আপনি কি অনলাইনে থাকা আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে চান? তাহলে মনোযোগ সহকারে পুরো ব্লগটি পড়তে থাকুন।
আজকের ব্লগে জন্ম নিবন্ধনের সকল প্রক্রিয়া সম্পকের জানতে পারবেন। যেমন যাচাই, যাচাই কপি, জন্ম নিবন্ধন ডাউনলোড ইত্যাদি।
অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধন এর অনলাইন কপির প্রয়োজন হয়। তখন অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা লাগে।
অনেকে এই সহজ ব্যাপারটা জানে না। যার ফলে অনেক হয়রান হতে হয়।
তাই আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করবেন।
চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাওয়া যাক। আশা করি ব্লগটি মনোযোগ দিয়ে পড়লে আপনার কাজে আসবে।
জন্ম সনদ কি?
অনেককে বলতে দেখা যায় যে তারা জন্ম সনদ যাচাই করবে। আসলে জন্ম সনদ এবং জন্ম নিবন্ধন দুইটা একই কথা।
সেজন্য আপনি জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে চান কিংবা জন্ম সনদ যাচাই করতে চান যে কোন একটা বললেই হবে।
আর আমার ব্লগটি বুঝতে কোন অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনার নিকটস্থ কোনো ইউনিয়ন পরিষদে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।
চাইলে আমার ব্লগেও জন্ম নিবন্ধন যাচাই এর বিস্তারিত জানতে পারবেন। আমি সবকিছু নিয়ে আলোচনা করেছি।
জন্ম সনদ যাচাই করণ পদ্ধতি
আপনি আপনার জন্ম সনদ যাচাই করতে চাইলে বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কারণ জন্ম নিবন্ধন হচ্ছে জাতীয় বিষয়ের অন্তর্ভূক্ত। সুতরাং অন্য কোনো ফেক বা স্ক্যাম সাইটে যাবেন না।
জন্ম নিবন্ধন চেক করার জন্য বাংলাদেশ সরকারি ওয়েবসাইটের লিংক আমি নিচে দিয়ে দিয়েছি। তাই আশা করি আপনাকে কষ্ট করতে হবে না।
জন্ম নিবন্ধনঅনলাইনে যাচাই করার জন্য “birth certificate check online” লিখে সার্চ করবেন। এরপর অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন।
এখনকার আপডেটের আগে যে প্রক্রিয়ার অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা হতো সেই প্রক্রিয়াতে অনেক সময় লাগতো।
বেশি সময় লাগার কারন হচ্ছে সাইটটি অনেক স্লো হয়ে থাকতো। তবে আজকে আমি যেভাবে বলবে সেভাবে অনেক দ্রুত জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
আপনি যদি অনলাইনে থাক আপনার জন্ম নিবন্ধন দেখতে চান তাহলে প্রথমে আপনাকে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
তার আগে বলে রাখি যে, আপনার কাছে অবশ্যই জন্ম নিবন্ধনের আগের যেকোনো একটা ফটোকপি রাখতে হবে।
এর কারণ হচ্ছে আপনি যখন অনলাইনে আপনার নিবন্ধন যাচাই করতে চাইবেন তখন আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্মতারিখ এর প্রয়োজন হবে।
জন্ম নিবন্ধন যাচাই করার উপায়
সহজে এবং দ্রুত সময়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে চাইলে “birth certificate check online” লিখে সার্চ করবেন।
এরপর নিচের ফটোতে মার্ক করা লিংক এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই সাইটটিও সরকারি সাইট। এই সাইটটি bris এর প্রধান পেজ থেকেও দ্রুত কাজ করে।
bris এ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে অনেক সুবিধা হয়। যারা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চান তাদের জন্য নিচের লিংকটি।
জন্ম নিবন্ধন যাচাই – online bris check bd
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য online bris check bd লিখে সার্চ করলেও প্রথমেই সেই সাইটটি চলে আসবে।
এরপর নিচের ছবিতে যে ফরমটি দেখতে পাচ্ছেন সেরকম একটা ফরম আসবে।
সরকারি ওয়েবসাইটির লিংক, এখানে গেলে আপনার জন্ম নিবন্ধন এর নম্বর এবং জন্ম তারিখ দিলেই হয়ে যাবে।
উনার প্রথম ঘরটিতে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। এখানে মূলত আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন।
আপনার জন্ম নিবন্ধনে একটা ১৭ ডিজিটের নম্বর রয়েছে। সেই নম্বরটি এখানে লিখতে হবে। আর জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করার (যাচাই) প্রক্রিয়া নিচে উল্লেখ করা আছে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
এখন এখানে জন্ম তারিখ দিবেন। এখানে প্রথমে বছরের সংখ্যা দিবেন পরে মাসের সংখ্যা এবং পরে দিনের সংখ্যা। উদাহরণস্বরূপ: 2002/06/23
আর উপরের স্টেপটি ফলো কেন জন্ম রেজিস্টেশন নম্বরটি বসিয়ে দিবেন। তাহলেই হবে। আর এখানে রিক্যাপচা আছে।
সেক্ষেত্রে আপনার আর বাড়তি কিছুই করতে হবে না। এবং আপনার জন্ম নিবন্ধনটি দেখতে হলে একটা রিক্যাপচা পূরন করতে হবে।
ক্যাপচাটিতে কোনো সংখ্যার যোগফল অথবা বিয়োগফল চাইবে। এই ক্যাপচা ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে স্প্যামিং থেকে সিকিউর থাকা।
যাইহোক! আপনি যদি জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে দেন তাহলে আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য আপনার সামনে চলে আসবে।
এভাবেই আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি
আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে চান তাহলে আগে অনলাইন কপি ডাউনলোড করে নিবেন।
তাহলে আপনার যাচাই কপি দেখতে পারবেন। কারন যাচাই কপি দেখতে হলে জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর লাগবে।
আরও:
শেষ কথা:
আপনার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এখানে উল্লেখ করা সাইটটিতে যেতে হবে। এরপর আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিলেই সকল তথ্য পেয়ে যাবেন।
আশা করি আজকের ব্লগটি আপনার উপকারে আসবে। আর ব্লগটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ!