আপনি কি আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে চান? তাহলে আজকের ব্লগটি পড়ে জেনে নিন কিভাবে আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন।
সাধারণত এখনকার সময়ে প্রায বেশিরভাগ সাইটে বা অ্যাপে জিমেইল দিয়ে লগইন করে থাকি। আবার ফ্রি ফায়ার কিংবা পাবজি তে জিমেইল দিয়ে ডায়মন্ড টপ আপ করে থাকে।
টপ আপ হয়ে গেলে সাথে সাথে জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করা লাগে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন বা চেঞ্জ করবেন।
আপনাদেরকে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে জিমেইল এবং ই-মেইল একই কথা। তাই আপনারা জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ কিংবা ইমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পর্কে জানতে পারবেন।
প্রথমেই বলে রাখি যে, অনেকে জিমেইল পাসওয়ার্ড ভুলে যায়। এবং পরে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না।
আপনি যদি আপনার জিমেইলের পুরোনো পাসওয়ার্ডটি ভুলে যান তবুও আপনি জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
আর যেহেতু এখনকার সময়ে অনলাইনের প্রায় প্রতিটা কাজে জিমেইলের প্রয়োজন হয় তাই জিমেইল আইডিকে হ্যাক থেকে বাঁচাতে পাসওয়ার্ড চেঞ্জ করা এক প্রকার বাধ্যতামূলক।
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
যারা জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তারা অনেকেই মনে করের যে কম্পিউটার ছাড়া জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না।
এটা সম্পূর্ণ ভূল ধারনা। আপনার হাতে যে ডিভাইস আছে সেটা দিয়েই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
হতে পারে সেটা মোবাইল ফোন, কিংবা ট্যাবলেট অথবা কম্পিউটার। তাই আমি আজকে আপনাদেরকে প্রতিটা ডিভাইস দিয়ে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা দেখাবো।
যেমন, আপনাদেরকে যদি মোবাইল দিয়ে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম দেখাই তাহলে আপনারা ট্যাবলেটের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
আবার যদি ল্যাপটব দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন শেখাই তাহলে আপনি ডেক্সটপ দিয়েই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
তাই আগে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়।
মোবাইল দিয়ে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম।
যদি আপনার মোবাইলের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করনতে চান তাহলে সহজ একটি উপায়েই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
এবং আমি দেখেছি যে অনেকেই জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার যে নিয়মটা রয়েছে সেটাকে অনেক জটিল করে বলছে।
কেউ বলে মোবাইলের সেটিং থেকে করতে হয়। আবার কেউ বলছে পাসওয়ার্ড ভুলে গেলে হবে না। তাই আমি আগে এই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো।
তাহলে চলুন জেনে নিই কিভাবে মোবাইল দিয়ে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। নিচে কয়েকটি স্টেপ দেয়া আছে। সেগুলো ফলো করুন।
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার ধাপসমূহঃ
- জিমেইল (Gmail) নামে অ্যাপটি ওপেন করুন। (প্রতিটা মোবাইলে অ্যাপটি ইনস্টল করা থাকে।)
- অ্যাপটি ওপেন করার পর উপরে ডানপাশে কোণায় একটা প্রোফাইল দেখতে পাবেন।
- প্রোফাইলটিতে ক্লিক করলে আপনার জিমেইল আইডি দেখতে পাবেন।
- (Manage your google account) নামে একটা অপশন থাকবে। সেটাতে ক্লিক করবেন।
- এবং নতুন একটা অ্যাপ বা সাইট ওপেন হবে। সেখানে অনেকগুলো সেটিং দেখা যাবে।
- তার মধ্যে সিকিউরিটি (Security) একটা অপশন থাকবে।
- সেখানে ক্লিক করে একটি নিচে স্ক্রল করবেন।
- যেখানে Signing to Google নামে অপশনটি থাকবে সেখানে এর একটু নিচে Password লেখা থাকবে।
- এবং সর্বশেষ আপনি কখন আপনার পাসওয়ার্ড পরিববর্তন করেছেন তাও দেখতে পাবেন। (সেখানে তারিখ লেখা থাকবে)
- তারপর যখন আপনি সেখানে ক্লিক করবেন প্রথমেই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে।
- যদি আপনার আগের পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে সেই পাসওয়ার্ডটি দিন। আমি আগেই বলেছি যে অনেকের পাসওয়ার্ড মনে নেই। যাদের পাসওয়ার্ড মনে আছে তারা এখন স্টেপটি ফলো করুন। ( আর যাদের মনে নেই তাদের ব্যাপারে একটু পর বলছি)
- যাইহোক! আপনার জিমেইলের পুরাতন পাসওয়ার্ড দেয়ার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে।
- সেখানে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। এই বার আপনি আপনার জিমেইলের জন্য নতুন একটা পাসওয়ার্ড দিবেন।
এতক্ষনে তো বুঝে গেছেন যে কিভাবে আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আমি যেভাবে বলেছি অনেকের হয়তো সেভাবে অপশনগুলো খুঁজে পেতে সমস্যা হতে পারে। তাই আমি নিচে ফটো সহ দিয়ে দিবো।
