বর্তমান সময়ে টিকটকের অনেক ভিডিও আছে যেগুলো ছবি দিয়ে তৈরি করা। তাই অনেকে প্রশ্ন করে যে ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো?

এবং যারা সরাসরি মুখ না দেখিয়ে টিকটক ভিডিও তৈরি করতে চায় তাদের জন্য ছবি দিয়ে টিকটক ভিডিও তৈরি করা সবচেয়ে সহজ হবে।
এবং টিকটক ভিডিও ভাইরাল করার একটা বেসিক ধারণা থাকলে সহজেই ছবি দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ভাইরাল করা যাবে।
তাই আজকের পুরো আলোচনা জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কিংবা অন্য যে কোন ছবি দিয়ে স্লাইড, স্লো মোশন, কালার ইফেক্ট, ফিল্টার, ওভারলে ইত্যাদির মাধ্যমে প্রফেশনাল মানের একটা টিকটক ভিডিও তৈরি করা যায়।
ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো
ছবি দিয়ে টিকটক ডিভিও বানানোর জন্য প্রথমে একটা ভিডিও এডিটর সফটওয়্যার প্রয়োজন হবে।
ভিডিও এডিটর সফটওয়্যার বলতে টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার এর কথা বলছি।
সাধারণত ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে যেকোন ভিডিও তৈরি করা যায়। সেক্ষেত্রে টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার হোক কিংবা অন্য কোন সফটওয়্যার হোক, শুধু ভিডিও এডিটর সফটওয়্যার হলেই হবে।
টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার ইন্সটল
ছবি দিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেকোনো একটি ভিডিও এডিটর কিংবা টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার ইন্সটল করতে হবে।
তাই আজকে আমি আপনাদেরকে ক্যাপকাট এডিটর দিয়ে দেখাবো।
এবং ক্যাপকাটে সহজেই ছবি দিয়ে প্রিমিয়াম স্লাইড, স্লো মোশন, কালার ইফেক্ট, ফিল্টার, ওভারলে ব্যবহার করে ফ্রি টিকটক বানাতে পারবেন।
ক্যাপকাট সফটওয়্যারটি ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন। (গুগল প্লে স্টোর সাধারণত প্রতিটা এন্ড্রয়েড মোবাইলে থাকে)
ক্যাপকাট সফটওয়্যারটি ইন্সটল করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ
- গুগল প্লে স্টোর ওপেন করুন (অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে)
- CapCut লিখে সার্চ করুন।
- সর্বপ্রথম ক্যাপকাট লেখা সহ যে সফটওয়্যারটি আসবে সেটা ইন্সটল করুন।
আমি আপনাদেরকে আজকের টিউটরিয়ালটি ক্যাপকাটের মাধ্যমে দেখানোর কারণ হচ্ছে বর্তমান সময়ের টপ 1 ফ্রি ভিডিও প্লেয়ার এবং এডিটর হিসেবে ক্যাপকাট রয়েছে।
এবং ক্যাপকাট সফটওয়্যারটি প্রতিনিয়ত আপডেট হয়। এবং ক্যাপকাটের টেম্পলেটগুলো অনলাইন থেকে সহজে ডাউনলোড করা যায়।
ক্যাপকাট – টিকটক ভিডিও এডিটিং
ছবি দিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে নিতে হবে। কিভাবে কি করতে হবে তা নিচে ধারাবাহিকভাবে দেওয়া আছে।
অ্যাপটি ওপেন করার সময় তাদের সার্ভিস সংক্রান্ত প্রাইভেসি পলিসি আছে যেগুলো এক্সেপ্ট করে নিবেন।
এরপর এবার একেবারে উপরে “নিউ প্রজেক্ট” নামে একটা অপশন আছে। যেখান থেকে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে।
নিউ প্রজেক্ট এ ক্লিক করার সাথে সাথে আপনার অ্যালবামের ভিডিওগুলো শো করবে। ভিডিও একেবারে পাশেই “ফটো” লেখা থাকবে।
এবং ফটোতে সিলেক্ট করার পর আপনার গ্যালারির সকল ফটো সেখানে দেখা যাবে।
আপনি যে ফটো দিয়ে টিকটক বানাবেন সেই ফটো বা ছবিটি আগেই গ্যালারিতে সেভ করে নিবেন।
এরপর আপনি যে ছবি দিয়ে টিকটক বানাবেন সেই ছবিটি সিলেক্ট করে নিন।
সিলেক্ট করার পর উপরের ডান কোনায় একটা গোল চিহ্ন O দেখতে পাবেন।
সে চিহ্নটিতে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করে নিবেন। এক্ষেত্রে বলে রাখি যে আপনি চাইলে একাধিক ছবি সিলেক্ট করতে পারবেন।
এবারের কাজ হবে সেই ছবি দিয়ে টিকটক বানানো। উপরের দেওয়া গাইড গুলো ফলো করলে বাকি অংশে আপনি দেখতে পাবেন যে নিচের দিকে অনেকগুলো টুলস রয়েছে।
যেমনঃ
- এডিট – এই এডিটের মাধ্যমে পুরো ভিডিও সকল অংশ এডিট করা হয়।
- অডিও – অডিওর মাধ্যমে ভিডিওটি এডিট করার সময় যখন কোনো ভয়েস বা অডিও যুক্ত করবেন তখন সেই অডিও এডিট করতে পারবেন।
- ইফেক্ট – ইফেক্টের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে অনেক ইফেক্ট যুক্ত করতে পারবেন।
- ফিল্টার – ফিল্টারের মাধ্যমে ভিডিও কালার পরিবর্তনসহ অনেক দারুন ফিল্টার যুক্ত করতে পারবেন।
এখানে আমি সবগুলো ফিচার নিয়ে আলোচনা করি নি।
আজকের টিউটোরিয়ালে ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো তা দেখানোর জন্য যতগুলো টুলস এর প্রয়োজন আছে তার সবগুলোর একটা বেসিক পরিচয় করিয়ে দিয়েছি।
ধাপ ১.
