এবারের কুরবান ঈদে অনলাইনে গরুর দাম দেখে নিন। এবং চাইলে আপনি অনলাইনে গরু কিনতে পারবেন।
তাই আমাদের আজকের আলোচনার থেকে জানতে পারবেন আজকের গরুর দাম ২০২৩ এবং অনলাইনে যদি গরু কিনতে চান তাহলে কিভাবে কিনবেন তার বিস্তারিত।

প্রতিবছর কোরবানি ঈদ এলে গরু কেনার হিড়িক পড়ে যায়। সাধারণভাবে সবাই হাট বাজারে গিয়ে গরু পছন্দ করে এবং সেখান থেকে গরু কিনে।
তবে বিগত 2/3 বছর থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অনলাইনেও গরু কেনাবেচা হচ্ছে। তাই সব জিজ্ঞেস করতে থাকে যে আজকের গরুর দাম কত।
এখানে যেহেতু গরু নির্দিষ্ট করে পরিমাপ করা যায় না কিংবা সবগুলোর দাম এক হয় না। তাই নির্দিষ্ট করে গরুর দাম উল্লেখ থাকে না।
এজন্য দেখা যায় কিছু কিছু ই-কমার্স ওয়েবসাইটে গরু কেনাবেচা হচ্ছে। সেজন্য আপনি চাইলে কিন্তু অনলাইন থেকেও গরু অর্ডার করতে পারবেন।
আপনি যদি আমার আজকের গাইডলাইন ফলো করেন তাহলে, আপনি এই বছর অনলাইন থেকে গরু অর্ডার করে কুরবানী করতে পারবেন।
এছাড়াও আমার আজকের ব্লগের প্রতিটা গরুর দাম, গরুর ফটো এবং অনলাইনে কোথায় থেকে গরু কিনবেন এব্যাপারে সকল আলোচনা
গরুর দাম ২০২৩
ঢাকা সহ সারা বাংলাদেশে অনলাইনে গরু কেনা বেচা হয়ে থাকে। এখন পর্যন্ত অনেকগুলো এই কমার্স সাইট গরু বিক্রি করে আসছে।
আমি সে সাইটগুলোর লিংক সহ গরুর ছবি এবং গরু কেনার ঠিকানা দিয়ে দেব।
Note: তবে এখানে একটা কথা হচ্ছে এটা অনলাইন জগত। সুতরাং গরু কিনলে কেমন হবে কিংবা কোনো প্রতারণার শিকার হবেন কিনা তা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে নজর রাখবেন।
এখানে ব্লগটি লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে অনলাইনে গুরু খুঁজলে দ্রুত সময়ে পেয়ে যান। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
যাইহোক! দেশি কম দামি গরু থেকে শুরু করে অনেক প্রিমিয়াম কোয়ালিটির গরু আপনি অনলাইনে পাবেন।
অনকে সময় দেখা যায় প্রিমিয়াম কোয়ালিটির গরু কিনলে সাথে কিছু বোনাস অফার থাকে। এবং গরু গুলোর দামও অনেক হয়ে থাকে।
গরুর মূল্য তালিকা
এবছর আমরা ইউটিউব থেকে শুরু করে অনেক যায়গায় বিভিন্ন গরু দেখতে পাই। এবং গরুর দাম ও দেখতে পাই।
কোনোটা ৫ লাখ কোনোটা ১০ লাখ। এর চেয়ে কম বেশি ও দেখে থাকি। তবে আজকে আমি আপনাদেরকে যে গরুগুলো দেখাবো সেগুলা রেগুলার কেনাবেচার গরু।
যেমন ধরুন সবারতো আর ৫/১০ লাখ টাকার গরু কেনার সামর্থ্য নেই। যাদের যতটুকু আছে তারা তত টাকার ভেতরেই গরু কিনবে।
তাই আমি গরুর হাটের সবচেয়ে কম দামে গরু থেকে শুরু করে সবচেয়ে বেশি দাম পর্যন্ত কিছু গরুর ফটো এবং দাম বলবো।
সবগুলো গরুর বিস্তারিত বলতে গেলে লেখাগুলো অনেক বেশি হয়ে যাবে। তাই সংক্ষেপে এবং কমন কিছু গরুর দাম উল্লেখ করব।
ছোট গরুর দাম
সাধারণত যারা এক পরিবার মিলে কোরবান দিতে চায় তাদের জন্য ছোট গরু সবচেয়ে উপযোগী। কিন্তু আরেকটা কথাও আছে বটে।
ছোট গরুর দাম একটু বেশি হয়ে থাকে। তবে আমি এখানে অনেকগুলো গরুর ছবি এবং দাম উল্লেখ করব।
যারা কিনতে চাইলে কিনতে পারবেন। অথবা আপনার নিকটস্থ আশেপাশে গরু ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে পারেন।
যারা বাংলাদেশের ঢাকায় অবস্থান করছেন তাদের জন্য ৳৭৫,০০০ টাকার মধ্যে ছোট একটি গরু আছে।
এই গরুটি বিডিস্টল ওয়েবসাইটে স্টক আছে। আপনি যদি এই গরুটি কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে।
আপনি উপরে দেওয়া লিংকে যখন ক্লিক করবেন তখন, একটু নিচের দিকে স্ক্রল করলে কম দামে আরো অনেকগুলো গরু পাবেন।
আপনি চাইলে কিনতে পারেন আবার নাও চিনতে পারেন। আপনার ইচ্ছা! আবার আপনি অনলাইনে গরুর দাম দেখে গরু কেনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
মাঝারি গরুর দাম
উপরে ছোট গরুর দাম উল্লেখ করলাম। এবার মাঝারি গরুর দাম জেনে নেয়া যাক। মাঝারি আকারের গরু গুলো সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকার উপরে দাম হয়ে থাকে।
তবে এই গরুটির দাম তুলনামূলক অনেক কম। এখানে ৳১০২,২০০ টাকায় মাঝারি আকারের এই গরুটি কিনতে পারবেন।

গরুটি এই দামে অফার করেছে দারাজ ইকমার্স ওয়েবসাইট। গরুটির বিস্তারিত দেখে নিতে পারেন।আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন।
এবং এই গরুটি সহ আরও অনেক গরু রয়েছে যেগুলোর দাম ১ লক্ষ থেকে শুরু। আপনি শুধুমাত্র গুগলে সার্চ করলেই আরও জানতে পারবেন।
তবে গরু কেনার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে অনলাইনে না কিনে অফলাইনে কেনার চেষ্টা করুন। তাহলে দেখে শুনে কিনতে পারবেন।
বড় গরুর দাম
সবচেয়ে বড় গরুর দাম আমরা অনেক যায়গায় শুনে থাকি। তবে আমি এখানে সেরকম কোনো বড় গরুর কথা উল্লেখ করব না।
এমনিতেই কুরবানি করার জন্য বড় যে গরুগুলো কেনা হয়ে থাকে আমি সেগুলোর কথা উল্লেখ করব। এবং গরুর ছবি সহ দেখাবো।
এখানে উল্লেখ করা প্রতিটা বড় গরু দাম হবে দুই লক্ষ টাকার উপরে। আর এই দামের প্রতিটা গরু পাবেন দারাজ ওয়েবসাইটে।
আর দারাজ থেকে গরু কিনলে একটা অফার আছে।
আপনি যদি দারাজ ওয়েবসাইট ভিজিট করেন তাহলে যেগুলো গুলোর পাশে ফ্রী ফ্রিজ লেখা আছে সেগুলো কিনলে আপনি একটি ডিপ ফ্রিজ পাবেন।
যাইহোক! শুধুমাত্র ঢাকার ভেতরে প্রিমিয়াম কোয়ালিটির গরুগুলো সব মন মতো। নিচে আমি একটার ফটো এবং দাম দিয়েছি।

এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি এখন দারাজে পাওয়া যাচ্ছে। বর্তমানে দারাজে এই গরুটির দাম রয়েছে ৳২৫৬,৬২০ টাকা।
এভাবে সবচেয়ে বড় গরুগুলোর দাম ৩ লাখের উপর ছাড়িয়ে যায়।
তবে কেউ যদি দারাজ থেকে গরু গুলো অর্ডার করে প্রথমত একটি ডিপ ফ্রিজ উপহার পাবে। দ্বিতীয়ত হচ্ছে লিমিটেড টাইম অফার ডিসকাউন্ট রয়েছে।
কোরবানির গরুর হাট
কোরবানির গরু সবচেয়ে বড় বাজার থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের হতে তা এলাকায় ছোট ছোট গরুর হাটে পরিণত হয়।
কোরবানির গরুর হাট গুলো সাধারণত এলাকাভিত্তিক হয়ে থাকে। যেমন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার স্থানীয় বাজারে কোরবানির গরুর হাট দেখা যায়।
এছাড়া আমি আগে যেমনটি বলেছি যে এখন অনলাইনেও গরু কেনাবেচা হয়ে থাকে। তাই আপনি এখন অনলাইনে কিংবা অফলাইনে গরু কিনতে পারবেন।
তবে আমাদের দেশে এখনো গরু কেনাবেচা অনলাইন ভিত্তিক হয়ে ওঠেনি। যদিও দারাজ কিংবা অন্যান্য প্রতিষ্ঠানকে দেখা যায়, কিন্তু এখনও সচরাচর দেখা যায় না।
গরুর ছবি
কোরবানির ঈদ এসেছে এ অবস্থায় গরু দেখতে সবারই ভালো লাগে। তাই সবার কথা চিন্তা করে আমি কিছু গরুর ছবি সংগ্রহ করেছি।
দুঃখিত! আসলে গরুর ছবিগুলোতে ফ্রি লাইসেন্স নেই। তাই আপনাদের সাথে আমি ফটোগুলো শেয়ার করতে পারছি না।
তবে আশা করি খুব শীঘ্রই আমি কিছু ছবি সংগ্রহ করতে পারবো। এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
FAQ’s
বর্তমান বাজার বিবেচনা ছোট একটি দেশি গরু ৫০/৬০ হাজার থেকে দাম শুরু হয়। এবং চালানি গরুর দাম 2 লক্ষ টাকা বা এর উপর পর্যন্ত চলে যায়।
সাধারণত বাছুরের দাম কম হয়ে থাকে। এবং পরিপূর্ণ গরুর দাম ছোট আকারের গুলো ৭০ হাজার টাকা থেকে শুরু হয়। উপরে অনেকগুলো “ছোট গরুর দাম” দেয়া আছে।
পাইকার বাজার গুলোতে গরুর দাম কম হয়ে থাকে। তবে সেখানে ক্রেতারা একটা গরু কিনতে পারেনা। যার কারণ হলো সেখানে একসাথে অনেকগুলো গরু কেনাবেচা হয়ে থাকে বিদায় সেখানে গরুর দাম কম হয়।
শেষ কথা:
এখানে ছোট গরু, মাঝারি গরু এবং বড় গরুর দাম লিস্ট সহকারে দেয়া হয়েছে।
তাই আপনাদের কোন গরু পছন্দ হলে অনলাইনে কিনতে পারেন কিংবা কোরবানির গরুর হাট থেকেও কিনতে পারবেন।
আমরা পুরো ব্লগটি পড়ে বুঝেছি যে অনলাইনে ৳৮০,০০০ টাকা থেকে শুরু করে ৳৩০০,০০০ টাকার উপরে গরু রয়েছে।
আশা করি আজকের পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ!