ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কিংবা কে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করছে? এর উত্তর নিশ্চয়ই জাওয়েদ করিম ই হবে।
জাওয়েদ করিম এর ইউটিউবের প্রথম ভিডিও
ইউটিউব ( ইংরেজি youtube ) হলো অনলাইন ভিডিও শেয়ারিং ফ্ল্যাটফর্ম. যেখানে একজন ব্যবহারকারী ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিও দেখা, লাইক করা, কমেন্টস করা, শেয়ার করতে পারে।
এখন অনেকের মনে প্রশ্ন থাকে ইউটিউবের ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও কোনটি? কিংবা কে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করছে?
ইউটিউবের ছাড়া ভিডিওটির আপলোডকারী হচ্ছে জাওয়েদ করিম
এবং তার প্রথম ভিডিও হচ্ছে “মি এ্যাট দ্যা জু”, ২৩ এপ্রিল, ২০০৫-এ ইউটিউবে তার আপলোড করা প্রথম ভিডিও।
youtube founder jawed karim
জাওয়েদ করিম প্রথম ভিডিও আপলোডের পাশাপাশি সে কিন্তু ইউটিউব এর প্রতিষ্ঠাতা। ইউটিউব প্লাটফর্ম তৈরি করার পর টেস্টের জন্য ইউটিউব ভিডিও আপলোড করেন জাওয়েদ করিম।
আমরা অনেকেই বলে থাকি যে, জাওয়েদ করিম বাংলাদেশী বংশোদ্ভুত। এটা ঠিক, কিন্তু বাংলাদেশী বংশোদ্ভুত ছিলেন তার বাবা নাইমূল করিম।
আপনি যদি উইকিপিডিয়ায় দেখেন তবে, আরও পরিষ্কার ধারনা পাবেন। উইকিপিডিয়ায় লিংক এই লিংক এ তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওর এখন পযন্ত ভিউ হচ্ছে (194) মিলিয়ন+
শেষ কথা:
জাওয়েদ করিম এর ইউটিউব এর প্রথম ভিডিও আপলোড এবং তার ইউটিউব প্লাটফর্ম তৈরির কিছু বিস্তারিত।
এটা একটা তথ্যপূর্ন ব্লগ ছিলো। যদি আপনার ভালো লাগে তবে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!