গেম খেলার নেশা ছোট থেকে বড় সবারই রয়েছে। তাছাড়া বর্তমানে সেরা অনলাইন গেম খেলা app যেমন ফ্রি ফায়ায় এবং ফাবজি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

আপনি যদি আপনার মোবাইলে একসাথে অনেকগুলো গেম খেলতে চান তাহলে গেম খেলা app ডাউনলোড করে নিন। কিভাবে গেম খেলা app ডাউনলোড করতে হয় কিংবা গেম খেলা app কি এসব কিছুর বিস্তারিত এখানে উল্লেখ করা আছে।

এত বড় বড় গেম গুলো ডাউনলোড করতে মোবাইলে অনেক স্টোরেজ (মেমোরি)’র দরকার পড়ে। আবার কম র‌্যামের মোবাইলে তো খেলাই যায় না।

তাই আমরা অনলাইনে খোঁজা কুজি করে এমন একটা গেম পেয়েছি, যেটা একবারেই কম এমবির। এমনকি এক অ্যাপে শত শত গেম পেয়ে যাচ্ছেন (গেম খেলা app)।

আরও সব ফিচার জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

প্রথমত কথা হলো এক অ্যাপে কেনো? আপনাকে সহজে বলি। আপনি যখন একাদিক গেম খেলবেন তখন, আপনার প্রয়োজন একাদিক গেম ডাউনলোড।

এবং সেই সাথে একাদিক গেমের জন্য প্রয়োজন প্রচুর মেমোরি। এবং আপনার মোবাইলে একাদিক গেম থাকলে মোবাইল হ্যাং হবার সম্ভাবনা থাকে।

তাই এই সব সমস্যা সমাধানের জন্য গেম খেলার app আপনার জন্য সেরা হবে বলে আমি মনে করি।

গেম খেলা app কি?

আসলে গেম খেলা app বলতে কোনো অ্যাপ নেই। তবে এমন কিছু অ্যাপ আছে যেগুলোতে আপনি চাইলে একসাথে অনেকগুলো গেম খেলতে পারবেন।

একসাথে অনেকগুলো গেম খেলার সুবিধা তো বলেছিই। এখন এমন অনেক অ্যাপ রয়েছে যারা এই সুবিধা ‍দিয়ে আসছে।

এই অনেকগুলো অ্যাপের মধ্যে যেটি আপনার জন্য ভালো হবে সেটির কথাই আজ বলবো।

এই অ্যাপটি মানে গেম খেলা অ্যাপসটি ডাউনলোড করার জন্য মোবাইলে কনফিগার তেমন ভালো না হলেও চলবে।

তবে মনে রাখবেন যে, গেম খেলতে গেলে গেম খেলা অ্যাপসটিতে অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট থাকতে হবে। যেমন:

গেম খেলা app টিতে মোবাইলে ডাটা কিংবা ওয়াইফাই দিয়ে খেলতে হবে। মানে ইন্টারনেটের প্রয়োজন পড়বে।

তাই এখানে আপনি অফলাইনে খেলার সুবিধাটা পাবেন না। সহজ কথায় এখানে কোনো অফলাইন গেমে বা খেলা নেই বললেই চলে।

আবার বলে দিই যে, আপনার ইন্টারনেট লাগবে ঠিক আছে। কিন্তু বেশি এমবি খরচ হবে না।

সবচেয়ে বড় যেই সুবিধা বা অফার সেটি হলো আপনি এখানে গেম খেলে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন। যেমনটি আমরা বিকাশ ব্যবহারে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকি।

আমি আপনারকে বলবো যদি আপনার ইন্টারনেট থাকে, বা আপনি যদি অনলাইনে খেলতে ইচ্ছুক তবে আজই ডাউনলোড করুন গেম খেলা app।

গেম খেলা app ডাউনলোড করুন

আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে চান তবে, আপনি অনেক ইনজয় করতে পারবেন। যেমন এই গেমটিতে রয়েছে অনেক ধাঁধাঁ গেম।

তাই আমার মতে গেম খেলতে খেলতে ভালো কিছু হোক। এটাই আশা করি।

এখানে অসক্ত হবার মতো কোনো গেম নেই । আর বড় কথা হলো এটা সম্পূর্ন ফ্রি। তাই ফ্রিতে এর থেকেও ভালো কিছু পাবেন বলে আমার মনে হয় না।

ডাউনলোড করার জন্য প্রথমে যাবেন গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন “all in one game app” তারপরে পেয়ে যাবেন কাঙ্খিত গেম খেলা app টি।

যদি অনেকগুলো রেজাল্ট আসে তবে, এই আর্টিকেলের প্রথমে যে ইমজেটা দিলাম সেটা এই গেম খেলা app এর ইমেজ প্রিভিউ।

তাই সঠিক অ্যাপটি খুজে পেতে সহজ হবে। তাছাড়া নিচে আমি লিংক দিয়ে দিয়েছি। ডাউনলোড লিংক এ ক্লিক করলেই পেয়ে যাবেন।

ডাউনলোড লিংক

এখানে যে শুধু শত গেম রয়েছে তা নয়। সেই সাথে রয়েছে, আপনার গেমের ক্যাটাগরি। যার ফলে আপনার প্রিয় গেমটি সহজেই খুঁজে নিতে পারবেন।

তাছাড়া জনপ্রিয় গেম amoung us গেমটিও রয়েছে গেম খেলা app এ। তাই গেম খেলার অনুভুতি আরও একধাপ এগিয়ে যাবে।

এই গেম খেলতে কোনো ক্রেডিটের প্রয়োজন পড়বে না। মানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না।

নতুন গেম ডাউনলোড করুন

বাজারে যখন নতুন কোন গেম আসবে কিংবা আপনি যদি কোন নতুন গেম ডাউনলোড করতে চান তখন গেম খেলা app এর মধ্যেই পেয়ে যাবেন।

কারণ, এই অ্যাপটিতে নতুন যে কোন গেম আসলে সেটি আপডেট করে দেওয়া হয়। তাই কোন গেমটি নতুন কিংবা বাজারে কোন নতুন গেম আসবে কিনা তা আপনি গেম খেলা অ্যাপ এর মধ্যেই জানতে পারবেন।

শুধুমাত্র অ্যাপটি ইন্সটল করতে হবে এবং অ্যাপটি যদি কখনো আপডেট আসে তাহলে আপডেট দিয়ে দিবেন।

আর যেহেতু এটা ওয়েবভিত্তিক অ্যাপ তাই নতুন কোন গেম আসলে অ্যাপস আপডেট ছাড়াও আপনি গেমটি দেখতে পারবেন।

শেষ কথা:

সহজভাবে বলতে গেলে আপনার গেম এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে খেলতে পারেন গেম খেলা app এ সকল গেম।

আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন গেম লাভারদের সাথে। ধন্যবাদ।