যাতে করে পড়ে বুঝার পাশাপাশি ফটো দেখেও সহজেই বুঝতে পারেন।
প্রথমে জিমেইল প্রোফাইলে ক্লিক করুন।
ম্যানেজ গুগল একাউন্টে ক্লিক করুন।
তারপর সিকিউরিটি অপশনে ক্লিক করুন। এবং পাসওয়ার্ড লেখাটি খুঁজে বের করুন।
উপরে যেভাবে দেখছেন সেভাবে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিন। েএবং আপনার যদি পুরোনো পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচে বিস্তারিত জানতে পারবেন।
এভার আপনি আপনার নুত পাসওয়ার্ডটি দিন। এবং নিচে আবার নতুন পাসওয়ার্ড দিন। দুইটাই একই হবে।
পাসওয়ার্ড ভুলে গেছেন? পুরাতন পাসওয়ার্ড ছাড়াই জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করুন
এবার আপনারদেরকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড ভূলে গেলেও জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন।
একটু খেয়াল করুন যে আমি উপরে বলেছি Password লেখা থাকবে, এবং সেখানে যখন আপনি আপনার পুরানত পাসওয়ার্ড দেয়ার অপশনটি পাবেন তার একটু নিচে Forget Password নামে একটা লেখা থাকবে।
সেখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। এবং সেই সাথে আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
Forget Password এ গেলে অনেকগুলো উপায়ে রিকভার করতে পারবেন। যে উপায়টিতে রিকভার করতে সহজ মনে হবে সেটার মাধ্যমে গাইডলাইন ফলো করে পাসওয়ার্ড রিকভার করবেন।
এবং এতে করে আপনার পাসওয়ার্ড রিকভারি করার পাশাপাশি চেঞ্জও হয়ে যাবে।
যাইহোক! আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তাহলে এবার জেনে নিন কিভাবে কম্পিউটার দিয়ে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
কম্পিউটার দিয়ে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
আপনাদের কারো যদি কম্পিউটার থাকে এবং কম্পিউটারে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনি মোবাইল থেকেও দ্রুত এবং অল্প সময়ে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
কম্পিউটার দিয়ে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। ( ক্রোম হলে সবচেয়ে ভালো হয়)
আপনি খেয়াল করলে দেখবেন যে ব্রাউজার ওপেন করার পর মোবাইলের মতো স্ক্রিনের ডানপাশে উপরের দিকে (গোল) একটা প্রোফাইলের মতো দেখা যাবে।
সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করলে আবারও মোবাইলের মতো (Manage your google account) অপশনটি পাবেন।
এবং বামপাশে একটু নিচে Security নামে একটা লেখা আছে। সেটাতে ক্লিক করবেন। এরপর পাসওয়ার্ড (Password) লেখাটি দেখতে পাবেন।
আবার আপনার আগের পাসওয়ার্ডটি দিবেন। এরপর তারা অনেকগুলো স্টেপ দিবে। সেগুলো ফলো করলেই আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো
সচরাচর একটি প্রশ্ন দেখা যায় যে জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো? এর আগে আমি দেখিয়েছি কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা যায়।
কিন্তু এই জিমেইল পাসওয়ার্ড অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। তাই জিমেইল পাসওয়ার্ড দেখাও খুবই গুরুত্বপূর্ণ।
প্রায় সবার একটি সাধারণ প্রশ্ন থাকে যে জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো। সাধারণত জিমেইল পাসওয়ার্ড সরাসরি কোথাও দেখা যায় না।
মানে আপনি যদি গুললে যান এববং আপনার জিমেইল সেটিং এ যান, তারপরও আপনি জিমেইল পাসওয়ার্ড দেখতে পারবেন না।
তবে, আপনি চাইলে আপনার জিমেইল পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। আর যদি আগেই সেভ করে নেন তাহলে যেকোনো সময় জিমেইল পাসওয়ার্ড দেখতে পারবেন।
এজন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ
- গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করুন।
- এরপর উপরে ডানপাশে তিন ডট (፧) এ ক্লিক করুন।
- এবং একটু নিচে স্ক্রল করে Setting এ যান।
- এবার Basic এর নিচে Password লেখাটি দেখবেন।
- পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার সেভ করা সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।
সেখানে যদি আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড সেভ করে রাখেন তাহলে দেখতে পাবেন। আর উপরের নিয়মগুলো ফলো করে সহজেই আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড দেখতে পারবেন।
শেষ কথাঃ
অনেকেই তাদের জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়। কিন্তু কিভাবে চেঞ্জ করবে তা না জানার কারণে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না।
যারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না তাদের জন্য উপরে গাইড করা হয়েছে। মনোযোগ দিয়ে পড়লে সহজেই জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর নিচে আরও কয়েকটি পোস্টের লিংক দিয়েছি। সেগুলো পড়ে নিন। ধন্যবাদ!