আসসালামু আলাইকুম! দেখতে দেখতে আবারো আমাদের মাঝে চলে এলো ঈদুল আযহা। অনেকেই কোরবানির ঈদ নামে জানে। তাই আজকে কোরবানির ঈদ কত তারিখে 2023 সালের সে ব্যাপারে নিয়ে আলোচনা করব।

সাধারণত কুরবানীর ঈদ এবং কোরবানির পশু নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক হাদিস দেখা যায়।
তবে সবশেষে আমাদের একটাই প্রত্যাশা থাকে যেন কুরবানিটা সুন্দরভাবে হয়।
এবং সবাই যাতে হাসি খুশি থাকে।
সেজন্য আজকে কুরবানী ব্যাপারে সাধারণ কিছু ধারণা দিয়ে এরপরে আমরা আলোচনা করব আর মাত্র কতদিন বাকি আছে কোরবান ঈদের।
অথবা আপনি এটাও বুঝতে পারেন যে ঈদের বাকি আর কতদিন রয়েছে।
তাহলে চলুন আমরা সাধারণভাবে অল্প কথায় বুঝার চেষ্টা করি।
কোরবানি মানে কি
কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মোত্সর্গ; নৈকট্য লাভ। পরিভাষায় কোরবানি হলো, জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জন্তু জবাই করা।
সহজ ভাষায় এক কথায় বলতে গেলে কোরবান মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশুকে জবাই করা।
আপনি যে পশুর জবাই করবেন তা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে।
এখানে একটা বিতর্ক আসে। সেটা হল অনেকে পশুর গোস্তর পরিমাণ নির্ণয় করে। অথবা কেউ টাকা অনুযায়ী গোস্তের পরিমাণ নির্ণয় করে।
তাই আমি একটা কথাই বলতে চাই সেটা হল আপনি জিতেছেন কিংবা ঠকেছেন এই সামান্যটুকু হিসাব না করলেও আপনি পারেন।
কারণ আপনার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে আর এই সামান্যটুকু হিসাবের জন্য আপনার কোরবানিকে ঝুঁকিতে ফেলবেন না।
কোরবানি কবে হবে?
প্রতি বছর কোরবানি ঈদ পালন হয় আরবি মাস হিসাব করে।
যেমন প্রতি বছরের জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে কোরবানির ঈদ হয়ে থাকে।
আপনি যদি আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি একসাথে দেখেন তাহলে আরবির জ্বিলহজ্জ মাস সম্পর্কে জানতে পারবেন।
চলুন আজকে আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা না করে কোরবানির ঈদ কত তারিখে 2023 সালের টা জেনে নিই।
কোরবানির ঈদ কত তারিখে 2023
এ বছর অর্থাৎ ২০২৩ সালে কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
সাধারণত প্রতি বছরের জ্বিলহজ্জ মাসে কোরবানির ঈদ পালিত হয়ে থাকে।
প্রতিবছরের ন্যায় এ বছরও আরবি জ্বিলহজ্জ মাসে কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর ইংরেজিতে হলে জুন মাসের শেষের দিকে ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাই বছরে কোন দিন কত তারিখে ঈদ অনুষ্ঠিত হচ্ছে তাই একটু নিচে বিস্তারিত বলা হয়েছে।
2023 সালের কোরবানি কবে হবে?
এ বছর আরবি জ্বিলহজ্ব মাসের ১০ তারিখে অর্থাৎ ইংরেজি জুন মাসের ২৮ তারিখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে।
আমরা সবাই এটা জানি যে মধ্যপ্রাচ্যে বা আরবিয়ানরা প্রতিটা ঈদে আমাদের দেশ থেকে একদিন আগে অনুষ্ঠিত করে।
সেই হিসাব করলে আরবিয়ানরা জুন মাসের 28 তারিখে 2023 সালের ঈদুল আযহা বা কোরবানির ঈদ অনুষ্ঠান করলে আমাদের দেশে হবে জ্বিলহজ মাসের ১১ তারিখে বা ইংরেজি জুন মাসের ২৯ তারিখে।
তবে যে যাই বলে সম্পূর্ণ ঈদ সংগঠিত হয় শুধুমাত্র চাঁদ দেখার উপর নির্ভর করে।
তাই বলা হয় ঈদ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
ঈদুল আযহার আর কত দিন বাকি
ধীরে ধীরে একদিন করে কমতে কমতে ক্রমান্বয়ে ঈদুল আযহা খুব কাছাকাছি চলে এসেছে।
তাই ঠিক আর কতদিন ঈদুল আযহার বাকি রয়েছে কিংবা কোরবানি ঈদের বাকি আর কতদিন তা জানার জন্য আমরা একটি উইজেট তৈরি করেছি।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদুল আযহার কতদিন বাকি রয়েছে এবং কত ঘন্টা বাকি রয়েছে তা দেখা যাচ্ছে।
যেখানেই দেখা যাচ্ছে যে ঈদুল আযহার আর কত দিন বাকি রয়েছে এবং কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড স্পষ্টই দেখতে পাচ্ছেন।
সেই সাথে কোরবানির ঈদ কত তারিখে 2023 সালের তাও একটু নিচেই দেখতে পাচ্ছেন।
আশা করি আপনারা যে উদ্দেশ্যে এই পোস্টটি পড়তে এসেছেন সে উদ্দেশ্য আপনাদের পূরণ হয়েছে।
এবং ঈদুল আযহার আর কতদিন বাকি রয়েছে তা অন্যদের জানিয়ে দিতে এই পোস্টটি শেয়ার করে দিন। ধন্যবাদ!
কুরবানির পশু সম্পর্কে।
কোরবানি ঈদের অনেকে প্রশ্ন নিয়ে চিন্তিত থাকেন।
থাকারও কারণ আছে, তার কারণ হলো কোরবানির পশু নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকে।
আমরা সে তর্ক বিতর্কের না গিয়ে আপনারা কিভাবে কোরবানির পশু খুঁজে পাবেন অথবা কুরবানী পশুর দাম কেমন তা নিজের পোস্টটিতে বিস্তারিত জানতে পারবেন।
সাধারণত কোরবানি একটি আরবি শব্দ যার সমার্থক শব্দ হতে পারে ত্যাগ, উৎসর্গ কিংবা বিসর্জন।
কুরবানী (আরবি: قربانى), কুরবান অথবা আদ্বহা বা আযহা ( أضحية) কে ইসলামী আইন হিসাবে উল্লেখ করা হয়। যা ঈদুল আযহার সময়ের পশু উৎসর্গের অনুষ্ঠান।
শেষ কথাঃ
আজকের পোস্টটিতে উল্লেখ করা কথাগুলো মানুষের জানার জন্য শেয়ার করে দিন এবং কোরবানির ঈদ কত তারিখে 2023 সালের তা নিশ্চয় জানতে পেরেছেন ধন্যবাদ।