আধুনিক যুগের একটি পরিচিত বস্তু কম্পিউটার। এই যুগে এসে কম্পিউটার পরিচিতি না থাকলে চলতে বা টিকে থাকতে খুবই মুশকিল।

তাই আজকে আমি আপনাদের কম্পিউটার পরিচিতি করাবো। মানে কম্পিউটারের সকল অংশের নাম। এবং সাথে প্রতিটা অংশের ফটো সহ দেখাবো।
যাতে করে নাম জানার পাশাপাশি কম্পিউটারের অংশগুলো চিনতেও পারেন। তাই মনোযোগ সহকারে ব্লগটি পড়ুন। আপনার অনেক উপকারে আসবে।
কম্পিউটার পরিচিতি
কম্পিউটার প্রথম আবিষ্কার হয় ১৮২২ সালে চাল্স ব্যাবেস এর হাত ধরে। এবং বিশ্বের প্রথম কম্পিউটার গগনার কাজে ব্যবহৃত হতো।
কালের উন্নতিতে আজ আমাদের হাতে একটি হাইটেক প্রযুক্তি রয়েছে। যাকে বলা হয় কম্পিউটার। সেই থেকে কম্পিউটারের ইতিহাস।
এবার আমরা মূল আলোচনায় চলে আসি।
কম্পিউটারের অংশ কয়টি?
প্রথমে জানবো কম্পিউটারের অংশ কয়টি। কম্পিউটার পরিচিতি পর্বে প্রথমে থাকছে কম্পিউটারের অংশ।
কম্পিউটার সাধারণত দুই ভাগে বিভক্ত। মানে কম্পিউটারে দুইটি অংশ। প্রথম অংশ হলো হার্ডওয়্যার। এবং পরের অংশ হলো সফটওয়্যার।
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি
হার্ডওয়্যারকে কম্পিউটারের হৃৎপৃন্ডও বলতে পারেন। একটা কম্পিউটার চালাতে বা রান করতে দরকার কিছু প্রয়োজনীয় হার্ডওয়্যার।
কম্পিউটারে অনেকগুলো হার্ডওয়্যার থাকে। যেমন, প্রদান যে, হার্ডওয়্যার বা যন্ত্র তা হলো মাদারবোর্ড। একটা মাদারবোর্ডই পুরো কম্পিউটারের বাকী হার্ডওয়্যারগুলো পরিচালনা করে।
শুধু যে মাদারবোর্ড আছে তা কিন্তু নয়। মাদারবোর্ড ছাড়াও রয়েছে প্রসেসর, র্যাম, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই, সলিড স্টেস ড্রাইভ, কুলার, মনিটর, কি-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি।
তাহলে আমরা প্রতিটা হার্ডওয়্যার এর বিস্তারিত জেনে নিই ছবি সহ।
কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি
আমি আগেই বলেছি যে, একটি কম্পিউটার পরিচালিত হতে সববচেয়ে বেশি গুরুত্ব রাখে মাদারবোর্ড। মাদারবোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ন হবার কারন হচ্ছে, একটি কম্পিউটারের সকল যন্ত্র বা হার্ডওয়্যারকে এক অপরের সাথে সংযুক্ত করে এই মাদারবোর্ড।
তাই সহজেই বলা যায় যে, একটি কম্পিউটারের মাদারবোর্ড কতটা গুরুত্বপূর্ন। নিচে মাদারবোর্ড এর একটি ছবি দেয়া হলো।
মাদারবোর্ড সাধারণত কম্পিউটারের সিপিইউ বক্সের ভিতরে থাকে। কম্পিউটারের বাকী হার্ডওয়্যারগুলো মাদারবোর্ডে এসে সংযুক্ত হয়।
[সিপিইউ এর ফটো]
একটা মাদারবোর্ডে অন্যান্য হার্ডওয়্যার সংযুক্ত করার জন্য অনেকগুলো স্লড থাকে। প্রতিটা স্লডে ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার সংযুক্ত করার অপশন থাকে।
যেমন, র্যাম লাগানোর জন্য একটা স্লড থাকে। সেই স্লডে শুরু র্যামই লাগানো যায়। আর এভাবেই একটা মাদারবোর্ডে প্রয়োজনীয় স্লড থাকে।
