ইংরেজি শেখার অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি হচ্ছে ট্রান্সলেট ব্যবহার করা। গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম জেনে ব্যবহার করুন গুগল ট্রান্সলেট।
গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনার অভিজ্ঞতাকে বাড়াতে পারবেন।
আজকের ব্লগে থাকছে গুগল ট্রান্সলেটর কি? Google translate বাংলা টু ইংলিশ ব্যবহারের নিয়ম। এবং কিভাবে আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন।
গুগল ট্রান্সলেশন কি?
আমরা সবাই জানি যে, গুগল বর্তমানে বিশ্ব সেরা টেক জায়ান্ট। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সার্চ ইঞ্জিন পর্যন্ত তাদের।
ঠিক সেরকম জনপ্রিয় একটি সার্ভিস হলো গুগল ট্রান্সলেট। বর্তমানে অনেকগুলো ফ্রি ট্রান্সলেটর আছে। যাদের মধ্যে গুগল ট্রান্সলেট সবচেয়ে জনপ্রিয়।
গুগল ট্রান্সলেটরের সুবিধা
শুধু যে গুগল ট্রান্সলেট আছে তা কিন্তু নয়। আরও অনেক ট্রান্সলেটর আছে। তবে গুগল ট্রান্সলেটরের বেশ কিছু সুবিধা রয়েছে।
এখনকার সময়ে প্রয়োজন অনুযায়ী শুধু যে বাংলা ব্লগ পড়ে তা কিন্তু নয়। অনেকে ইংরেজি ব্লগও পড়ে। সেখানে দেখা যায় যে,
ইংরেজি আর্টিকেলটি পড়ার সময় সবগুলো বাক্য পড়তে পারি না কিংবা বুঝি না। তখন আমরা চাইলেই ব্রাউজারেই ট্রান্সলেট করে পড়তে পারি।
হ্যাঁ, এমনটাই সুবিধা দিচ্ছে গুগল ট্রান্সলেটর। তাই আপনি যেকোনো দেশের যেকোনো ভাষার ব্লগ পড়তে পারবেন।
এছাড়াও আপনি লেখা ট্রান্সলেট করতে পারবেন। গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম একটু নিচেই আলোচনা করবো।
google translate english to bangla এবং bangla to english
সুবিধা উপভোগ করা ছাড়াও সহজে ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেশন পারফেক্ট। কিংবা সবচেয়ে (অন্য ট্রান্সলেটরের চেয়ে) পিউর ট্রান্সলেট পেতেও গুগল ট্রান্সলেটর সেরা।
আপনার দরকারি আর্টিকেলটিকে সহজে নিজের ভাষায় ট্রান্সলেট করতে পড়তে পারার সুবিধা। আরও অনেক সুবিধা রয়েছে।
আপনি দেখছেন যে অন্য কোনো ভাষায় একটি আর্টিকেল পেয়েছেন। তখন সহজেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারবেন।
ট্রান্সলেট করুন বাংলা টু ইংলিস, বাংলা টু হিন্দি, বাংলা টু আরবি ইত্যাদি অনেক ভাষায়। “এভাবে প্রায় ১০০ টির অধিক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন”।
আরও রয়েছে অফলাইন ট্রান্সলেটর। “মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই ৫৯ টি ভাষার ট্রান্সলেট করতে পারবেন”।
ধরুন, আপনি সৌধি আরব গিয়েছেন। কিন্তু সেখানের ভাষা আপনার জানা নেই। তখন আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে তাদের সাথে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবেন।
গুগল ট্রান্সলেট ব্যবহার করে যে শুধু ট্রান্সলেট করে তা দেখা যায় মোটেও তা নয়। গুগল ট্রান্সলেটে আপনি ট্রান্সলেট করা ভাষাটি শুনতেও পারবেন।
আছে ফটো ইমপোর্টার। মানে ফাইল থেকে ফটো ইমফোর্ট করে সেই ফটোর লেখাকে ট্রান্সলেট করতে পারবেন।
ফটো ইমপোর্টারে ক্যামেরা দিয়ে ফটো তুলেও ট্রান্সলেট করতে পারবেন। সেখানেও ৯৪ টি ভাষার ট্রান্সলেট করতে পারবেন।
আর যদি আপনার মোবাইলের কি বোর্ডে সমস্যা হয় তবে, হ্যান্ড রাইটিং করেও ট্রান্সলেট করতে পারবেন।
ভয়েস ট্রান্সলেটর তো রয়েছেই। মানে আপনাকে কষ্ট করে লিখতেও হচ্ছে না। শুধু মুখে বলবেন আর ট্রান্সলেট হয়ে যাবে।
এতগুলো সুবিধা যখন আছে তখন আমার মনে হয় গুগল ট্রান্সলেটর ব্যবহার আপনার জন্য ভালোই হবে। তাই এখনি জেনে নিন গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম।
গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ
আপনি যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চান তবে, সহজেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে তা করতে পারবেন।
আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে গুগল ট্রানসলেট বাংলা টু ইংলিস জানতে পারবেন।
সেজন্য আজকে গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম ধাপে ধাপে দেখাবো।
ধাপ ১: গুগল ট্রান্সলেট ইনস্টল
প্রথম কাজ হবে গুগল ট্রন্সলেট ইনস্টল করা। তবে, এখানে প্রথমে মোবাইলে গুগল ট্রান্সলেট ইনস্টল করবো।
এরপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন তা দেখাবো।
মোবাইলে গুগল ট্রান্সলেট ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন।
একবারেই প্রথমেই পেয়ে যাবেন গুগল ট্রান্সলেট অ্যাপটি। আর যদি খুঁজে পেতে অসুবিধা হলে অ্যাপ লিংক এ ক্লিক করুন। তাহলেই পেয়ে যাবেন গুগল ট্রান্সলেটর অ্যাপ।
ধাপ ২: গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা সেটআপ করা
অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে একটা ডিপল্ট হোম পেজ আসবে। সেখানে যেকোনো দুইটা ভাষা থাকতে পারে।
যেমন: ইংলিস টু স্প্যানিস। মানে আপনি ইংরেজি লিখলে স্প্যানিস ভাষায় তা অনুবাদ হয়ে যাবে। কিন্তু আমাদের প্রয়োজন বাংলা টু ইংলিস।
বাংলা টু ইংলিশ সেটআপ করার জন্য নিচে ডিপল্ট ভাবে যে দুইটা ভাষা আছে সেগুলোর যেকোনো একটাতে ক্লিক করবেন।
তারপর একটু নিচে স্ক্রল করলে Bengali নামে বাংলা ভাষার ফাইলটি পেয়ে যাবেন। এবং দেখতে পাবেন যে, ডাউনলোডের একটা আইকন আছে।
ডাউনলোড করার কারন হচ্ছে যাতে করে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি বাংলা টু ইংলিস ট্রান্সলেট করতে পারবেন।
ডাউনলোড আইকনে ক্লিক করে অনুমতি দিয়ে ডাউনলোড করতে পারবেন। তাই সরাসরি ডাউনলোড করে নিবেন।
অল্প কিছু সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া শেষ হলে হোম পেজে আসবেন।
তারপর আবার ডিপল্ট ভাষাতে ক্লিক করবেন। এবার স্প্যানিস ভাষাতে ক্লিক করলেই হবে। এবং তারপরে বাংলা ডাউনলোড ফাইলে ক্লিক করবেন।
ব্যাস, সেটআপ হয়ে গেছে। এবার বাংলা লেখার জন্য (⇄) আইকনটিতে ক্লিক করুন। যদি প্রথমে বাংলা এবং পরে ইংলিস থাকে তবে, আপনার সেটআপ সম্পূর্ন হয়েছে।
ধাপ ৩: গুগল ট্রান্সলেটর টেস্ট
প্রায় গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম জানা হয়ে গেছে। এখন শুধু দেখে নিবেন যে, কেমন ট্রান্সলেট করে গুগল ট্রন্সলেটর।
সেজন্য আপনি গুগল ট্রান্সলেটর অ্যাপটিতে টাইপ অপশনে ক্লিক করলে লিখতে পারবেন। এখানে আমরা কিছু উদাহরণ দিয়ে দিয়েছি
“How are you ⇨ তুমি কেমন আছো” আপনি যখন লিখবেন তুমি কেমন আছো তখন, গুগল ট্রান্সলেটর এ বাংলা টু ইংলিসএ অনুবাদ করবে।
এবং তার উত্তর বা ট্রান্সলেট আসবে How are you, আপনি চাইলে এখনই লিখে টেস্ট করতে পারেন।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ online
শুধু যে মোবাইল অ্যাপে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। আরও অনেকভাবে আপনি চাইলে আপনার মোবাইলে ট্রান্সলেট করতে পারবেন।
যেমন, ব্রাউজারে গুগল ট্রান্সলেটর ব্যবহার করা। এবং যেকোনো ভাষার ব্লগকে নিজ ভাষা বা অন্য যেকোনো ভাষায় পড়া।
ব্রাউজারে ট্রান্সলেট করা।
প্রথমে আপনার মোবাইল ব্রাউজারে যাবেন। এবং google translate লিখে সার্চ করবেন। অথবা ক্লিক করুন গুগল ট্রান্সলেটর ওয়েবসাইটে।
আপনি খেয়াল করে দেখবেন যে, ব্রাউজারে এবং মোবাইল অ্যাপে প্রায় সবকিছু একই।
প্রথমে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। তার জন্য Detect Language এ ক্লিক করবেন। এবং একটু নিচে স্ক্রল করলে বাংলা ভাষাটি পেয়ে যাবেন।
সিলেক্ট করার পর Enter text এর ক্লিক করবেন। এবং যখন বাংলা লিখবেন তখন তার নিচে সরাসরি ইংরেজি অনুবাদ হতে থাকবে।
গুগল ট্রান্সলেট এর সুবিধাজনক কিছু ফিচার।
আপনি যদি গুগল ট্রান্সলেটকে খুবই ইনজয় করতে বা সহজে ব্যবহার করতে চান তবে, গুগল ট্রান্সলেটের কিছু ফিচার রয়েছে।
যেগুলোর মাধ্যমে আপনি আরও সহজে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই গুগল ট্রান্সলেটের কিছু চমৎকার ফিচার।
সিলেক্ট টু ট্রান্সলেট,
এর ফিচারের মাধ্যমে আপনার লেখাকে শুধু সিলেক্ট করলেই তা ট্রান্সলেট করতে পারবেন।
তার জন্য প্রথমে আপনার যেকোনো লেখাকে সিলেক্ট করবেন। ধরুন আপনি একটা ব্লগ পড়ছেন।আপনি চাইছেন যে ব্লগের যেকোনো একটা বাক্যকে ট্রান্সলেট করবেন।
এখন লেখাটিকে সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার সাথে সাথে অনেকগুলো অপশন আসবে। যেমন কপি, শেয়ার ইত্যাদি।
সেই লেখাগুলোর উপর একটা আইকন থাকবে, কিছুটা এরকম (⏵) এই আইকনটিতে ক্লিক করলে ট্রান্সলেট নামে একটা অপমন আসবে।
সেটাতে ক্লিক করলেই আপনার সিলেক্ট করা বাক্যটি ট্রান্সলেট হয়ে যাবে। এভাবেই আপনি ট্রান্সলেট ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ইংলিশ টু বাংলা। বাংলা টু ইংলিশ – কম্পিউটারে
কম্পিউটারে গুগল ট্রান্সলেট ব্যবহার করা খুবই সহজ। প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে একটা ট্যাব ওপেন করবেন।
তারপর https://translate.google.com এ যাবেন। এবং সহজেই আপনার ভাষা সিলেক্ট করবেন। আর ট্রান্সলেট করবেন।
আজকে তো আমরা শুধু গুগল ট্রান্সলেট সম্পর্কে বলেছি। এরকম আরও সেরা তিনটি ট্রান্সলেট অ্যাপ রয়েছে।
যেগুলোর মাধ্যমে আপনি আরও ভালো ট্রান্সলেট করতে পারবেন। তাহলে জেনে নিন সেরা তিনটি ট্রান্সলেটর অ্যাপ
গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ সম্পর্কিত যত প্রশ্নঃ
- অনুবাদ করুন
- গুগল ট্রান্সলেশন
- translate hindi to bangla
- বাংলা অনুবাদ
- google bangla type
- google dictionary english to bangla
- english to bangla google translate
- translate bd
- b to e translation
শেষ কথা:
এখানে ১০০% পিউরভাবে গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করার নিয়ম জানতে পারবেন। এই ব্লগে আমি দেখিয়েছি যে, কিভাবে গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করতে হয়।
ব্লগটি যদি ভালো লাগে তবে, অবশ্যই শেয়ার করবেন। আর আপনার কোনো মতামত থাকলে জানিয়ে দিন কমেন্ট এর মাধ্যমে। ধন্যবাদ