গেম ডাউনলোড করুন – ৫টি নতুন গেম ডাউনলোড করুন

Home » গেমস » গেম ডাউনলোড

নতুন যেকোনো এন্ড্রয়েড গেম ডাউনলোড করুন। জেনে নিন নতুন কোন কোন গেম আপলোড হয়েছে। এবং দেখে নিন প্লে স্টোরের সেরা গেম গুলো।

যেকোনো গেম ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ৫ টি নতুন গেম এর লিস্ট দেয়া হয়েছে।

বর্তমানে মাঠে ঘাটে গিয়ে খেলার চেয়ে অনলাইন গেমগুলোর প্রবণতাও বাড়ছে।

যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি। এবং সেজন্য গেম ডেভেলপাররাও নতুন নতুন গেম তৈরি করে যাচ্ছে।

তাই ডেভেলপাররা এমন কিছু গেম তৈরি করেছে যেগুলো আগের গেম গুলোর চেয়েও অনেক স্মুথ। এবং গেমের আকর্ষনীয়তাও বাড়ছে।

আমাদের আজকের মূল আলোচনা থাকছে এখনকার সময়ের জনপ্রিয় এবং নতুন আকর্ষণীয় কিছু এন্ড্রয়েড গেম।

গেম প্রিয়দের জন্য বাচাই করা কিছু গেম। তাহলে চলুন শুরু করা যাক।

গেম ডাউন লোড করার অ্যাপস। গেম অ্যাপস

আপনি আপনার পছন্দের যেকোনো গেম ডাউনলোড করতে পারবেন একেবারে ফ্রিতে। এই কথাটা প্রায় সবারই জানা আছে।

ফ্রিতে গেম ডাউনলোড করার অ্যাপস হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপস। যেখানে ফ্রিতে এবং পেইড হাজার হাজার গেম পাওয়া যায়।

সেখানে অনলাইনে গেম ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে অফলাইন গাড়ি গেমস, বাস গেমস, সুটার গেমস আরও অনেক গেমস আছে।

  • ট্রেনের গেম

বাচ্ছাদেরও অনেক মজার মজার গেম রয়েছে যেগুলো টিচার এ্যাপ্রোভ করা। মানে এই গেমগুলো বাচ্ছাদের উপযোগী। এবং শিক্ষকদের অনুমোদন দেয়া আছে।

এখন কথা হচ্ছে আপনার মোবাইলে যদি প্লে স্টোর অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে,

নিচে জেনে নিন কিভাবে প্লে স্টোর ডাউনলোড করবেন। (প্লে স্টোর সাধারণত  সব মোবাইলে ডাউনলোড করা থাকে)

প্লে স্টোর ডাউনলোডিং। প্লে স্টোর অ্যাপস ডাউনলোড

গেম ডাউনলোড করার জন্য সবচেয়ে নিরাপদ অ্যাপস হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপসটি।

যদি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর অ্যাপসটি থাকে তবে এইটুকু লেখা স্ক্রল করে যান।

আর যদি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর অ্যাপসটি ডাউনলোড করা না থাকে কিংবা কোনো ভাবে যদি আনস্টল হয়ে যায় তাহলে খুবই সহজভাবে আবার প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন।

যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে গেম ডাউনলোড করুন টপিকটি নিয়ে তাই প্লে স্টোর নিয়ে আর বেশি কিছু বলবো না।

শুধুমাত্র প্লে স্টোর ডাউনলোড করার লিংকটি দিয়ে দিবো। নিচের লিংকটি চেক করুন।

নতুন গেম ডাউনলোড ২০২৩

নতুন নতুন এবং আকর্ষণীয় সব গেম ডাউনলোড করতে পারবেন। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন এরপর গেমস নামক ক্যাটাগরিতে যাবেন।

