আপনার পাসওয়ার্ডটি মনে রাখবেন। কারণ পরবর্তীতে এই পাসওয়ার্ডের প্রয়োজন হবে।

বিশেষ করে আপনি যখন আপনার ব্যালেন্সে টাকা উইথড্র করতে যাবেন তখন হয়তো পাসওয়ার্ডটি লাগতে পারে।

Grow Earn – টাকা ইনকাম করার ওয়েবসাইট

এবার জেনে নিন কিভাবে আপনি টাকা ইনকাম করার অ্যাপ Grow Earn এর মাধ্যমে ওয়েবসাইটে কাজ করে টাকা ইনকাম করবেন।

অর্থাৎ এটি অ্যাপস হলেও এখানে ওয়েবসাইটের কাজ থাকে। মানে এই অ্যাপসটি দিয়েই আপনি ওয়েবসাইটে কাজ করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন আমরা নিচের স্টেপ গুলো ফলো করতে থাকি।

  1. অ্যাপটি ওপেন করার পর Home স্ক্রিন দেখবেন।
  2. এবং Home স্ক্রিন এর ডানপাশের নিচের দিকে Task নামে একটা অপশন আছে।
  3. Task পেজে যাওয়ার পর একেবারে প্রথমটিতে যাবেন।
  4. যেখানে লেখা আছে যে, ভিজিট ওয়েবসাইট।
  5. সেই অপশনটিতে (ভিজিট ওয়েবসাইট) ক্লিক করবেন।
  6. তারপর, আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে।
  7. যে সাইট ওপেন হবে সেই সাইটে অনেকগুলো পোস্ট দেখতে পাবেন।
  8. যেকোনো একটা পোস্ট ওপেন করবেন।
  9. এরপর পোস্টটির একবারে নিচে স্ক্রল করবেন।
  10. দেখবেন যে সেখানে কিছু সময় দেখাচ্ছে (১০ সেকেন্ড এর কাছাকাছি)
  11. সময় শেষ হওয়ার সাথে সাথে রিভিউ মাই টাস্ক (Review My task) নামে একটা বাটন আসবে।
  12. বাটনটিতে ক্লিক করে কমপ্লিট টাস্ক (Complete My Work) লেখাটি আসা পর্যন্ত অপেক্ষা করবেন।

এরপর আপনার ব্রাউজার থেকে বের হয়ে আবার অ্যাপটিতে যাবেন। আবার আপনি উপরের নিয়ম গুলো ফলো করে পাঁচবার কাজ করবেন।

যখন আপনার একই নিয়মে ৫ বার কাজ করা হয়ে যাবে তখন, শেষ বারে অর্থাৎ ৫ নম্বরে যকন কাজ করবেন তখন ভিজিট এন্ড ক্লিক এড (Visit and click ad) নামে একটা লেখা আসবে।

সেটাতে ক্লিক করলে আবার আগের মত একটা ওয়েবসাইট ওপেন হবে। এবং সে ওয়েবসাইটের একটি পোস্ট ওপেন করবেন।

এবং পোস্টটিতে অনেকগুলো বিজ্ঞাপন দেখতে পাবেন। তার মধ্যে যেকোনো একটি বিজ্ঞাপনে ক্লিক করবেন

তারপর যখন বিজ্ঞাপনটি আপনার ব্রাউজারের অন্য আরেকটি ট্যাবের ওপেন হবে তখন সেই বিজ্ঞাপন এর লিংক আপনাকে কপি করতে হবে।

বিজ্ঞাপনের লিংক কপি করার জন্য আপনার ব্রাউজারে আপনি যে ট্যাবে আছেন সেই ট্যাবের উপরে শেয়ার বাটন আছে।

শেয়ার বাটকে ক্লিক করলে কপি লিংক নামে একটা অপশন পাবেন। এবং কপি লিংক বাটনে ক্লিক করে কপি করে নিবেন।

এরপর Grow Earn অ্যাপটিতে গেলে দেখবেন যে কপি করা লিংকটি পেস্ট করার জন্য একটা পেজ চলে আসবে।

এবং নিশ্চিন্তে আপনার কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করুন।

প্রতিদিন টাকা আয় করার সুযোগ।

অভিনন্দন! আপনি যদি আমার উল্লেখ করা প্রতিটা প্রসেস মনোযোগ সহকারে পড়েন। এবং ঠিক একই রকম কাজ করেন তাহলে আপনি একটি টাস্ক সম্পন্ন করতে পেরেছেন।

যার জন্য আপনি পেয়ে যাবেন এক (১) টাকা। এবং প্রতিবার একই প্রসেস ফলো করে কাজ করতে থাকবেন।

আর এভাবেই আপনি Grow Earn অ্যাপটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এবং যতদিন কাজ করার জন্য সুযোগ থাকবে ততদিন আনলিমিটেড কাজ করতে পারবেন।

এবং আপনি এভাবে প্রতিদিন প্রতিনিয়ত কাজ করতে পারবেন। এবং সাথে সাথে পেমেন্টও নিতে পারবেন।

রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ ২০২৩

এই অ্যাপটি দিয়ে আপনি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন রেফার করে। এবং এই অ্যাপটি রেফার করা খুবই সহজ।

টাকা ইনকাম করার অ্যাপ টি রেফার করার জন্য প্রথমে অ্যাপটির হোম স্ক্রিনে যাবেন। এরপর আইকনে ক্লিক করবেন।

এবং রেফার ফ্রেন্ড নামে অপশনটি পেয়ে যাবেন। অ্যাপটি রেফার করার জন্য প্রতিটা ইউজারকে একটি করে রেফার কোড দেয়া হয়।

চলুন, কিভাবে রেফার করতে হয় তা দেখে নিইঃ

  • রেফার ফ্রেন্ড অপশন থেকে প্রথমে অ্যাপের লিঙ্কটি শেয়ার করুন
  • এরপর সেখানে একটি রেফার কোড দেখতে পাবেন।
  • কোডটির উপর ট্যাপ করে কপি করে নিন।
  • আপনার বন্দুর অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি যেভাবে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করেছেন সেভাবে যাকে রেফার করেছেন তার মোবাইলেও রেজিস্ট্রেশন করে নিন।
  • শুধুমাত্র রেজিস্ট্রেশন করার সময় যখন রেফার কোড চাইবে তখন আপনার রেফার কোডটি বসিয়ে দিবেন।

ব্যাস! আপনার অ্যাপটি রেফার করা হয়ে গেছে। আপনি যদি আমার প্রসেসটি বুঝতে না পারেন তাহলে সেখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে।

আর আরেকটা কথা হচ্ছে আপনি রেফার করে কত টাকা পাবেন কিভাবে পাবেন তার বিস্তারিত অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন।

আমি চাইলে এখানে বলতে পারতাম। কিন্তু তাদের রুলস একটু তাড়াতাড়ি পরিবর্তন হয়ে থাকে। তাই তারা কখন কি রুলস দেয় তা সম্পূর্ণ তাদের অধীনে।

তবে রিয়েল টাকা ইনকাম এর জন্য রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ 2023 হিসেবে এই অ্যাপটি (Grow Earn) সেরা বলে আমি মনে করি।

বিকাশে পেমেন্ট নিন

উপরোক্ত নিয়মে আপনি যখন টাস্ক পূরণ করতে পারবেন তখন বিকাশে, নগদে পেমেন্ট নিতে পারবেন।

আপনি প্রথমে একাউন্ট খোলার সময় সেই অপশনগুলো পেয়ে যাবেন।

আর, পেমেন্ট প্রোফাইলে গিয়ে যদি টাস্কক পূরণ না হয় তবে রিচার্জ অপশনে গিয়ে যে নম্বরে রিচার্জ করবেন সেই নম্বরটি বসাবেন।

এরপর সেভ বাটনে ক্লিক করবেন।

আর, কিভাবে পেমেন্ট নিবের সে ব্যাপারে অ্যাপের মধ্যে বিস্তারিত লেখা থাকবে। এবং অনেকগুলো পেমেন্ট অপশন থাকবে।

যেমনঃ নগদ, রকেট, বিকাশ ইত্যাদি। প্রোফাইলে পেমেন্ট অপশন সিলেক্ট করার পর মোর বাটনে ক্লিক করবেন।

এবং Withdraw Money বাটনে ক্লিক করলে পেমেন্ট এর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে পরবর্তী ১/২ ঘন্টার ভেতরে পেমেন্ট পেয়ে যাবেন।

FAQ –

Q. কি App দিয়ে টাকা ইনকাম করা যায়?

বর্তমানে অনেক অ্যাপস দিয়ে টাকা ইনকাম করা গেলেও সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত এপ্স হচ্ছে Grow Earn অ্যাপস। এই অ্যাপটি দিয়ে আপনি যেমন সহজে কাজ করতে পারবেন তা এমনি খুব দ্রুত সময় টাকা উইথড্র করতে পারবে।

শেষ কথাঃ

আপনার অবসর সময়ে বসে না থেকে টাকা ইনকাম করার অ্যাপসটির মাধ্যমে সহজেই অনেক টাকা আয় করতে পারবেন।

কিভাবে আয় করবেন? কত টাকা আয় করবেন? পেমেন্ট নেয়ার পদ্ধতি সবকিছু উপরে আমি বিস্তারিত বলে দিয়েছি।