হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এটা লিখে সার্চ করলে সাথে সাথে আপনার লোকেশন দেখতে পাবেন। বিশ্বাস হচ্ছে না?

গুগল আমি এখন কোথায় আছি। আপনার লোকেশন বের করুন।

হ্যাঁ, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন “হ্যালো গুগল আমি এখন কোথায় আছি” তাহলে সাথে সাথে আপনার ঠিকানা পেয়ে যাবেন। জায়গার নাম সহ।

কিভাবে গুগলে সার্চ করলে আপনার লোকেশন পাবেন তা জানার জন্য আমাদের ব্লগটি শেষ পর্যন্ত পড়ুন।

আমাদের বন্ধ-বান্ধব আত্মীয় স্বজন কিংবা আমরা নিজেরাও কোথাও গেলে তখন জায়াগার সাথে পরিচিত না থাকলে কিংবা জায়গাটি না চিনে থাকলে খুবই জামেলায় পড়তে হয়।

এমতাবস্থায় আমরা গুগলের সাহায্য নিই।

সেখানে গুগল সরাসরি আমাদের লোকেশন দেখায় না। ফলে পড়তে হয় আরও জামেলায়।

তাই আপনাদের এমন ঝামেলা থেকে মুক্তি পেতে আমি আজকের ব্লগটি লিখছি।

আশা করি আপনাদের উপকারে আসবে। কথা না বাড়িতে মূল আলোচনায় আসা যাক।

গুগল ম্যাপ বাংলাদেশ – বাংলাদেশের ম্যাপ

আপনি যদি গুগল ম্যাপের কথা জানতে চান তাহলে এক কথায় বলবো গুগল এখন সারা বিশ্বকে তাদের ম্যাপের আওতায় এনেছে।

bangladesh google map – google map bangladesh

বাংলাদেশের যেকোনো যায়গার গুগল ম্যাপ দেখতে পারবেন। বাংলাদেশের পদ্মা সেতু থেকে শুরু করে আপনার বাড়ির লোকেশনও দেখতে পারবেন।

সবকুছির বিস্তারিত মানে গুগল ম্যাপ সম্পর্কে আজকে সবকিছু এখানে জানতে পারবেন। শুধুমাত্র শেষ পর্যন্ত পড়তে থাকুন।

আমি এখন কোথায় আছি কিভাবে জানব – ami akhon kothay achi

আমি আগেই বলেছি যে, আপনি যদি গুগলে সার্চ করেন “হ্যালো গুগল আমি এখন কোথায় আছি” তাহলে কখনই আপনি সঠিক রেজাল্ট পাবেন না।

এমন অবস্থায় কিভাবে আপনার সঠিক লোকেশন পাবেন তা নিয়ে চিন্তা করার কিছুই নেই।

আপনি আপার লোকেশন পেতে হলে গুগল সার্চ রেজাল্ট বাদ দিয়ে যেতে হবে গুগল ম্যাপে।

যেভাবে গুগল ম্যাপে “গুগল আমি এখন কোথায় আছি” তা সার্চ করবেন।

আমাদের সবার হাতে কম বেশি স্মার্ট ফোন রয়েছে। আপনার ফোনের হোম স্ক্রিনে গিয়ে গুগল ম্যাপটি খুঁজে নিবেন।

যাদের স্মার্ট ফোন রয়েছে তাদের মোবাইলে অবশ্যই গুগল ম্যাপ থাকবে। তাই গুগল ম্যাপ নিয়ে আর চিন্তা করতে হবে না।

আর যদি আসলেই না থাকে তবে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ✱ প্লে স্টোর ডাউনলোড করুন

হ্যালো গুগল আমি এখন কোথায় আছি – আমার লোকেশন দেখাও

সাধারণত অপরিচিত কোথাও গেলে একটু চিন্তা তো থাকেই। কোথায় যাবো কি করবো। এটা হয় সাধারণত ভ্রমনে গেলে।

তাই এসব ব্যাপার সত্যিই জামেলার। এই জামেলা থেকে মুক্ত হতে আছে গুগল ম্যাপ।

আমাদের দেশে গুগল ম্যাপ তেমন ব্যবহার হয় না।

হয় না এমনটা নয়। তবে, খুব কম মানুষই ব্যবহার করে।

যাইহোক! গুগল ম্যাপ ব্যবহার করার জন্য প্রথমে ম্যাপ ওপেন করবেন।

এরপর আপনার জিমেইল দিয়ে যদি লগইন করা না থাকে তবে, লগইন করে নিবেন।

জিমেইল একাউন্ট খুলুন কোনো ঝামেলা ছাড়াই

এরপর যা করতে হবে তা হলো আপনার মোবাইলের জিপিএসটি অন করতে হবে।

সাধারণত নোটিফিকেশন সেন্টার থেকে জিপিএস অন করা যায়।

সেখানে যদি না পান তবে, আপনার মোবাইলের সেটিং অন করবেন। এবং জিপিএস লিখে সার্চ করবেন।

তাহলেই জিপিএস পেয়ে যাবেন। এবার আবার ম্যাপে আসবেন।

যদি আপনার সব ঠিক থাকে তবে, নিচে দেখানো ফটোর আইকনটিতে ক্লিক করবেন। [ফটো

গুগল আমি এখন কোথায় আছি

সাথে সাথে আপনার লোকেশন দেখাবে। শুধু যে আপনার লোকেশন তা নয়।

এখানে আপনি যায়গাটির চারপাশের লোকেশন দেখতে পারবেন।

এছাড়া স্যাটেলাইট মোড অন করে আপনি সেখানে উচু বস্তুগুলো দেখতে পারবেন।

যেমন, স্কুল কলেজ, মসজিদ এমনকি কারো বাড়ির ম্যাপও দেখতে পারবেন।

তাহলে আর দেরি কিসের আজই ব্যবহার করুন গুগল ম্যাপ।

আশা করি আজকের পর গুগল আমি এখন কোথায় আছি এটা লিখে আর সার্চ করতে হবে না।

গুগল আমি এখন কোন গ্রামে আছি

সাধারণত নিজের লোকেমন পেয়ে গেলেও আন্য কোনো জায়গার লোকেশন সার্চ করতে হয়। যেমন আমি আমার এক বন্ধুর বাসায় আছি।

সেখান থেকে মসজিদ কিংবা বাজার কতটুকু দূরে তাও জানার প্রয়োজন হয়। এমন অবস্থায় আপনি গুগল ম্যাপ থেকেই দেখতে পারবেন।

তার জন্য প্রথমে নিচের দেখানো ছবিটির মার্ক করা আইকনটির নিচের আইকনে ক্লিক করুন।

হ্যালো গুগল আমি এখন কোথায় আছি - আপনি এখন কোথায় আছেন তা গুগল ম্যাপের সাহায্যে জেনে নিন।

এখন Your Location এর জায়গায় আপনার বর্তমান লোকেশনটি দিবেন। বর্তমান লোকেশ ম্যাপের প্রথমেই পেয়ে যাবেন।

এব্যাপারে আমি উপরে আলোচনা করেছি।

এরপর আপনি যে লোকেশনে যেতে চান সেই লোকেশনের নাম বসাবেন।

এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় প্রথমে যেখানে যেতে চান তার লোকেশনের নামও সংগ্রহ করে নেয়া।

তারপর আপনার লোকেশন এবং Choose destination এ গন্তব্য স্থলের নাম বসিয়ে দিবেন। তাহলেই গুগল ম্যাপ আপনাকে পদ দেখাবে।

এটা কোন জায়গা – কিভাবে আপনার বর্তমান লোকেশন দেখবেন

আপনি গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে আইকনটিতে ক্লিক করলেই আপনার বর্তমান অবস্থান দেখাবে। তার জন্য জিপিএস ওপেন রাখবেন।

আর আপনার চারপাশের লোকেশনগুলোও জানতে পারবেন। হয়তো এর আগে কখনো পরিচিত ছিলেন না।

আর সবচেয়ে বড় কথা হলো আপনার যদি এমবি নাও থাকে তবুও আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।

গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করার নিয়ম জেনে নিন। তাহলে কোথাও গেলে এমবি না থাকলেও ম্যাপ ব্যবহার করতে পারবেন।

আমার বাড়ি কোথায় – আমাকে বাড়ি যাওয়ার রাস্তা দেখাও

অনেক মানুষই হাটৎ করে তার বাড়ির লোকেশন ভূলে যায়। বা অপরিচিত কোনো জায়গায় গেলে এমনটা হয়ে থাকে।

যদি আসলেই এমনটা হয় তাহলে খুব সহজেই আপনার বাড়ি লোকেশন বের করতে পারবেন।

আপনার বাড়ি কোথায় এই লোকেশনটি বের করতে পারবেন মাত্র একটি টিপস ফলো করেই।

তাহলে চলুন টিপসটি জেনে নেয়া যাক।

  • প্রথমে গুগল ম্যাপস অ্যাপসটি ওপেন করবেন
  • এরপর আপনার জেলা খুঁজে নিন। অথবা ম্যাপে আপনার জেলার নাম লিখে সার্চ করুন।
  • আপনার জেলার ভেতরে নিকটস্থ বাজারটি খুঁজে নিন
  • বাজার খুঁজতে অসুবিধা হলে জেলার পর থানা বের করুন।
  • আপনার নিকটস্থ বাজার খুঁজে পাওয়ার পর আপনার এলাকা খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না।

এভাবে আপনি যদি আপনার এলাকায় খুঁজে পান তাহলে আপনার বাড়ি ঠিকানা খুঁজে পেতে কোন অসুবিধা হবে না।

সাধারণত এভাবে কেউ কারো বাড়ি খুঁজে না।

কারণ সবাই সবার বাড়ির ঠিকানা জানে। তারপরও কেউ হারিয়ে গেলে তখন গুগলের সাপোর্ট নেওয়া যায়।

গুগল স্যাটেলাইট ম্যাপ

আপনি গুগলের যখন আপনার লোকেশন বের করতে যাবেন তখন গুগল স্যাটেলাইট ম্যাপ নামে একটা মোড আছে ওই মোডটি অন করে নিবেন।

এরপর খেয়াল করলে দেখবেন যে আপনার সকল ঠিকানা গুগল স্যাটেলাইট ম্যাপ এর মত দেখায়।

রোড ম্যাপ

গুগলে আপনি লোকেশন বের করতে গেলে আপনি প্রতিটা রোডের ম্যাপ দেখতে পাবেন।

এমনকি আপনি যেই এরিয়া সার্চ দিবেন সেই এরিয়ার প্রতিটা রোড আপনাকে দেখাবে।

FAQ – হ্যালো গুগল আমি এখন কোথায় আছি

Q. আমি এখন কোথায় বসে আছি?

আপনি এখন কোথায় বসে আছেন এটা জানার জন্য আপনার মোবাইলের গুগল ম্যাপ অ্যাপসটি ওপেন করবেন। এরপর আপনার লোকেশন চালু করলে অ্যাপসটির হোম পেইজেজই আপনার বর্ততমান লোকেশন পেয়ে যাবেন। এবং আপনি যদি বসেও থাকেন তবুও আপনি সেই লোকেশন পেয়ে যাবেন।

Q. এই জায়গার নাম কি?

গুগল ম্যাপ ওপেন করার পর যখন আপনার নিজস্ব লোকেশন দেখা যাবে তখন ওই লোকেশনটি জুম করলে এই জায়গার নামও দেখতে পারবেন।

শেষ কথা:

হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এটা নিয়ে আর গুগল সার্চও করতে হবে না। আর কোনো ঝামেলাও পোহাতে হবে না।

আজকের আর্টিকেলটি এই পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!