এরপর আপনি নিচের ইমেজটি ফলো করুন।

গেম ডাউনলোড করুন - নতুন গেম ডাউনলোড ২০২৩

এখানে,

  • প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন।
  • এরপর গেমস নামের ক্যাটাগরিতে সিলেক্ট করবেন।
  • সেখানে পর ইউ নামে লেখাটির পাশেই টপ চার্ট নামে আরেকটি অপশন পাবেন।
  • সেই অপশনটির নিচে টপ ফ্রি সিলেক্ট করা থাকবে।
  • এবং পরে ডানপাশে ক্যাটাগরি অপশন পাবেন।
  • ক্যাটাগরিতে গিয়ে আপনি যেই ক্যাটাগরির গেম পছন্দ করেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন।
  • উদাহরন হিসেবে আমি অ্যাকশন সিলেক্ট করেছি।
  • এবার ক্যাটাগরির পাশে নিউ নামে একটা অপশন আছে।
  • ঔই অপশনটি সিলেক্ট করবেন।
  • এখন আপনার সামনে যতগুলো গেম দেখবেন এই সব গেম নতুন।

উত্তর টিপসটি ফলো করে আপনি যে কোন ক্যাটাগরির নতুন গেম গুলো ডাউনলোড করতে পারবেন।

আপনি খেয়াল করলে দেখবেন যে প্রায় এখানে 17 টি ক্যাটাগরির রয়েছে।

আবার আপনার পছন্দের ক্যাটাগরিটিও রয়েছে। যেমন স্পোর্টস, সিমুলেশন, রেসিং, একশন ইত্যাদি।

তাই আপনি চাইলে সকল ক্যাটাগরি দিয়ে  টেস্ট করতে পারেন।

এছাড়াও সর্বকালের সবচেয়ে জনপ্রিয় একটি গেমস হচ্ছে লুডু গেমস।

লুডু গেমসটিতে অসংখ্য ফিচার রয়েছে যেমন মাল্টিপ্লেয়ার, আরো অনেক ফিচার রয়েছে।

গাড়ি গেম ডাউনলোড করুন – gari games

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গেমস গুলোর মধ্যে একটি হচ্ছে গাড়ি গেম। এই ক্যাটাগরির গেমটি সেই অনেক আগ থেকেই জনপ্রিয়।

গাড়ি গেমের মধ্যে রয়েছে সিমুলেশন, ড্রাইভিং, রেসিং এবং মাল্টিপ্লেয়ার ড্রাইভিং ইত্যাদি।

গুগল প্লে স্টোরে গেলে অসংখ্য গাড়ি গেম দেখা যায়।

তাই আজকে আমি সবচেয়ে জনপ্রিয় পাঁচটি গাড়ি গেমের তালিকা তৈরি করব।

এ তালিকার লিস্টিং এ থাকবে টপ রেটেড এবং টপ ডাউনলোডের।

1.Rebel Racing

গুগল প্লে স্টোর নিজে তথ্য দিচ্ছে যে এই গেমটি রেটিং গেমের মধ্যে একটি।

যে ইউজাররা এই গেমটি খেলেছে সেই ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং হয়েছে। 

2. Asphalt 9: Legends

বর্তমান সময়ে গাড়ি গেমের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং গেম হচ্ছে Asphalt 9: Legends।

এই গেম কোম্পানি থেকে যতগুলো গেম তৈরি করা হয়েছে তার সবগুলো ট্রেন্ডিং হয়েছে।

Asphalt সিরিজের গেমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সুপারফাস্ট এবং রেসিং গেম। সেইসাথে ইজি টু প্লে ফিচারটিও রয়েছে।

যার কারণে যে কেউ এই সিরিজের গেমগুলো খেললে খুব সহজেই তাদের কাছে এগুলো ভালো লাগে। আপনিও চাইলে দেখতে পারেন।

3. Stock Car Racing

এখানে আমাদের মধ্যে অনেকেই কমবেশি রিয়েল কার রেসিং গুলো দেখে থাকে।

টেলিভিশনে দেখা যায় নির্দিষ্ট একটা বাউন্ডারি এবং এর ভিতরে অনেকগুলো কার এক একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করে।

