ওয়েবসাইট খোলার পর প্রথম ও প্রধান কাজ হলো সাইটে ট্রাফিক বা ভিজিটর আনা। নতুনদের জন্য এটা একটা কঠিন ব্যাপার। তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক আনা যায়।
তাই আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন তবে, আপনার জন্য আজকের ব্লগটি খুবেই দরকারি হবে। চলুন শুরু করা যাক।
ওয়েবসাইটে কিভাবে ফ্রি ট্রাফিক আনবেন
ট্রাফিক বলতে মূলত ভিজিটরদের বুঝানো হয়। এই ট্রাফিক তিনভাবে আসে।
আপনাপকে বলে রাখি যে, আপনার সাইটে যদি কোনো ট্রাফিক না আসে তবে, আপনার সাইটের র্যাংক কমে যাবে।
যদি গুগল এডসেন্স পান তবে, সেখানেও আপনার আয় কম হবে।
- আপনার জন্য: গুগল এডসেন্স কি? এবং কিভাবে খুলবেন।
তাহলে বুঝতেই পারছেন যে, ট্রাফিক আসা কতটা জরুরি।
কিন্তু নতুন যারা তাদের জন্য এই কাজটা খুবই জটিল মনে হয়।
তাই একেবাইরেই সহজেই বলবো। এবং কিছু টিপ্স শেয়ার করবো।
যার ফলে আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে।
আমরা যেহেতু বলেছি ট্রাফিক তিনভাবে আসে।
এই তিনভাগের প্রথম ও প্রধান হলো ওর্গানিক ভিজিটর।
ওর্গানিক ভিজিটর কি?
তা একটু পরেই আলোচনা করবো। তারপরে আছে রেফারাল ভিজিটর।
এবং সর্বশেষ হলো নন বা ডাইরেক্ট ভিজিটর। তিন ধরনের ভিজিটর সম্পর্কে জেনে নেয়া যাক।
ওর্গানিক ভিজিটর কি?
আমরা সবাই জানি যে, গুগল সার্চ ইঞ্জিন হলো সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন।
তারপরে রয়েছে বিং সার্চ ইঞ্জিন যার নিয়ন্ত্রনকারী হলো মাইক্রোসফট।
আপনি কি জানেন গুগলের মাসিক ভিজিটর কত? গুগলের মাসিক ভিজিটর হলো ৪৫.৮ বিলিয়ন।
তার মানে প্রতিমাসে মানুষজন গুগলে ৪৫.৮ বিলিয়ন বার সার্চ করে থাকে।
তারা যখন সার্চ করে তখন, তাদের প্রয়োজনীয় তথ্যের জন্য বিভিন্ন সাইট ভিজিট করে।
আর এই ভিজিটরগুলোকেই বলা হয় ওর্গানিক ভিজিটর। ওর্গানিক ট্রাফিক সম্পূর্ন ফ্রি।
যেটা আপনি আপনার সাইটে এসইও করে গুগলে র্যাংক করে পাচ্ছেন। একটা সাইটের ৫ ভাগের ৪ ভাগই আসে ওর্গানিক বিজিটর হিসেবে।
- আপনার জন্য: ফ্রি ওয়েবসাইট খুলুন মাত্র ৫ মিনিটেই।
ওর্গানিক ভিজিটর শুধু যে গুগল থেকে আসে তা কিন্তু নয়। বর্তমানে আরেকটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো বিং সার্চ ইঞ্জিন।
যেটা বর্তমানে দ্বিতীয় সর্বোচ্ছ সার্চ ইঞ্জিন। যার মাসিক সার্চ ভিজিটর হলো ১ বিলিয়ন।
এই সার্চ ইঞ্জিন থেকে আসা ট্রাফিক বা ভিজিটরও ওর্গানিকট্রাফিক।
একটা সাইটের জন্য ওর্গানিক ভিজিটর খুবই গুরুত্বপূর্ন।
কেনো গুরুত্বপূর্ন তা হলো: ওর্গানিক ভিজিটর সম্পূর্ন ফ্রিতেই আনা যায়।
তবে তার জন্য এসইও করতে হয়। এমনকি আপনি যদি আপনার সাইট থেকে আয় করতে চান তবে, ওর্গানিক ভিজিটর লাগবেই ।
কিভাবে ফ্রিতে ওর্গানিক ভিজিটর আনবেন।
যদি আপনার সাইটকে র্যাংক করাতে চান, কিংবা সাইটে বেশি ভিজিটর এনে বেশি পরিমানে অনলাইনে আয় করতে চান তবে, প্রথম কাজ হবে, সাইটে ওর্গানিক ট্রাফিক আনা।
ফ্রিতে ওর্গানিক ভিজিটর পেতে হলে সর্বপ্রথম আপনার সাইটের কন্টেন্টের জন্য এসইও করতে হবে।
এবং কোনো কপিরাইট কন্টেন্ট তৈরি করা যাবে না।
বা পাবলিশ করতে পারবেন না। তারপরে হলো ইউনিক কন্টেন্ট।
কন্টেন্ট যত বেশি ইউনিক হবে এবং তথ্যবহুল থাকবে ততই সাইট র্যাংক হবার সম্ভাবনা থাকবে।
- আপনার জন্য: অনলাইনে আয় করার উপায় জেনে নিন।
এইও যদি করে থাকেন তবে, তার ফলাফল একদিনে পাবেন না। তার জন্য একটু ধৈর্য রাখতে হবে।
এসইওতে আবার অফ পেজ এবং অন পেজ দুটোই করতে হবে।
যেহেতু আজকের টপিক বিজিটর বা ট্রাফিক নিয়ে তাই এসইওর দিকে বেশি যাবো না।
তবে আপনি যদি এসইও শিখতে চান কিংবা আপনার সাইটের জন্য এসইও করতে চান তবে, কমেন্ট করে জানিয়ে দিন।
রেফারাল ভিজিটর কি?
ধরুন আপনি একটি কন্টেন্ট লিখেছেন। এখন আমাকে বলেছেন যে, ভাই আমার আর্টিকেলটি আপনার সাইটে শেয়ার করুন।
আমি যদি আপনার লিংকটি শেয়ার করি তাহলে কি হবে?
নিশ্চিন্তে আমার ভিজিটররা যখন আসবে তখন যদি আপনার সেই লিংকটিতে ক্লিক করে তবে, আপনি আমার সাইটের মাধ্যমে ভিজিটর পেয়ে গেলেন।
আর এই পদ্ধতির ভিজিটরদের বলা হয় রেফারাল ভিজিটর।
কিভাবে ফ্রিতে রেফারাল ভিজিটর আনবেন।
সাধারণত রেফারাল ভিজিটর ফ্রিতে হয় না।
আপনাকে উদাহরণ হিসেবে বলি যে, আপনি যদি আমাকে বলেন যে, আপনার লিংকটি আমার সাইটে দেয়ার জন্য।
তখন আমি কিন্তু দেবো না।
কারন হচ্ছে আপনি আমার সাইটের ভিজিটরগুলো ফ্রিতে নিয়ে নিবেন সেটা তো আর হয় না।
আমি কেনো কোনো ব্লগারই তা করবে না।
তাই আপনারা চাইলেই ফ্রিতে অন্য সাইটি কিংবা রেফারাল ভিজিটর পাবেন।
তবে কিছু কৌশল খাটাতে হবে। আর এই কৌশল টি হলো ফোরাম সাইট।
এখন কথা হচ্ছে ফোরাম সাইট কি?