আশা করি কম্পিউটার পরিচিতি পর্বে কম্পিউটার মাদারবোর্ড সম্পর্কে জানতে পেরেছেন। এবার আমরা প্রসেসর সম্পর্কে জানবো।
কম্পিউটার প্রসেসর পরিচিতি
প্রসেসর, যাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। ঠিক যেমন মানুষের মস্তিষ্ক থাকে। তেমনি কম্পিউটারেরও মস্তিষ্ক রয়েছে। আর সেটা হলো প্রসেসর।
পুরো কম্পিটারের সকল সিগন্যাল আদান-প্রদান করে প্রসেসর। কেউ যখনি কম্পিউটার ওপেন করে তখন ওপেন করার জন্য যে সিগন্যাল দিয়েছে তা প্রসেসর রিসিভড করে এবং আবার ওপেন কবার নির্দেশ দেয়।[সবকিছু ঠিক থাকলে]
তাই সহজেই পুরো কম্পিউটারের মাথাকে প্রসেসর বলা যায়। এই প্রসেসরও কম্পিউটারের মাদারবোর্ডে বসাতে হয়।
প্রসেসরের সংজ্ঞা আরও সহজভাবে বলতে গেলে প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে।
প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গানিতিক ইঞ্জিন। যা ইন্সটকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে।
আশা করি প্রসেসর সম্পর্কে জানতে পরেছেন। এখন প্রসেসর এর কিছু ছবি নিচে দেখে নিন।
কম্পিউটার র্যাম পরিচিতি
সহজে বলতে গেলে কম্পিউটারে র্যাম হলো ডাটা সংরক্ষন করা বস্তু। এবং যেকোনো অবস্থায় অ্যাক্সেস করা যায়।
র্যাম এর পূর্নরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি (ইংরেজি: Random access memory), সংক্ষেপে র্যাম (RAM) বলা হয়।
সহজভাবে বুঝতে গেলে র্যাম হলো একটা স্টোরেজ। যেই স্টোরেজ সহজে সকল ডাটা রিড করতে পারে।
কম্পিউটারের প্রতিটা ক্ষেত্রে যেমন কোনো ফাইল ওপেন করতে এই স্টোরেজ বা র্যামের প্রয়োজন হয়।
প্রসেসটা এভাবে বলতে পারেন। আপনি একটি কম্পিউটার সফটওয়্যার ওপেন করবেন। তখন এই কমান্ডটি প্রসেসর পালন করবে। তার জন্য প্রসেসর র্যামের সহায়তা নিবে।
আশা করি র্যাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। না বুঝতে পারলে র্যাম লেখাটিতে লিংক করা আছে। আশা করি সেখানে বিস্তারিত জানতে পারবেন।
কম্পিউটার হার্ডডিস্ক পরিচিতি
মোবাইলের রম বা মেমোরির কথা আমরা প্রায় শুনে এসেছি। ঠিক যেমন মোবাইলের রম বা মেমোরি আছে তেমনি কম্পিউটারেরও মেমোরি আছে। এবং সেই মেমোরিকে হার্ডডিস্ক বলা হয়।
এখন আমরা হার্ডডিস্ক এর সংজ্ঞা জেনে নিই। হার্ডডিস্ক বা হার্ড ড্রাইভ হলো কম্পিউটারের ডাটা, তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র। যেখানে কম্পিউটারের তথ্য, ডাটা জমা রেখে পরবর্তী সময়ে আমরা সেটাকে আবার দেখতে বা পড়তে পারি।
আরও সহজভাবে বলতে গেলে আপনি যখন কোনো ফাইল বা ভিডিও ডাউনলোড করবেন তখন সেটা রাখার জন্য স্টোরেজ বা মেমোরির প্রয়োজন হবে। কম্পিউটারে সেটা হলো হার্ডডিস্ক।
হার্ডডিস্ককে আবার বিস্তারিতভাবে বলা হয় হার্ডডিস্ক ড্রাইভ। তাই আশা করি হার্ডডিস্ক সম্পর্কে জানতে পেরেছেন।