ছবি দিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য আপনি যখন ফটোগুলো সিলেক্ট করবেন এরপর স্ক্রিনের নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন।
যদিও উপরে কয়েকটি টুলস এর পরিচয় করিয়ে দিয়েছি। এখন সর্বপ্রথম ইফেক্ট (Effects) নামের টুলটিতে যাবেন।
Effects টুলটিতে যাওয়ার পর আরও দুইটি অপশন পাবেন। একটা হচ্ছে ভিডিও ইফেক্ট (Video Effects)। আরেকটা হচ্ছে বডি ইফেক্ট (Body Effects)।
আপনি যে ছবির মাধ্যমে টিকটক বানাতে চাচ্ছেন সেই ছবিতে যদি কোনো মানুষের শরীর না থাকে অর্থাৎ ছবিটি যদি মানুষের না হয়ে থাকে তাহলে আপনি Video Effects সিলেক্ট করবেন।
আর যদি ছবিটিতে আপনি অথবা অন্য কারো ছবি থাকে তাহলে আপনি বডি ইফেক্ট সিলেক্ট করতে পারেন।
সিলেক্ট করার পর আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এবং বাই ডিফল্ট ভাবে ট্রেন্ডিং যত টেমপ্লেট রয়েছে সবগুলো সাজেশন এ আসবে।
এজন্য আপনি আপনার পছন্দ মত যে কোন টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন।
যেকোনো টেমপ্লেট একবার ডাউনলোড করা হয়ে গেলে দ্বিতীয় বার আর ডাউনলোড করার প্রয়োজন হয় না।
এবং টেম্পলেটগুলো ডাউনলোড করতে বেশি এমবির প্রয়োজন হয় না। তাছাড়া বেশি সময়ও লাগে না।
টেমপ্লেট যখন পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে তখন একবার ভিডিওটি প্লে করুন। তারপর টিক চিহ্ন তে ক্লিক করে দিবেন।
যারা শুরু থেকে ধাপ ১ পর্যন্ত শেষ করেছে তারা ছবি টিকটক বানানোর প্রায় অর্ধেক অংশ শেষ করতে পেরেছে।
ধাপ ২.
আমি ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো এমন প্রশ্ন প্রায় বেশিরভাগ টিকটকাররা করে থাকে। যার কারণ হচ্ছে তাদের তেমন কোনো কন্টেন্ট আইডিয়া থাকে না।
তাই তারা সহজেই ছবি দিয়ে টিকটক বানাতে চায়। কিন্তু একজন নতুন টিকটক ক্রিয়েটরের জন্য এ ব্যাপার গুলো অনেক কঠিন হয়ে যায়।
কিন্তু যারা আজকে পোস্টের ধাপ ১ পর্যন্ত শেষ করতে পরেছে তারা ধাপ ২ ফলো করলে সহজেই যেকোনো ছবি দিয়ে যেকোনো টিকটক বানাতে পারবে।
এবার, ইফেক্টের পর মোবাইলের ব্যাক বাটন দিয়ে একটু ব্যাকে আসবেন। মানে আবার সেই টুলসগুলোতে আসবেন।
এবং ইফেক্ট এর পরেই আরেকটি টুলস রয়েছে। সেই টুলসটি হচ্ছে ফিল্টার (Filters)। আগের মতই ফিল্টার টুলটিতে ক্লিক করলে দুইটা অপশন পাবেন।
প্রথমত, ফিল্টার এবং পরবর্তীতে এডজাস্ট নামে পাশে আরেকটা অপশন রয়েছে। এখানে আপনারা ফিল্টার অপশনটিতে ক্লিক করবেন।
সেখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। আপনার ছবির কালারের সাথে মিল রেখে একটা ফিল্টার সিলেক্ট করবেন।
আপনি খেয়াল করলে দেখবেন যে সেখানে প্রায় ৮টি ক্যাটাগরির ফিল্টার আছে। তাই আপনি ফিল্টার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার হাতে অনেকগুলো অপশন পাবেন।
ব্যাস! আপনি যদি সুন্দর মত উপরের দুইটা ধাপ ফলো করেন তাহলে আপনি সহজেই ছবি দিয়ে টিকটক বানাতে পারবেন।
আশাকরি ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো এরকম প্রশ্ন আপনাদের মাঝে থাকবে না। তবে এখানে আমি এই সফটওয়্যারটির সবগুলো টুলস নিয়ে আলোচনা করি নি।
সবগুলো টুলস এর পরিচিতি না থাকলে আপনি প্রফেশনাল মানের টিকটক ভিডিও বানাতে পারবেন না।
তবে আপনারা যদি চান তাহলে আমি সবগুলো টুলস এর পরিচিতি নিয়ে একটা পোস্ট করব। এজন্য আপনারা কমেন্ট করে জানিয়ে দিন।
শেষ কথাঃ
যারা জানতে চায় ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি।
পোষ্টের মাধ্যমে আমি সহজ ভাষায় বুঝিয়েছি যে ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো বা বানানো যায়।
আশা করি যারা ছবি দিয়ে টিকটক ভিডিও বানাতে চায় তাদের জন্য পোস্টটি কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ!
আরও পড়ুনঃ