ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় ব্যাখ্যা কর

Home » শিক্ষা » ওয়েবসাইট ও ওয়েবপেজ এর মধ্যে পার্থক্য

যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের আইসিটি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ওয়েবসাইট এবং ওয়েবপেজ। তাই আমি আজকে আলোচনা করবো ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় ব্যাখ্যা কর এবং কেনো অথবা কিভাবে এক নয় সে ব্যাপারে একটু বিস্তারিত বলবো।

ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় ব্যাখ্যা কর - এখানে পুরাা ব্যাখ্যা পেয়ে যাবেন।

শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই টপিক গুরুত্বপূর্ণ এমনটি নয়। যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবে তাদের জন্যও এই টপিকটি খুবই গুরুত্বপূর্ন।

যদি আমরা একাডেমিক বই এর ভিত্তিতে আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে অনেকগুলো ও্রয়েবপেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত।

আবার একটা ওয়েবসাইটে অসংখ্য ওয়েবপেজ থাকতে পারে।

তবে ওয়েবপেজ শুধুমাত্র একটিই হতে পারে।

এখানে আমি সংক্ষেপে যতটুকু বলেছি ততটুকুই আসলে ওয়েবসাইটে ওয়েব পেজ এর বৈশিষ্ট্য।

যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় ব্যাখ্যা কর তাহলে আপনি সংক্ষেপে উত্তর দিতে চাইলে উপরের এই দুটি লাইন বলতে পারেন।

আর যদি আপনি আরো বিস্তারিতভাবে জানতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে ওয়েবসাইট কি তা বুঝতে হবে।

এবং এর পরে বুঝতে হবে যে ওয়েবপেজ কি?

আর আপনি আরও এডভান্স বুঝতে চাইলে ওয়েবপেইজের গঠন সম্পর্কে বেসিক জেনে নিতে পারেন।

তাহলে চলুন আজকে আমরা বেসিক থেকে এডভান্স পর্যন্ত ওয়েবসাইট এবং ওয়েবপেজ এর গটন নিয়ে আলোচনা করি।

ওয়েবপেজ কি?

ওয়েবপেজ কিংবা ওয়েবসাইট তৈরি করা হয় মূলত অনেকগুলো এইচটিএমএল কোডের মাধ্যমে।

এবং যেখানে অনেকগুলো কোডের মাধ্যমে যখন একটা সিঙ্গেল পেজের ডকুমেন্ট তৈরি করা হয় তখন তাকে ওয়েব পেজ বলা হয়।

যেমনঃ আপনি এই মূহুর্তে এই পোস্টটি পড়ছেন। তার মানে হলো আপনি একটা সিঙ্গেল পেজের ডকুমেন্ট পড়ছেন।

যেখানে অনেকগুলো লেখা থাকে। এবং অনেকগুলো হেডিং থাকে।

এবং সেই সাথে অনেক বা কিছু পরিমান ফটো থাকে।

এই যে টেক্সট এবং ফটোর সমন্বয়ে যে সিঙ্গেল পেজের ডকুমেন্ট তৈরি করা হয়েছে তাকেই ওয়েবপেজ বলে।

ওয়েবসাইট কি?

প্রতিটা টেক্সট এবং বিভিন্ন এলিমেন্টস দিয়ে তৈরি করা ওয়েবপেজগুলোর সমন্বয়কে ওয়েবসাইট বলা হয়।

মানে সিঙ্গেল সিঙ্গেল সসব ওয়েববপেজকে যখন এক জায়গায় সমন্বিত করা হবে তখন সেই সকল ওয়েবপেজগুলো নিয়ে গঠিত ডিরেক্টরিকে বলা হবে ওয়েবসাইট।

যেমন আপনি যদি আমার এই পোস্টটি পড়তে পড়তে উপরে থাকা লোগোতে বা হোম লেখাটিতে ক্লিক করবেন তখন সাথে সাথে আপনি আমার সাইটের হোম পেজটি দেখতে পারবেন।

এবং সেই পেজটিতে গেলে দেখবেন যে অসংখ্য পেজ আছে। বর্তমানে এই পেজের পরিমান ২০০+

এই সকল পেজগুলো নিয়ে যখন হোম পেজ গঠিত হয়েছে তখন তাকে ওয়েবসাইট বলা হয়েছে।

ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় ব্যাখ্যা কর

এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওয়েবপেজ কি এবং ওয়েবসাইট কি?

এবার আমরা একটা চার্টের মাধ্যমে ওয়েবসাইট ও ওয়েবপেজ এর পার্থক্য তুলে ধরবো।

ওয়েবপেজওয়েবসাইট
বিভিন্ন টেক্সট এবং ইমেমজ এর এলিমেন্ট নিয়ে একটা ওয়েবপেজ গঠিত হয়।অনেকগুলো ওয়েবপেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়।
একটি ওয়েবপেজে শুধুমাত্র একটা ইউআরএল থাকে।একটা ওয়েবসাইটে অনেকগুলো ইউআরএল থাকে।
ওয়েবপেজে এক্সেস নেয়ার জন্য ডোমেইনের অধীনে থাকা ইউআরএল ব্যবহার করা হয়। যেমনঃ https://lifetech24.com/rfl-web-doওয়েবসাইটে ভিজিট করার জন্য একটা ডোমেইন ব্যবহার করা হয়। যেমনঃ https://lifetech24.com/
ওয়েবপেজ তৈরি করতে অনেক সহজ এবং সময় কম লাগে।অপরদিকে, একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক জটিল একটা কাজ।

এখানে উল্লেখ করা চার্টের মাধ্যমে সহজেই একটা ওয়েবসাইট এবং একটা ওয়েবপেজের পার্থক্য বুঝতে পারবেন।

শেষ কথাঃ

যারা ওয়েবসাইট এবং ওয়েবপেজের পার্তক্য জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি লেখা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top