বাংলাদেশ সহ সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং কোর্স হিসেবে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স খুবই জনপ্রিয়।

কারণ এই কোর্সটি গুগল নিজে অপারেট করছে। এবং কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তাই গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কিত সব কিছু নিচে জানতে পারবেন।

বেশ কিছু বছর ধরে বাংলাদেশে মানুষের ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং সেক্টরটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। সেজন্য অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে।

কিন্তু অনেক ব্যয়বহুল এবং ভালো ট্রেইনারের অভাবে অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারে না।

আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান? তাও আবার সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় টেক কোম্পানি গুগলের কাছে। আবার বলতে গেলে সম্পূর্ণ ফ্রি। সাথে থাকছে সার্টিফিকেটও। সোজা কথায় ফ্রিতে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন ঘরে বসেই।

গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স কি?

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি হচ্ছে গুগল। তারা তাদের প্রডাক্টিভিটি বাড়ানোর জন্য মানুষকে অনলাইনে মার্কেটিং সম্পর্কে ধারণা দিবে।

এতে করে যেমন মানুষ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে পারবে। এবং সেইসাথে গুগলের প্রচার প্রচারনা বৃদ্ধি পাবে এবং বিশ্বস্থতা বৃদ্ধি পাবে।

গুগল তার নিজ উদ্যোগে একটি এডুকেশনাল প্লাটফর্ম তৈরি করে। যার মাধ্যমে মানুষকে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এসইও পর্যন্ত শেখানোর টার্গেট নিয়েছে।

কি কি রয়েছে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স এর মধ্যে

গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স এর মধ্যে একগুচ্ছ কোর্স রয়েছে। মানে এই কোর্স এর মধ্যে শুধুমাত্র যে একটি কোর্স রয়েছে তা কিন্তু নয়।

এখানে আপনি ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অনলাইন বিজনেস দাঁড় করানো পর্যন্ত সকল গাইডলাইনের জন্য ভিন্ন ভিন্ন কোর্স রয়েছে।

মানে এটা হচ্ছে গুগল ডিজিটাল গ্যারেজ। এই গ্যারেজে একজন ডিজিটাল মার্কেটিং সফল হওয়া পর্যন্ত সকল কোর্স পেয়ে যাবে।

তাহলে চলুন দেখে নিই কি কি রয়েছে গুগল ডিজিটাল গ্যারেজে।

১. Fundamentals of digital marketing – ডিজিটাল মার্কেটিং এর মৌলিক বিষয়সমূহ

সর্বপ্রথম এবং জনপ্রিয় যে কোর্স সেটা হলো Fundamentals of digital marketing। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মৌলিক বিষয়সমূহ।

আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমাদের দেশের মানুষজন ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়সমূহ জানে না।

এর ফলে কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবে? কোথায় থেকে শুরু করবে? এবং মাসে কি পরিমাণ রোজগার করবে! কতটুকু সময় দেওয়া লাগবে এর কিছু ভালোভাবে না জানার কারণে তারা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে সফল হতে পারে না।

আর এখানেই আসে গুগল ডিজিটাল গ্যারেজ এর কথা। যারা আপনাকে ডিজিটাল মার্কেটিং এর মৌলিক বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানাবেন।

এবং আপনি প্রপারলি কোর্স শেষ করতে পারলে আপনাকে তারা সার্টিফিকেট প্রদান করবে।

আপনি যদি একবার গুগলের এই কোর্সটি শেষ করতে পারেন তাহলে আপনি যে সার্টিফিকেট পাবেন সে সার্টিফিকেট আমাদের দেশের কোর্সারের চেয়েও একটু বেশি মূল্যবান হবে।

এখানে আপনাকে গুগল নিজে সার্টিফাইড করবে। এবং আপনার পরবর্তী ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার এটা অনেক বড় অবদান রাখবে।

তবে সব মিলিয়ে কথা হচ্ছে আপনাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এমন না যে আপনি গুগল সার্টিফিকেট পেলেই ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন।

আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সটি লেকচারগুলো সম্পূর্ণ ইংলিশে।

তাই আপনার মোটামুটি ইংরেজি জানা থাকা লাগবে। তবে যারা ইংরেজি জানে না তারাও এই কোর্সটি করতে পারবে। কারণ কোর্সটির প্রতিটা ভিডিওতে বাংলা সাবটাইটেল যুক্ত করা আছে।

কোর্স ওভারভিউঃ

কোর্সের নামঃ Fundamentals of digital marketing
কোর্সের ধরনঃ ডিজিটাল মার্কেটিং
কোর্সের সময়ঃ ৪০ ঘন্টা
কোর্স ক্রিয়েটরঃ গুগল
কোর্সমূল্য়ঃ ফ্রি!
কোর্স মডিউলঃ ২৬টি
সার্টিফিকেটঃ হ্যাঁ

২. Get a business online – অনলাইনে ব্যবসা দাঁড় করান

বর্তমানের ব্যবসা হচ্ছে ডিজিটাল ব্যবসা। কিছু বছর আগেও আমরা ব্যবসা বলতে শুধুমাত্র দোকানপাট কিংবা বড় বড় গুদামঘর ইত্যাদিকে বুঝতাম।

কিন্তু এখনকার সময়ে ঘরে বসে একটি ফেসবুক পেইজ এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স এবং এফ-কমার্স ব্যবসা শুরু করা যায়।

এবং সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইনে আপনার ব্যবসা দাঁড় করাবেন। এ ব্যাপারে আপনি গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স করে জানতে পারবেন।

আর এখনকার সময়ে অনেক অনলাইন ব্যবসা আইডিয়া আছে যেগুলোর মাধ্যমে সহজে অনলাইনে ব্যবসা দাঁড় করানো যায়।

তবে আমাদের দেশের মানুষের অনলাইন ব্যবসা আইডিয়া থাকলেও কিভাবে সেই ব্যবসাকে অনলাইনে রূপান্তর করতে হয় সে সম্পর্কে এখনও বেসিক ধারনাতেই রয়ে গেছে।

এজন্য যারা অনলাইন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য গুগলের এই কোর্সটি খুবই উপকারী হবে।

আপনাকে মনে রাখতে হবে যে একটি ব্যবসা শুধু দাঁড় করালেই হবে না, প্রোপার স্ট্রাটেজি করে ব্যবসা পরিচালনা করতে হবে।

কোর্স ওভারভিউঃ

কোর্সের নামঃ Get a business online
কোর্সের ধরনঃ ডিজিটাল মার্কেটিং
কোর্সের সময়ঃ ০৩ ঘন্টা
কোর্স ক্রিয়েটরঃ গুগল
কোর্সমূল্য়ঃ ফ্রি!
কোর্স মডিউলঃ ৭টি
সার্টিফিকেটঃ না

৩. Promote a business with online advertising – অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসাকে সম্প্রসারিত করুন

সাধারণত যে কোন ব্যবসা শুরু করার পর কি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাস্টমারকে জোগাড় করা।

অর্গানিক কাস্টমার জোগাড় করতে অনেক সময় লেগে যায়। এমনকি কোন এসইও এক্সপার্ট কে হায়ার করতে না পারলে সহজেই অর্গানিক কাস্টমার পাওয়া যায় না।

সেজন্য দ্রুত সময়ে এবং সেলস বাড়াতে হলে অনলাইন বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।

একটা ছোট স্টার্টআপ থেকে শুরু করে একটা বড় কোম্পানি পর্যন্ত তাদের ব্যবসাকে সম্প্রসারিত করার লক্ষ্যে নিয়মিত অনলাইনে প্রচার-প্রচারণা করে যাচ্ছে।

সেজন্য যখন একটা ব্যবসা এর বিক্রয় বাড়ানোর প্রয়োজন হয় তখন বিজ্ঞাপন এর বিকল্প নেই।

এখন কারা এই বিজ্ঞাপন দিবে? অবশ্যই যারা ডিজিটাল মার্কেটার তারাই বিজ্ঞাপন দেয়।

দেখা যায় যে তখন কোম্পানির ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে থাকে। এবং ডিজিটাল মার্কেটার সেই কোম্পানির হয়ে অনলাইনে এড (বিজ্ঞাপন) রান করে।

এবং এভাবে কোম্পানিগুলোর ব্যবসাকে অনলাইনে প্রচার-প্রচারণা করে। তাই আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোর্স ওভারভিউঃ

কোর্সের নামঃ Promote a business with online advertising
কোর্সের ধরনঃ ডিজিটাল মার্কেটিং
কোর্সের সময়ঃ ০৩ ঘন্টা
কোর্স ক্রিয়েটরঃ গুগল
কোর্সমূল্য়ঃ ফ্রি!
কোর্স মডিউলঃ ৫টি
সার্টিফিকেটঃ না

গুগলের প্রদান করা সার্টিফিকেট এর সুবিধা

আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে উপরের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিতে গুগল সার্টিফিকেট প্রদান করবে বলেছে।

এখন সার্টিফিকেট এর সুবিধা নিয়ে আমি ওপরে দুই তিন লাইনের একটা ওভারভিউ দিয়েছি। কিন্তু আসলেই এই সার্টিফিকেটের অনেক সুবিধা রয়েছে।

আপনার সিভিতে অবদান রাখবে।

আপনি যখন এই সার্টিফিকেটটি অর্জন করবেন তখন এই সার্টিফিকেটটি আপনার সিভিতে ইমপ্রুভমেন্ট আনবে।

অর্থাৎ আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ গিয়ে কাজ করতে যাবেন তখন আপনি এই সার্টিফিকেটটি শো করলে আপনি অন্যান্য ডিজিটাল মার্কেট এর চেয়ে একটু বেশি প্রাধান্য পাবেন।

সহজ কথায় এই সার্টিফিকেট এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আলাদা একটু অগ্রগতি পাবেন।

চাকরি খুঁজতে এই সার্টিফিকেটের অবদান

আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখি বা অন্য যেকোনো কাজ শিখি, আমাদের সবার একটাই লক্ষ্য যে কোনো একটা ভালো চাকরি খোঁজা।

আপনাদেরকে বলে রাখি যে ডিজিটাল মার্কেটিং এ অনেক চাকরি রয়েছে। কিন্তু আমাদের দেশ থেকে কম দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল কম থাকায় এই চাকরিগুলো তেমন একটা পায় না।

তবে আপনি যদি এই কোর্সগুলো করে কোন দক্ষতা অর্জন করতে পারেন এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকে তবে আপনি এই সার্টিফিকেট এর মাধ্যমে একটা ভালো চাকরি প্রত্যাশা করতে পারেন।

শেষ কথাঃ

ডিজিটাল মার্কেটিং জগতে এক্সপার্ট হতে চাইলে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স করে সহজেই এক্সপার্ট হতে পারবেন।

যেটা সম্পর্কে উপরে বিস্তারিত বলা হয়েছে। এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি সহজেই গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। আর পোস্ট টি ভাল লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ!