bআপনি যদি কোনো ছবি এডিট করতে চান তাহলে সেই ছবিতে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড যুক্ত করে ছবিটিকে আরও আকর্ষনীয় করতে পারবেন। তাই বর্তমানে সবাই ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজে থাকে।

আপনি যদি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজে থাকেন তাহলে এমন কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যাতে সেই ব্যাকগ্রাউন্ডগুলোর অবজেক্ট রিমুভ করে অন্য অবজেক্ট বসানো যায়।

যদি আপনি নতুন কোনো ছবি এডিট করতে চান তাহলে আজকে আপনারা জানতে পারবেন যে আরও ইউনিকভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই।

আর, যারা জানেন না যে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড মানে কি এবং কিভাবে এডিট করা ছবিতে যুক্ত করতে হয় তাদেরকে আজকে শিখিয়ে দিবো যে কিভাবে যেকোনো ছবি এডিট করা ব্যাকগ্রাউন্ট যুক্ত করতে হয়।

বেশিরভাগ সময় অনেকেই ছবি এডিট করার জন্য ভালো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড পিক খুজেঁ থাকে। কারণ, তারা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুব করে তারপর আলাদা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেয়।

এতে করে অনেক সময় ছবিটিকে রিয়েল মনে হয় না। কারন, সব ছবির সাথে সব ব্যাকগ্রাউন্ড মানায় না।

তাই আজকে ব্যাসিক এডিট সহ এডভান্স ব্যাকগ্রাউন্ড যুক্ত করা শেখাবো। তাহলে চলুন এবার দেখে নিন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড মানে কি?

আমরা যখন কোনো ছবি তুলি ততখন সেই ছবিতে আমি বা আপনি ছাড়া বাকী যাই দেখা যায় তার সবটুকুই হচ্ছে ব্যাকগ্রাউন্ড।

তাই অনেকে ছবি তোলার পর সেই ছবিতে ভালো ব্যাকগ্রাউন্ড পায় না। এতে করে ছবিটিকে আর ভালো লাগে না।

সেজন্য কয়েকটি স্টেপ ফলো করেই ব্যাকগ্রাউন্টটি পরিবর্তন করে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দেয়।

ফলে ছবিটিতে আর আগের ব্যাকগ্রাউন্ড থাকে না। ফলে ছবিটিকে অনেক সুন্দর দেখায়। কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অন্য ব্যাকগ্রাউন্ড যুক্ত করার মধ্যে প্রফেশনাল না হলে ছবিটিকে আর সুন্দর দেখায় না।

সেজন্য ব্যাকগ্রাউন্ড পরিকর্তন করার আগে এই গাইডলাইনটি ফলো করুন। এবং এই পোস্টে ৩টা স্টেপের মাধ্যমে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড যুক্ত করার উপায়ি দেখিয়ে দিবো।

  • ছবি এডিট করার জন্য ভালো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ডাউনলোড
  • মূল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ
  • নতুন এডিট করা ব্যাকগ্রাউন্ড যুক্ত করা

১. ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করুন

সাধারণত গুগলে ছবি এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে ইমেজ সেকশনে গেলে অসংখ্য এডিট করার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তবে,

সেগুলো আপনার মন মতো নাও হতে পারে। কিংবা আপনার অরিজিনাল ফটোর সাথে ব্যাকগ্রাউন্ডটি নাও মিলতে পারে।

সেজন্য আপনাকে আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি যেখানে আনলিমিটেড ফটো এডিট করার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন।

আনলিমিডেট ছবি এডিট করা পিকচার পেতে এখানে ক্লিক করুন। অথবা আপনার কোনো পছন্দের ফিকচার আগে থেকে থাকলে আর ডাউনলোড করার দরকার নেই।

২. মূল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

আপনি মূলত যে ছবিটিতে এডিট করা ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চান আগে সেই ছবিটির পুরাতন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে।

তবে যেহেতু আজকের সকল এডিটিং আমি ওয়েবসাইট দিয়ে দেখাবো তাই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করব।

আপনারা যে ছবিটি এডিট করতে চান সে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এখানে ক্লিক করুন

এখানে ফটো আপলোড করার সাথে সাথে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

৩. ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ফটো যুক্ত করুন

এবার আপনার ফটোটিকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডে যুক্ত করার সময় হয়ে গেছে। এখন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটি যুক্ত করবো।

এজন্য আগে একটা অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইট ওপেন করবো। বিশেষ করে সাইটটি আমার কাছে খুবই ভালো লাগে।

সাইটটি হলোঃ https://pixlr.com/x/#home , ক্লিক করুন

সাইটটি ওপেন হয়ে গেলে নিচের দেখানো মনো একটা পেজ ওপেন হবে। এখানে OPEN IMAGE বাটনে ক্লিক করবেন।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

এবং প্রথমে আপনার ব্যাকগ্রাউন্টটি সিলেক্ট করে নিবেন। এটা আপনার গ্যালারি থেকেই নিতে হবে।

তারপর উপরে ডানপাশে কোনায় ➕ আইকনে ক্লিক করে নতুন একটা লেআউট ওপেন করে নিবেন।

এবং তারা বলবে যে নতুন লেআউটে আপনি কি যুক্ত করতে চান।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড - এডিটিং

এখানে আপনি ইমেজ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনার ইমেজটি যুক্ত করে নিবেন।

তারপর, আপনি ছবিটিতে টার্চ করে এদিক ওদিক নিতে পারবেন। এবং একটা মানানসই স্থানে ফটোটিকে রাখবেন।

শেষে আপনি ফটোটিকে সেভ করে ডাউনলোড করে নিতে পারবেন।

শেষ কথাঃ

যদি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজে থাকেন তাহলে এখানে জানতে পারবেন যে কিভাবে ফ্রিতে আনলিমিটেড ছবি ডাউনলোড করবেন। এবং সবগুলোই হচ্ছে ছবি এডিট করার পার্ফেক্ট ব্যাকগ্রাউন্ড।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে সহজেই ছবি এডিট করার জন্য সেরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এবং কিভাবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি যুক্ত করতে হয় তাও দেখিয়েছি।

তাই পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ!