কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব? এই ব্লগটি পড়লে জানতে পারবেন। এবং আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন।

বর্তমান সময়ে ফেসবুক আইডি ব্লক হওয়া যেনো নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। তার ওপরে রয়েছে হ্যাকাররা।

সব মিলিয়ে একটা ফেসবুক আইডি টিকিয়ে রাখা যেনো মুসকিল ব্যাপার। আপনাদেরও হয়তো কারো এমন হয়েছে নিশ্চয়ই। হয়তো গুগলেও সার্চ দিয়েছেন যে, কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?

কোনো কারণে আপনার ফেসবুক আইডি হারিয়ে গেছে? কিংবা নষ্ট হয়ে গেছে? অথবা হ্যাকারদের কবলে পড়ে হ্যাক হয়ে গেছে? তাহলে আপনার ফেসবুক আইডি আবার কিভাবে ফিরে পাবেন তা জেনে নিন।

অথবা আরও অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার হারানো সেই ফেসবুক আইডি আর ফিরে পান নি। কোনো চিন্তা নেই।

আজকের ব্লগে আপনাদের শিখিয়ে দিবো যে, কিভাবে আপনার হারানো বা নষ্ট হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন।

এমনকি যদি হ্যাকও হয়। তাহলে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব তার বিস্তারিত জেনে নেয়া যাক।

ফেসবুক আইডি কেনো হারিয়ে যায়?

অনেকের তো আছে হটাৎ করে ফেসবুক আইডিই হারিয়ে যায়। এটা কেনো হয়? অনেকেই জানে না।

তাদের ফেসবুক আইডিটি হারিয়ে যাওয়ার ফলে ফ্রি ফায়ার আইডিও হারিয়ে যায়। যার ফলে তাদের অনেক টাকা লস হয়ে যায়।

ফেসবুক আইডি হারিয়ে যায় মূলত কিছু অসতর্কতার কারনে। আমরা অনেকেই জানি যে বাংলাদেশ থেকে সারসরি ফ্রি ফায়ার খেলতে অনেক জামেলা হয়।

তাই অনেকে ভিপিএন দিয়ে খেলে। আপনি যখন ভিপিএন দিয়ে গেম খেলেন তখন মনে রাখবেন যে, এই ফেসবুক একাউন্ট এর আইপিও বাংলাদেশে থাকে না।

আরও:

সহজ কথায় আপনি যদি ভিপিএন দিয়ে গেম খেলেন তবে, কোনো মতেই ভিপিএন কানেক্ট করে ফেসবুকে লগইন করবেন না।

যদি লগইন করে তবে ফেসবুক কতৃপক্ষ আপনার আইডি বন্ধ করে দিবে। এখন যদি আইডি বন্ধ করে দেয় তাহলে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব? তার বিস্তারিত একটু নিচেই আছে।

তাই মনে রাখবেন যে কোনো মতেই যেনো ভিপিএন কানেক্ট অবস্থায় ফেসবুক এ লগইন করবেন না।

আর ইস্যু আছে যেমন, আপনি যখন টপআপ করেন আপনার ফ্রি ফায়ায় আইডিতে তখন আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়েই টপআপ করে থাকেন।

মনে রাখবেন বা চেষ্টা করবেন যেনো কোনো প্রকার আইডি পাসওয়ার্ড ছাড়াই টপআপ করার জন্য। আপনার কিছু টাকা বেশি গেলেও একাউন্টটি নিরাপদ থাকবে।

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

উপরে উল্লেখিত কোনো কারণে যদি ফেসবুক আইডি হারিয়ে যায় তবে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব? চিন্তার কোনো কারন নেই।

এইভাবে যদি ফেসবুক আইডি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে, আপনার ফেসবুক আইডি ফিরে পাবার সম্ভাবনা থাকে।

এই অবস্থায় আপনার আইডি পিরে পেতে নির্দিষ্ট সময় লাগবে। যেমন ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টার মতো সময় লাগবে।

এই সময় পর আপনার ফেসবুকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন। সবকিছু ঠিক থাকলে আইডি চলে আসবে।

আর যদি এর পরেও না আসে তবে, আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?

আপনাকে বলবো আরও কিছু সময় অপেক্ষা করুন। যদি তারপরেও না আসে তবে অন্যভাবে চেষ্টা করতে পারেন।

মূলত যেইভাবে করুন না কেনো, আপনার কাছে ফেসবুক থেকে একটি কোড আসবে। সেটি বসিয়ে দিলেই হবে।

আমি হয়তো অন্যভাবে খোলার কথা বলেছি। সেটা হলো আপনার যেই আইডিটি রিকভারি করবেন সেটার আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য আরেকটি একাউন্ট খুলন। এখানে যেই যেই সটিক তথ্য দিবেন  সেটা হলো:

  • যেই মোবাইল নম্বর কিংবা ইমেইল দিয়ে একাউন্ট খুলেছেন।
  • আগের আইডিতে যেই জন্ম তারিখ দিয়েছেন।
  • এবং যেই নাম দিয়েছেন।
  • সেই সাথে আপনার প্রাইমারি ইমেইল দিয়ে Sync করে নিবেন।

এই সবগুলো তথ্য দিয়ে একাউন্ট খোলার সময় দেখা যাবে যে, আপনার ফাইন্ড একাউন্ট চলে এসেছে।

যদি দেখেন যে, এটা আপনার আগের আইডি তাহলে ক্লিক করে নিবেন। এবং একটা কোড আসবে। তারপরে কোডটি বসিয়ে দিবেন। তাহলেই হয়ে গেলো।

আইডি হ্যাক হলে

এখন দেখা যায় যে, অনেকের আইডি হ্যাক হয়ে গেছে। আর আপনারা যেমন জানেন যে হ্যাক হওয়া আইডি ফিরে পাবার সম্ভাবনা একেবারেই কম থাকে।

কিন্তু আজকে আপনাদের শেয়ার করব কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এবং আপনি সহজেই আপনার আইডি ফিরে পাবেন। কারন আমার দেয়া টিপ্সে অনেকেই আইডি ফিরে পেয়েছে।

তবুও আমি ১০০% গ্যারান্টি দিতে পারবো না। কারন আপনারা জানেন যে, প্রতিনিয়ত হ্যাকার বেড়েই চলেছে।

আবার ফেসবুকও নতুন নতুন নিয়ম আনছে। তবে আপনি আমার টিপ্সটা একবার কাজে লাগিয়ে দেখতে পারেন। যদি হয়ে যায় তাহলে তো ভালোই। আর যদি না হয় তার বিকল্প কিছুও শেয়ার করবো।

মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা

যখন দেখবেন যে আপনার আইডি কোনো ভাবেই বের করা যাচ্ছে না, তখন যে মোবাইল নাম্বর দিয়ে আইডি খুলেছেন সেই মোবাইল নাম্বর দিয়ে একবার আইডি খুঁজে দেখবেন।

এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। এরপর আইডি লগইন করার সময় forget password এ ক্লিক করবেন।

এবং এরপর find your account নামে যে অপশনটা আসবে ওই অপশনে আপনার মোবাইল নাম্বারটি দিবেন।

তারপর find your account বাটনে ক্লিক করবেন। তাহলেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে পারবেন।

এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব কিংবা মোবাইল নম্বর দিয়ে আমার ফেসবুক আইডি ফিরে পাব কিনা?

আমি বলবো আপনার যদি সিমটি একটিভ থাক েতাহলে আপনি সেই সিম দিয়ে আইডি রিকভারি করতে পারবেন।

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাবার উপায়

আপনার যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে তবে, হ্যাকার কিন্তু আপনার মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি পরিবর্তন করে ফেলবে।

আবার পাসওয়ার্ড তো পরিবর্তন করবেই। সব মিলিয়ে আপনার আইডি হ্যাক। এমন অবস্থায় আপনার করণিয় কি?

তেমন কিছু করণিয় না থাকলেও আপনার আইডি ফিরে পাবার জর‌্য একটু চেষ্টা তো করবেনই। তাই জেনে নিন হ্যাক হওয়ার পর কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?

এমতাবস্থায় শুধু মাত্র ফেসবুক হেল্প সেন্টারে যোগাযোগ করে আইডি রিকভারি করা সম্ভব হবে। আপনার প্রথমে ফেসবুক হেল্প সেন্টারে ভিজিট করবেন। তারপরে আপনার সঠিক আইডিটা রিকভারি করার জন্য যা যা প্রয়োজন।

  • সরকার কতৃক ইস্যু কার্ড যেমন ভোটার আইডি কার্ড।
  • পাসপোর্ট
  • কিংবা আপনার জন্ম নিবন্ধন হলেও হবে।

মনে রাখবেন যে আপনার আইডি কার্ড যেই ডকুমেন্ট থাকুক না কেনো তা আপনার ফেসবুক আইডির সাথে যথেষ্ঠ মিল থাকতে হবে।

তারপরে এগুলো জমা দিতে হবে। জমা দেয়ার আগে এই ডকুমেন্টগুলোর একটা ক্লিয়ার ফটো তুলে নিবেন। জমা দেয়ার জন্য আমি নিচে লিংক দিয়ে দিবো।

জমা দেয়ার লিংক।

তারপরে আপনার আইডি যেই ইমেইল অথবা মোবাইল নম্বর দিয়ে লগইন করেছেন সেই মেবাইল নম্বর কিংবা ইমেইল দিয়ে পাঠিয়ে দিবেন।

যদি এইভাবেও সম্ভব না হয় তবে, আপনার হ্যাক হওয়া আইডিটি ফেসবুকে খুঁজে নিবেন। সেক্ষেত্রে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এমন প্রশ্ন যদি থাকে তাহলে,

দেখবেন যে আপনার আগের কোনো প্রেন্ড আপনার আইডিতে এড আছে কিনা! যদি থেকে থাকে তবে, তার মোবাইল দিয়ে আপনার আইডি সার্চ দিয়ে আইডিতে যাবেন।

এরপর একাউন্টের প্রোফাইলে তিন ডট এ ক্লিক করবেন। তারপরে সহায়তা অথবা রিপোর্ট বা অভিযোগে যাবেন।

রিপোর্ট করবেন এবং রিপোর্ট করার সময় অন্যান্যতে সিলেক্ট করবেন। তারপরে রিকাভর একাউন্ট এ ক্লিক করবেন।

ক্লিক করার পর কিছু ধাপ আসবে। সেগুলো সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপরে আশা করি আপনার আইডি রিকভারি করতে পারবেন।

যাবতীয় প্রশ্নগুলোঃ

আমার ফেসবুক আইডি লগইন হচ্ছে না কেন

অনেক সময় এমন হয় যে, কোনো কারনে ফেসবুক আইডি লগআউট করলে পরবর্তীতে লগইন করতে গেলে সেই আইডি টা লগইন হতে চায় না।

এমনসময় অনেকের ভয় হতে থাকে যে আইডি টা নষ্ট হয়ে গেছে কিংবা হ্যাক হয়ে গেছে। তবে এটা সত্য যে আইডি হ্যাক হয়ে গেলে তখন আর সে আইডিতে লগইন করা যায় না।

আবার অনেক সময় লগইন হওয়ার সময় যে প্রসেসিং হয়ে থাকে সে প্রসেসিং এ কোন সমস্যা হলে আইডি লগইন হয় না।

আপনার আইডিতে যদি শক্ত সিকিউরিটি থাকে তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে লগইন করতে না পারলে ফেসবুক অ্যাপ এর ক্যাশ ক্লিয়ার করে পুনরায় লগইন করুন।

যদি আপনার আইডি কোনরকম হ্যাক না হয় তাহলে উপরের প্রসেসটি ফলো করলে পরবর্তীতে আপনার ফেসবুক আইডি লগইন হয়ে যাবে।

ডিজেবল ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

ইচ্ছা করে কিংবা অনিচ্ছা করে অনেক সময় ফেসবুক আইডি ডিজেবল করতে হয়। কিংবা ডিজেবল হয়ে যায়।

তখন আবার পুনরায় ফেসবুক আইডিতে লগইন করার চেষ্টা করে। কিংবা অনেকে জানতে চাই কিভাবে ডিজেবল ফেসবুক আইডি ফিরে পাব।

সেক্ষেত্রে ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য পুনরায় সঠিক তথ্য দিয়ে লগইন করলে আইডি ফিরে পাওয়া যাবে।

শেষ কথা:

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব যদি এমনটি জানতে চান তাহলে ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন। আর সহায়কটি কি আপনার সহায়তা করতে পেরেছে?

কিংবা আজকের এই ব্লগটি “কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব” পড়ে আপনি কি আপনার আইডি রিকভারি করতে পেরেছেন কিনা?

কিংবা এর বাহিরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!