সেই রিয়েল গেমিং এর কিছুটা মিল পাওয়া যায় Stock Car Racing গেমটিতে।

পুরো রিয়েল গেমিং এর ফিচার রয়েছে এই গেমটিতে।

যারা গাড়ি গেম খেলতে অনেক ভালোবাসে তাদের জন্য এই গেমটা আরো মজাদার হবে বলে আমি মনে করি।

তাই আপনি যদি গাড়ি খেলার কিছুটা রিয়েল feel নিতে চান তাহলে অবশ্যই এই গেমটি একবার হলেও খেলে দেখবেন।

এই গেমটি ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Stock Car Racing লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

4.Traffic Racer

বর্তমান জেনারেশনের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত একটি নাম হচ্ছে Traffic Racer।

এখানে এমন কেউ নেই যে বলতে পারবে এই গেমটি খেলে নি।

একসময়কার খুবই জনপ্রিয় এই গেমটি হয়তো এখন ট্রেন্ডিং নেই। তবে অনেকে এখনও Traffic Racer গেমটি খুঁজে থাকে।

তবে এখন বেশ কিছু আপডেটে গেমটির কিছুটা পরিবর্তন হয়েছে।

তাই যাদের আগে গেমটি খেলতে বোরিং লাগতো তারা এখন নতুন ফিচারে গেমটি খুবই উপভোগ করতে পারবে।

5.Real Racing 3

Rebel Racing গেমটি থেকেও আরো প্রাণবন্ত এবং আরো রিয়েলিটি করার জন্য Real Racing 3 গেমটি যথেস্ট।

গেমটির নামেই বোঝা যায় যে গেমটি কেমন হতে চলেছে। আমি নিজেও এই গেমটি খেলে দেখেছি।

পুরো রিয়েল রেসিং এর মত মনে হয়েছিল।

এই গেমটিতে মাল্টিপ্লেয়ার খেলার সুযোগ রয়েছে। এবং 100 মিলিয়ন এরও বেশি মানুষ এই গেমটি ডাউনলোড করেছে।

তাই তাদের মত আপনিও ডাউনলোড করে দেখতে পারেন।

উপরে যে পাঁচটি গেমের কথা বলেছি এগুলো সবই ট্রেন্ডিং গেম।

সেই গেম গুলো কোনোটিতে বেশি রেটিং কোনটি বেশি বার ডাউনলোড করা কিংবা কোনোটি বর্তমান সময়ের ট্রেন্ডিং গেম হিসেবে পরিচিত।

বাসের গেম ডাউনলোড করুন

অফলাইন গেমগুলো আনন্দদায়ক করতে সবচেয়ে মজার গেম হচ্ছে বাসের গেম গুলা।

যারা বাসের গেমগুলা খোঁজে তাদের মধ্যে বেশিরভাগই হিল ড্রাইভিং (পাহাড়ের রাস্তায় ড্রাইভিং  করা) গেম গুলো খেলে থাকে।

তবে, আমি হিল ড্রাইভিং কিংবা সিটি ড্রাইভিং সব ধরনের গেমের লিস্টিং করবো। যাতে করে যেই গেমেই ভালো লাগে সেটা ডাউনলোড করতে পারেন।

1. Bus Simulator Indonesia

যারা রিয়েল লাইফ ক্যারিয়ার এর মত বাস গেম গুলা খেলতে চান তাদের জন্য Bus Simulator Indonesia হবে মন মত একটি গেম।

এই গেমটিতে ড্রাইভিং থেকে শুরু করে প্রতিটা কাউন্টারে যাত্রী ওঠানামা ফিচারগুলো রয়েছে।

তাই এটা কি রিয়েল লাইফ ড্রাইভিং এর মত লাগে।

এই গেমটি সম্ভবত ইন্দোনেশিয়ান গেম ডেভেলপার তৈরি করেছে তাই সেখানে ইন্দোনেশিয়ান দেশের কিছু সংস্কৃতি পেতে পারেন।

