আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন। মুসলমানদের জন্য বিশেষ একটা দিন হলো জম্মার দিন। এই দিন মুসলিম উম্মাহর জন্য উপহারস্বরূপ। জুম্মার দিনকে গুনাহ মাফের দিন বলা হয়। তাই জুম্মার দিনে অনেক ফজিলত রয়েছে।

আবার অনেক আমল করার সুযোগও রয়েছে। ফেসবুক এ অনেক জুম্মা মোবারক স্ট্যাটাস দেখতে পাই।
আমরা অনেকে তো জুম্মা মোবারক স্ট্যাটাস দিয়ে থাকি। কিন্তু আমি আবার নতুন করে কিছু ইউনিক স্ট্যাটাস নিয়ে এসেছি।
জুম্মা মোবারক স্ট্যাটাস
কি ফজিলত আছে জুম্মার দিনে? আমরা অনেকে জুম্মার দিনের ফজিলত সম্পর্কে অবগত নই। তাই আগে একটু সংক্ষেপে জেনে নেয়া যাক।
জুম্মার দিন_
প্রথমত, জুম্মার দিন মুসলমানদের কাছে একটা উপহারের দিন। দ্বিতীয়ত, কোরবানির সমপরিমান সওয়াব পাওয়া যায়।
আপনাদেরকে একটু বিস্তারিত বলি, জুম্মার দিনে যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তার জন্য কুরবানির সমপরিমান সওয়াব থাকবে।
তারপরে রয়েছে গুনাহ মাফের দিন। বলা হয় এই দিন গুনাহ মাফ হবার সম্ভাবনা বেশি থাকে। তারপরে রয়েছে দোয়া কবুলের দিন। তাই সহজেই বুঝা যায় যে, জুম্মর দিনের ফজিলত অন্যান্য দিনের চেয়েও বেশি।
জুম্মা মুবারক
“ হে মুমিনগন, জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর, এবং বেচা কেনা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এটা বুঝ! ___ জুম্মা মোবারক”
“ জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে…!___ জুম্মা মোবারক”
“ মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার পট্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি গোনাহ মোচন করেন। ….. হজরত মুহাম্মদ (সাঃ) ___ জুম্মা মোবারক”
“ নামাজ রোজা নাহি কাজা করবো ভাই কভু, নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু, নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো, মনের মতো সময় মতো নামাজ রোজা করো, পন করো আজ পড়বো রাখবো সদা রোজা, তা না হলে পরকালে পেতে হবে সাজা, বেহেস্তেতে থাকবো মেতে হবে কতো মজা।.. ___ জুম্মা মোবারক”
“ হে মুুমিনগন! তোমরা সকলই আল্লাহ পাকের নিকট তওবা কর। নিশ্চয়ই তোমরা সফলকাম হবে। আল কুরআন। ___ জুম্মা মোবারক”
“ প্রত্যহ সকাল বেলায় আল্লাহ পাকের ফেরেশতাগন বান্দার নিকট অবতরন করেন। তন্মধ্যে একজন বলতে থাকেন হে আল্লাহ! দানকারী বান্দাকে তুমি উত্তম প্রতিদান দাও এবং অপরজন বলেন, হে আল্লাহ! দাও তুমি কৃপণকে সর্বনাশ [মুত্তাফাকুন আলাইহ] হে আল্লাহ! আমাদেরকে আপনি দানকারী বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহম্মা আমীন ___ জুম্মা মোবারক”
jumma mubarak status
“ মাটির দেহ নিয়ে কখনও করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা, অন্ধকার কবর। ___ জুম্মা মোবারক”
“ নামাজ সব সমস্যার সমাধান। নামাজ সব রোগের প্রধান ঔষধ। নামাজ নিজে পড়ুন। অন্যকে পড়ার তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম। নামাজ বেহেস্তের চাবি। ___ জুম্মা মোবারক”
“ মানুষ সব সময় “মৃত্যু” থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। ___ জুম্মা মোবারক”
“ মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ি! আল্লাহ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম! ___ জুম্মা মোবারক”
“ আর তোমরা দ্রুত অগ্রসর হও, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান যা মুত্তাক্বীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ___ জুম্মা মোবারক”
“ অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া….! ___ জুম্মা মোবারক”
“ দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত…..!___ জুম্মা মোবারক”
“ জুম্মার রারেত বা দিনে মৃত্যু-বরণকারী। রাসুল (সাঃ) এরশাদ করেছেন যে, মুসলমান জুম্মার দিন অথবা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে কবরের ফেতনা (কবরের আযাব) থেকে রেয়ােই দান করবেন। হে আল্লাহ আমাদেরকে আপনি পবিত্র জুম্মার দিন বা রাতে মৃত্যু কর যেন কবরের আযাব আমাদেরকে স্পর্শ করতে না পারে- (আমিন) ___ জুম্মা মোবারক”
“ যাকে ভয় করি তার নাম হাশর..! যাকে বিশ্বাস করি তার নাম কুরআন যার কাছে আমি ঋণী..! তার নাম মা…! যাকে নেতা মানি তিনি হলেন রাসূল (সাঃ) যার কাছে মাথা নত করি…! তিনি হলেন আল্লাহ!!___ জুম্মা মোবারক”
ইসলাম শান্তির ধর্ম। এলেম শিক্ষা করে যে ব্যক্তি পরিতৃপ্ত হতে না পারে। ধনের প্রাচুর্য তাকে কখনো সুখের সন্ধান দিতে পারে না..!___ জুম্মা মোবারক”
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা
মৃত্যু নিশ্চিত
সময়টা অনিশ্চিত……
ইয়া আল্লাহ!
যখনি মৃত্যু দিবা ঈমানী হাওলাতে দিও
দুনিয়ার মধ্যে সবচেয়ে
উত্তম শিক্ষা হলো
কোরআন শিক্ষা
রাসুল (সাঃ) বলেছেন,
আল্লাহ যার ভালো চান
তাকে দুঃখ কষ্টে ফেলেন।
কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও।
সফলতার পথ আল্লাহই দেখাবেন।
যে ব্যক্তি আজান শুনে
নামাজ পড়বে না।
কিয়ামতের দিন তাঁর কানে।
গরম সীসা ঢেলে দেয়া হবে।
ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারাই।
কোরআন ভূল খুঁজতে গেছে।
তারাই মুসলমান হয়ে গেছে।
মানুষ আল্লাহর কাছে
লক্ষ, কোটি টাকা আশা করে
অথচ
আল্লাহর নামে কিছু দান করার
সময় খুচরা টাকা খোঁজে
তুমি যতো বেশি সততার কথা বলবে
তত বেশি সম্মানিত হবে।
-হযরত আলী (রাঃ)
ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও, নিজের মৃত্যু
নিশ্চিত…!
শেষ কথা:
আজকের যতগুলো জুম্মা মোবারক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এর সবগুলোই কালেক্টেড বা সংগৃহীত। তাই এগুলো নিয়ে কোনো বিতর্ক করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ!

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.