ফোরাম সাইটের আরেক নাম হলো অনলাইন কমিউনিকেশন সাইট।
এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় ফোরাম সাইট হলো কোরা সাইট।
কোরা সাইট থেকে সহজেই অনেক বিজিটর নিজের সাইটে আনা যায় ।
তবে লিংকগুলো শেয়ারে একটু সতর্ক হতে হয়। না হলে স্প্যামিং হয়ে যায়।
আপনি আমার সাইটে একটু ঘুৃরে দেখলেই পেয়ে যাবেন। ফোরাম সাইট থেকে ভিজিটর পাবার নিয়ম।
কেনো কোরা সাইট থেকে রেফারাল ভিজিটর আনবেন।
আপনারা হয়তো লক্ষ করেছেন যে, আমি ফোরাম সাইট হিসেবে মাত্র একটার কথা বলেছি।
আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে, আমি কেনো শুধু কোরার কথা বললাম।
আপনাদেরকে বলে রাখি যে, আমরা কোরার ভিজিটর এনালাইজ করে দেখেছি।
সেখানে কোরার বাংলাদেশের ডোমেইনে প্রায় ৬৫৮ মিলিয়ন মাসিক ভিজিটর আছে।
তাই আপনি চাইলে সহজেই আপনার সাইটের সিলেক্ট করা নিশের সব আলোচনা পেয়ে যাবেন।
তাই এখানে একটা বড় সুযোগ আছে যে, আপনার সাইটের রেফারাল ভিজিটর পাবার। আশা করি বুঝতে পেরেছেন।
আমরা ওর্গানিক এবং রেফারাল সম্পর্কে প্রায় আলোচনা করে এসেছি।
আপনি যদি ভালো ভিজিটরের আসা করেন তবে, অর্গানিক হবে সবচেয়ে ভালো মাধ্যম।
আমরা রেফারাল ভিজিটরের দিকে ফোকাস করার কারন হচ্ছে সাইটরে পরিচিতি।
তাছাড়া রেফারালে তেমন ভিজিটর পাওয়া যায় না।
ফ্রিতে রেফারাল ভিজিটর পাবার অন্য উপায়।
অনেক সময় দেখা যায় যে, ফোরাম সাইট থেকে তেমন ভিজিটর আসে না।
এর কারন সম্ভবত আপনার সিলেক্ট করা নিশ থেকে তেমন কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায় না। তাই আমরা বিকল্প আরেকটি মাধ্যম বলবো।
- আপনার জন্য: ফেসবুুক পেজ খুলুন মোবাইল দিয়েই।
সেই মাধ্যমটি আমাদের অতি পরিচিত মাধ্যম। স্যোশাল মিডিয়া মাধ্যম।
আশা করি এই সম্পর্কে বিস্তারিত না বললেও হবে। তাই সংক্ষেপে বলে যাবো।
আমাদের প্রত্যেকেরই স্যোশাল নেটওয়ার্ক যেমন ফেসবুক একাউন্ট আছে।
আপটনি চাইলে আপনার প্রোফাইলে আর্টিকেল এর লিংক শেয়ার করতে পারেন।
তবে এটি খুব একটা ভালো দেখায় না। তাই বলবো আপনি একটা ফেসবুক পেজ খুলুন।
সেখানে আপনার লেখা আর্টিকেল শেয়ার করুন। তবেই পেয়ে যাবেন অনেক রেফারাল ভিজিটর।
ডাইরেক্ট বা নন ভিজিটর পাবার উপায়।
কতটা পরিচিতি আপনার?
মানে অনলােইনে আপনার ব্লগকে কতজন মানুষ জানে বা চিনে।
এইটার উত্তরই হলো ডাইরেক্ট ভিজিটর। আমি পুরোটা বুজিয়ে বলি।
ধরুন আপনি অনেক দিন যাবত ব্লগিং করেন এবং আপনার অনেক ভিজিটর আছে।
তখন ভিজিটররা কোনো কিছু সার্চ না করেই সরাসরি আপনার ডোমেইনটি সার্চ করে।
তখন তারা সরাসরি আপনার সাইটে আসে। আর সরাসরি আসার পদ্ধতিটাই হলো ডাইরেক্ট ভিজিটর।
- আপনার জন্য: ডোমেইন হোস্টিং কি? এবং কিভাবে কিনবেন।
ডাইরেক্ট ভিজিটর পাবার অন্যতম উপায় হরো পরিচিতি।
তবে আপনি যদি ওর্গানিক এবং রেফারাল অনেক ভিজিটর পান তবে, ডাইরেক্ট ভিজিটরগুরো এমনিই আসবে।
যেমন আপনি আমার সাইটে এসেছেন হয়তোবা ওর্গানিক হয়ে, নইলে রেফারাল হয়ে।
কিন্তু আপনি যদি এর পরে আসতে চান তবে, আপনার ব্রাউজারে lifetech24.com লিখে সার্চ করলেই আমার সাইটে আসবে।
আশা করি ডাইরেক্ট ভিজিটরের ব্যাপারটা বুঝতে পেরেছেন।
উপরে আনি তিনটার আলোচনাই শেষ করেছি।
তাই আপনি যদি আপনার সাইটে ভিজিটর বাড়াতে চান তবে, উপরের দুইটা ফলো করুন।
১০০% শিওর যে, আপনার সাইটে ভিজিটর আসবেই।
শেষ কথা:
আমি মনে করি আপনি যদি এই রুলগুলো ফলো করেন তবে, নিশ্চিত থাকুন।
আপনার সাইটে ভিজিটর আসবেই। কারন এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি।
যদি চেষ্টা করেও আপনার ভিজিটর না আসে তবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি আপনাকে গাইড করার চেস্টা করব। ধন্যবাদ!