কম্পিউটার মনিটর পরিচিতি
আমরা সবাই কমবেশি টেলিভিশনের সাথে পরিচিত। আবার কম্পিউটার দোকানে গেলে টেলিভিশনের মতো কিছু একটা দেখি।
মূলত কম্পিউটার দোকানে টেলিভিশনের মতো দেখতে বস্তুটাই কম্পিউটার মনিটর। কম্পিউটার মনিটর খুবই গুরুত্বপূর্ন হার্ডডিস্ক।
কম্পিউটার মনিটর সাধারণত দুইরকম দেখা যায়। প্রথমত, এলইডি মনিটর। আর দ্বিতীয়ত, এলসিডি মনিটর।
আপনি যখন কম্পিউটারে কোনো কাজ করবেন তার আউটপুট দেখার জন্য প্রয়োজন হবে মনিটরের।আর একটা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ন এবং আবশ্যক একটা অংশ হলো মনিটর।
আশা করি মনিটর সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আর বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে উপরে কম্পিউটার মনিটর লেখাটিতে ক্লিক করুন।
বলতে গেলে প্রায় সাধারণভাবে কম্পিউটার ব্যবহার করতে প্রয়োজনীয় সকল হার্ডওয়্যার উল্লেখ করা হয়েছে।
এছাড়াও যারা প্রফেশনাল কম্পিউটার ব্যবহার করতে চায় তাদের জন্য আরও কিছু হার্ডওয়্যার আছে, সেগুলো আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দিবো।
কম্পিউটার সফটওয়্যার পরিচিতি
খুবই সাধারণভাবে বলতে গেলে আপনি হয়তো এখন এই আর্টিকেলটি পড়ছেন। তার জন্য আপনি গুগলে সার্চ করেছেন।
এখন যে, গুগলে সার্চ করেছেন সেই গুগল অ্যাপটিই হলো মোবাইল সফটওয়্যার। ঠিক সেরকমভাবে রয়েছে কম্পিউটার সফটওয়্যার।
একটা কম্পিউটার পরিচালনা করতে হার্ডওয়্যারের পাশাপশি প্রয়োজন সফটওয়্যার।
উইকিপিডিয়ার মতে, বৈদ্যুতিন গণকযন্ত্র বা কম্পিউটারের বিভিন্ন অংশকে কর্মোপযোগী করা, পরিচালনা করা এবং কোনও বিশেষ ব্যবহারিক কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে যে বিভিন্ন নির্দেশনাক্রম তথা প্রোগ্রাম এবং পুনর্ব্যবহারযোগ্য নির্দেশনাক্রম তথা রুটিন বা ফাংশন ব্যবহার করা হয় (যাদের মধ্যে কম্পিউটারের পরিচালক ব্যবস্থা বা অপারেটিং সিস্টেম অন্তর্ভুক্ত), তাদের সবগুলিকে একত্রে সাধারণভাবে কম্পিউটার সফটওয়্যার বলে। বিস্তারিত
আশা করি কম্পিউটার পরিচিতি পর্বে কম্পিউটার হার্ডওয়্যার ও কম্পিউটার সফটওয়্যার এর ধারণা পেয়েছেন।
কম্পিউটার পরিচিতি সম্পর্কে প্রশ্নঃ
কোন আর্টিকেল, পোস্ট কিংবা ভিডিওর মাধ্যমে অথবা কোন ইনফরমেশন সোর্স থেকে কম্পিউটারের সাথে পরিচিত হওয়া কিংবা কম্পিউটারের যন্ত্রাংশের নাম জানাকে কম্পিউটার পরিচিতি বলা হয়।
সাধারণত একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের অনেকগুলো পার্ট থাকলেও মৌলিক মৌলিক পার্ট হচ্ছে ৪টি। সেগুলো হল ইনপুট, আউটপুট, মেমরি ও প্রসেসর।
শেষ কথা:
আজকের আর্টিকেল মানে কম্পিউটার পরিচিতি পর্বে সকল বিস্তারিত পেয়েছেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।