পূর্ব এশিয়ার দেশ জাপান। যেখানে বাংলাদেশের অনেক প্রবাসী বর্তমানে অবস্থানরত রয়েছে। এবং খুব ভালো পরিমাণের টাকা ইনকাম করছে। তাই জাপান ১ টাকা বাংলাদেশের কত টাকা তা প্রত্যেক প্রবাসীর জানা উচিত।

জাপানের ১ টাকা বাংলাদেশের কত টাকা এটা জানা কঠিন কিছু নয়।
কিন্তু অনেকেই বুঝতে পারে না যে কিভাবে জাপানের টাকার রেট দেখতে হয়।
ফলে বেশিরভাগ সময় তারা টাকা পাঠানোর সময় ভালো একটা রেট পায় না।
এর কারণ একটাই যেটা হলো কখন জাপানের টাকার রেট বেশি থাকে এবং কখন কম থাকে এটা রীতিমতো পর্যবেক্ষণ করা লাগে।
কিন্তু যারা দেখতে পারেনা যে জাপানের টাকার বাংলাদেশি কত টাকা তারা আসলে টাকা পাঠানোর সময় কিছুটা লস খেয়ে যায়।
জাপানের কারেন্সির নাম কি?
আমাদের দেশে আমরা যেমন টাকা বলি এই টাকা মূলত হচ্ছে কারেন্সি।
এবং প্রতিটা দেশে ভিজিটালি কিংবা কাগজের কারেন্সি আছে। তবে ডিজিটাল এখনো সচরাচর হয়নি।
যাইহোক! আমাদের দেশের কারেন্সির নাম হলো টাকা।
ঠিক সেরকম জাপানের কারেন্সির নাম হলো Japanese yen।
আপনাদের সাথে এখানে একটা তথ্য শেয়ার করি সেটা হল চায়নার কারেন্সির নামও চাইনিজ ইএন/ইয়েন।
জাপানের টাকার রেট বাংলাদেশের মানুষ জানতে খুবই আগ্রহী।
এর একটা বিশেষ কারণ হতে পারে বাংলাদেশী অনেক প্রবাসী এখন জাপানে বসবাসরত আছে।
জাপান ১ টাকা বাংলাদেশের কত টাকা
আমাদের এশিয়া উপমহাদেশের মধ্যে জাপান খুবই উন্নত একটি দেশ।
এমনকি পুরো ইউরোপ জুড়ে জাপানের অনেক নাম রয়েছে।
যেমনকি অনেকেই বলে থাকে যে পুরো ইউরোপ কিংবা আমেরিকা ২০২০ সালে থাকলে জাপান থেকে ২০৩০ সালে।
অর্থাৎ তাদের প্রযুক্তিগত দিক থেকে শুরু করে প্রতিটা দিক ইউরোপিয়ান যে কোন দেশকে সহজে ছাড়িয়ে যায়।
তাই সব সময় বলা হয় জাপান সবার থেকে এগিয়ে থাকে।
ঠিক সেরকম জাপানে প্রতিটা মানুষের ঘর মাথাপিছু আয় ও অনেক বেশি।
জুন ৩০, ২০২৩ সালের প্রথম আলো’ও একটা রিপোর্ট মোতাবেক জাপানের জনগণের মাথাপিছু বার্ষিক আয় ৩৫ হাজার ৩৯৫ ডলার।
যেখানে বাংলাদেশের একজন নাগরিকের মাথাপিছু আয় ২৮২৪ ডলার।
সেখানে জাপানের হচ্ছে ৩৫ হাজার + ।
তাহলে বুঝতে পারছেন যে আমাদের মত যে কোন একটি দেশের তুলনায় জাপান কতদূর এগিয়ে আছে।
আরো একটা রিসার্চ বা তথ্য মোতাবেক আজকে আমরা জাপানের টাকার রেট সম্পর্কে জানার চেষ্টা করব।
আমি নিজের উইজেট-টি ফলো করুন।
এই উইজেট-টিতে দেখতে পারছেন যে জাপানের ১ টাকা বাংলাদেশের ৭৪ পয়সার সমমান।
এখানে আমি ৭৪ পয়সা বলেছি। তবে এই রেট সর্বদা পরিবর্তনশীল। মানে আপনি যখন এই পোস্টটি দেখবেন তখন হয়তো এই 74 এর জায়গায় যে কোন সংখ্যা হতে পারে।
FAQ – জাপান ১ টাকা বাংলাদেশের কত টাকা
জাপানের মুদ্রার নাম ইয়েন।
বাংলাদেশের ১ টাকায় জাপানের ১.৩৫ ইয়েন/টাকা। তবে এই মান সর্বদা পরিবর্তনশীল।
শেষ কথাঃ
জাপানের টাকার রেট কত কিংবা জাপানের এক টাকা বাংলাদেশের কত টাকা হবে এই সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর এই পোস্টে কভার করেছি।
তাই যারা জাপানের টাকা সম্পর্কে কিংবা ইয়েন সম্পর্কে জানতে চান তাদের জন্য পোস্টটি খুবই উপকারী।
কারণ এই পোস্টটিতে জাপানের ইয়েন এর মান বাংলাদেশি টাকায় কত টাকা হবে তার সহজে জানতে পারবেন।
অন্যান্য দেশের টাকা রেট জেনে নিনঃ
- কুয়েত ১০০ টাকা বাংলাদেশের কত টাকা জেনে নিন
- মালয়েশিয়ার ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
- সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা

Hello, I am Mehedi. You can call me (Hasan N). and on this site, I share informative and tech-related articles. Explore more on my site.