যেমন তাদের দেশের ব্রিজ কিংবা তাদের দেশের ট্রাফিক নিয়ম অথবা তার দেশের কিছু কাউন্টারের চিত্র।

তাই আমার মনে হয় আপনি যদি গেমটি খেলেন তাহলে আপনি কিন্তু ইন্দোনেশিয়ার কিছু সংস্কৃতি উপভোগ করতে পারবেন।

2. Bus Simulator Bangladesh

অনেক তো বিদেশি গেমগুলোর কথা বলে এসেছি। এবার একটু বাংলাদেশি গেমের কথা বলা যাক।

একটা সিমুলেশন গেম তৈরি করা দু’চারটে কথা নয়। যেটা বাংলাদেশের ডেভেলপাররা করে দেখিয়েছে।

এই গেমটি ও ক্যারিয়ার মোডে রয়েছে। যেমন প্রতিটা বাস স্টপে যাত্রী ওঠানামা করা।

এবং ফুয়েল শেষ হয়ে গেলে ফুয়েল নেয়া ইত্যাদির প্রায় সব কিছুই রয়েছে।

তাই একজন বাংলাদেশি হিসেবে আমি সাজেশন করব আপনি এই গানটি একবার হলেও ইন্সটল করে দেখুন।

এবং ভালো লাগলে অবশ্যই গেমটি খেলবেন।

3. Bus Simulator – Bus Games 3D

পুরোটা শহরের ভাব নিয়ে তৈরি হয়েছে এই গেমটি। এই গেমটির কোথাও গ্রামের কোন চিত্র নেই।

তাই যারা মর্ডান শহর পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই গেমটি সাজেশনে থাকবে।

এই গেমটির মূল আকর্ষণ হচ্ছে সুন্দর একটি ম্যাপ যেটা পুরো একটি শহর। দ্বিতীয়ত হচ্ছে স্টেয়ারিং।

এই গেমে অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার এবং এবং অনেকগুলো স্টেয়ারিং অপশন।

এখন আপনি যদি গেমটি ডাউনলোড করতে চান তাহলে, প্লে স্টোরে গেলে দেখবেন যে এই গেমটি 100 মিলিয়ন এর উপরে ডাউনলোড হয়েছে।

তাই স্বাভাবিকভাবে গেমটি আপনার কাছে ভালো লাগতে পারে।

আর আপনার কাছে উপরে গেমগুলোর রিভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

4. Coach bus driving simulator 3D

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবং চ্যালেঞ্জিং একটি গেম হচ্ছে Coach bus driving simulator 3D। এই গেমটির মূল আকর্ষণ হচ্ছে চ্যালেঞ্জ।

যারা চ্যালেঞ্জিং গেম পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এটা সাজেশন রয়েছে।

কারণ এই গেমটিতে পাহাড়ের কোনায় কোনায় চ্যালেঞ্জ আছে।

এবং সে চ্যালেঞ্জ মোকাবেলা করে লেভেল কমপ্লিট করাই এই গেমের মূল লক্ষ্য।

5. Offroad Bus Simulator Games 3D

মনমুগ্ধকর গ্রাম নিয়ে এই গেমটি বানানো হয়েছে। আপনি প্লে স্টোরে গিয়ে Offroad Bus Simulator Games 3D লিখে সার্চ দিলে যখন গেমটি আসবে তখন দেখবেন এই গেমের প্রতিটা গ্রাফিক্স পুরাই মনমুগ্ধকর।

তবে এই গেমটি রিভিউ তেমন একটা ভালো আসেনি। এবং এই গানটির এখনো ডাউনলোডের পরিমাণও অনেক কম।

গেম খেলা apps – game khela apps

যারা গেম খেলতে পছন্দ করে তারা হয়তো একটার পর একটা গেম ডাউনলোড করে এবং গেমটি খেলার পর হয়তো আবার আনইস্টল করে দেয়।

কিংবা দেখা যায় একসাথে দুই তিনটা গেম ইন্সটল দিলে তার মোবাইলের স্টোরেজ আর খালি থাকে না।

তাই একসাথে মাল্টি গেম খেলা হয় না।

তাই তাদের জন্যে এমন কিছু গেম খেলা apps রয়েছে যেগুলোতে মাত্র একটি অ্যাপস এর ভিতরে শত শত গেম রয়েছে।

তাও আবার সকল জনপ্রিয় গেম গুলো এই অ্যাপসটির ভিতরে রয়েছে।

তাই আপনি যদি একটি অ্যাপস এর ভিতরে সকল গেম খেলা উপভোগ করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন।

ভালো গেম কোনগুলো

আমাদের মধ্যে যারা রীতিমতো গেম খেলে থাকে তারা অবশ্যই ভালো গেম এর সন্ধান করে। কারন প্রতিটা গেম তাদের কাছে বোরিং মনে হয়।

তাদের জন্য সাজেশন হিসেবে আমি বলতে পারি অফ্লাইন কিংবা অনলাইন সিকিমে বলেন না কেন আপনারা ব্রেন ট্রেনিং গেমগুলো খেলবেন।

প্রথমত এই গেম গুলো খেলে বিনোদন। ভিডিওতেই গেমগুলো থেকে কিছু শেখাও যায়।

তাই বিনোদন এবং লার্নিং দুটোই যখন একসাথে তাহলে অবশ্যই এটা ভালো গেম হবে।

FAQ – গেম ডাউনলোড

Q. গেম ডাউনলোড কি?

নির্দিষ্ট বা পছন্দের কোন গেম খেলার জন্য জনপ্রিয় কোন অ্যাপস স্টোর কিংবা গেম স্টোর থেকে ওই গেমটি বা পছন্দের গেমটি মোবাইলে যখন ডাউনলোড করা হয় তখন তাকে গেম ডাউনলোড বলা হয়।

Q. কিভাবে গেম ডাউনলোড করবো

যেকোনো অ্যাপ স্টোরি গিয়ে গেমস লিখে সার্চ দিলে অসংখ্য গেম পেয়ে যাবেন। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস স্টোর হচ্ছে গুগল প্লে স্টোর। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এন্ড্রয়েড এর জন্য যেকোনো জনপ্রিয় গেম ডাউনলোড করতে পারবেন।

Q. গাড়ি গেম ডাউনলোড করবো কিভাবে

যদি আপনি যেকোনো প্রকার গাড়ি গেম ডাউনলোড করতে চান তাও আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সবচেয়ে জনপ্রিয় গাড়ি গেম গুলো ডাউনলোড করার জন্য প্রথমে উপরে গাড়ি গেমস এর তালিকা থেকে সেরা গাড়ি গেম গুলো দেখে নেন। এরপরে সেই নামে গুগল প্লে স্টোরে সার্চ দিলে আপনি প্রয়োজনীয় গাড়ি গেমটি ডাউনলোড করতে পারবেন।

Q. লুডু গেম কিভাবে ডাউনলোড করব

লুডু গেম ডাউনলোড করতে চাইলে যে কোন অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোরে গিয়ে লুডু লিখে সার্চ দিলে লুডু গেমটি পেয়ে যাবেন। এবং চাইলে তখনই ডাউনলোড করতে পারবেন।

Q. গুগল থেকে গেম ডাউনলোড

বর্তমান সময়ে google থেকে যেকোনো পছন্দের গেম ডাউনলোড করা যায়। এজন্য আপনি ব্রাউজার ব্যবহার করতে পারেন কিংবা গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারেন।

Q. ফ্রী ফায়ার গেম কি করে ডাউনলোড করব

আপনি যদি ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার লিখে সার্চ করলেই গেমটি পেয়ে যাবেন। তখন আপনি ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা:

এখানে গাড়ি গেম থেকে শুরু করে বাস গেম সিমুলেশন কার রেসিং ইত্যাদি প্রতিটি গেমের কথা উল্লেখ করা হয়েছে।

তাই আপনার কোন গেমটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পোষ্ট নিয়ে কোন সাজেশন থাকলে তাও বলবেন। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top