এবছর যারা এসএসসি পরিক্ষা দিয়েছে তারা কিভাবে রেজাল্ট দেখবে সে বিষয়ে জানার জন্য এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে উল্লেখ করেছি।
আজকে আপনাদেরকে বলবো এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে। আজকের পোস্টটি পড়লে জানতে পারবেন যে কিভাবে অনলাইনে আপনার রোল নম্বর দিয়ে ফলাফল দেখবেন।
দীর্ঘ অনেক সময় পর এসএসসি পরিক্ষা স্বাভাবিক হওয়ার লক্ষন দেখা যাচ্ছে। যদিও এ বছরও স্বাভাবিক সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হয় নি।
তবে অনেক জল্পনা কল্পনার মধ্যে পরীক্ষাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে।
এবং সবাই স্বাভাবিকভাবে প্রতিটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।
অনেক কল্পনা জল্পনার পরে এবছরের এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এখন কবে এসএসসি পরিক্ষার ফল প্রকাশ করবে এটা নিয়েও চলছে আলোচনা।
এসএসসি পরিক্ষা শেষে বলা হয়েছিলো ১ মাসের মধ্যেই পরিক্ষার ফল প্রকাশ করবে। তবে ১ মাস পরে ঠিক কখন প্রকাশ করবে তা বলা হয়নি। এমনকি এখন পর্যন্তও জানা যায় নি।
তবে অনুমান করা হয় এই মাসের শেষেই অর্থাৎ ডিসেম্বরের শেষেই ফল প্রকাশ করবে। তারিখ নির্দিষ্ট হলে আপনাদের জানিয়ে দিবো।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
এসএসসি ফল প্রকাশের পরই হবে রেজাল্ট দেখা নিয়ে আগ্রহ। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরা স্কুলে গিয়ে রেজাল্ট দেখে। কিন্তু সবাই স্কুলে গিয়ে রেজাল্ট দেখতে পারে না।
এর কারণ হলো কেউ কেউ পরীক্ষা দেওয়ার সাথে সাথে কোনো কাজে গেছে কিংবা কেউ কোথাও বেড়াতে গেছে।
তাই বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীই অনলাইনে তাদের রেজাল্ট দেখে। আবার অনেকে তাদের রেজাল্ট দেখতে পারে না।
অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। কিংবা কারো “রেজাল্ট আসে নি” এমন নোটিফিকেশনও দেখায়।
তাই আপনি যদি অনলাইনে সঠিক নিয়মে এসএসসি রেজাল্ট দেখেন তাহলে সঠিক ফলাফল পাবেন।
অনলাইনে সুবিধা হলো খুব সহজেই এবং খুব দ্রুত রেজাল্ট দেখা যায়।
এরকম কোনো প্রশ্ন আপনার মাঝে থাকলে পুরো ব্লগটি পড়ুুন তবেই জানতে পারবেন কিভাবে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখবেন।
এসএসসি ফল প্রকাশের সময় আমরা গুগলে সার্চ দিই এসএসসি রেজাল্ট দেখার নিয়ম। কিংবা কিভাবে এসএসসি রেজাল্ট অনলাইনে দেখবো? ইত্যাদি।
আমরা সার্চ দিলে বেশিরভাগ সময়ই কোনো ব্লগ চলে আসে। কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশ হয় শিক্ষাবোর্ডের অফিশিয়াল সাইটে।
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
প্রকাশিত হওয়া এসএসসি রেজাল্ট মোবাইলে দেখতে চাইলে সহজেই দেখতে পারবেন। কারণ আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন থাকে।
তাই মোবাইল ফোন দিয়ে রেজাল্ট দেখা আরও সহজ হবে। রেজাল্ট দেখার জন্য প্রথমে,
- বাংলাদেশ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। সাইটের লিংক
- নিচে দেখানো ফটোর মতো একটা সাইট ওপেন হবে।
- এসএসসি রেজাল্ট দেখার জন্য সাইটে যে তথ্যগুলো চাইছে সেগুলো দিতে হবে।
- প্রথমে Examination লেখা আছে।
- Year
- Board
- Roll
- Reg: No
- ক্যাপচা
Examination
আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন বোর্ড পরিক্ষার ফলাফল দেখতে চান। যেহেতু আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন তাই HSC/Alim/Equivalent এর উপরে ক্লিক করে SSC/Dakhil সিলেক্ট করবেন।
year
আপনি কোন বছরের এসএসসি রেজাল্ট দেখতে চান তা উল্লেখ করতে হবে। আপনি যে শুধু এই বছরের রেজাল্ট পাবেন তা কিন্তু নয়। আপনি ১৯৯৬ সালেল পর থেকে যেকোনো বছরের এসএসসি’র ফলাফল দেখতে পারবেন।
Board
সারা বাংলাদেশে ৮ টি শিক্ষা বোর্ড রয়েছে। এবং ১ টি মাদ্রাসা বোর্ড, ১ টি টেকনিক্যাল বোর্ড ও ১ টি DIBS DHAKA বোর্ড আছে।
তাই আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন।
তবে সবগুলো ধারাবাহিক হতে হবে। যেমনঃ আগে পরিক্ষার ক্যাটাগরি তারপর বছর, বোর্ড এবং পরে পরবর্তীগুলো।
Roll
এই রোল নম্বরটি হবে আপনার কেন্দ্রের রোল নং। এখানে কিন্তু ক্লাসের রোল দিলে হবে না। কারো যদি রোল নম্বর মনে না থাকে তাহলে রেজিস্ট্রেশন কার্ড খুঁজলেই রোল নাম্বার পাওয়া যাবে।
Registration number
প্রতিটা বোর্ড পরিক্ষায় একটা করে রেজিষ্টেশন নাম্বার থাকে। এই নম্বরটি রেজিস্ট্রেশন ফর্মে পাওয়া যাবে।
সেখান থেকে ভালো করে দেখে রেজিস্ট্রেশন নম্বরটি ওয়েবসাইটটিতে লিখতে হবে।
ক্যাপচা
ক্যাপচা হল এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে হিউমিনিটি পরীক্ষা করা হয়। কারণ অনলাইনে অনেক রোবট থাকে যেগুলো সাইটের সার্ভারকে ডাউন করে দিতে সক্ষম।
কিন্তু যখন ক্যাপচা দেওয়া হয় তখন আর সেই রোবটগুলো সাইটে প্রবেশ করতে পারে না। বলা যায় নিরাপত্তার জন্য ক্যাপচা ব্যবহার করা হয়।
ক্যাপচা তে সাধারণত কয়েকটা সংখ্যার যোগফল কিংবা বিয়োগফল হিসাব করতে বলবে। যেমনঃ ২+৩=৭.
এখানে আমি শুধুমাত্র একটা ক্যাপচার উদাহরণ দিয়েছি। ক্যাপচাটি এরকম হতেও পারে আবার নাও হতে পারে। প্রতিবার নতুন করে একটা ক্যাপচা আসে।
এবার আপনার পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রয়োজনীয় ফরমটি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন শুধু Submit বাটনে ক্লিক করলেই হবে।
রেজাল্ট দেখতে পাচ্ছি না কেনো?
যেদিন সারা বাংলাদেশের সকল বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ওই দিন যদি আপনিও আপনার পরীক্ষার ফলাফল দেখতে চান তাহলে হয়তো দেখতে নাও পেতে পারেন।
এর অনেকগুলো কারণ থাকে। বিশেষ একটা কারণ হল সার্ভার স্লো।
যেদিন অনলাইনে অফিশিয়াল ভাবে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট দিবে ওই দিন সবাই যখন একসাথে সার্ভারে প্রবেশ করবে তখন সাভার স্লো হয়ে যাবে।
তাই আপনার রেজাল্ট দেখতে বিলম্ব হতে পারে। কিংবা দেখা যায় পুরো একঘন্টা জুড়ে চেষ্টা করেও সফলভাবে রেজাল্ট দেখা হয় না।
তবে রেজাল্ট প্রকাশের ২ থেকে ৩ ঘণ্টা পর ধীরে ধীরে যখন সার্ভারের চাপ কমতে থাকে তখন সুন্দর করে রেজাল্ট দেখা যায়।
এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখুন
আপনি যখন অনলাইনে এসএসসি রেজাল্ট দেখতে চাইবেন তখন আপনার মোবাইলে রেজাল্ট আসা না পর্যন্ত সে ওয়েবসাইটে থাকতে হবে।
কিন্তু আপনি যদি এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে শুধুমাত্র মেসেজটি পাঠিয়ে দিতে হবে।
এরপর বাংলাদেশ এডুকেশন বোর্ড থেকে তারা মার্কশিট ও নাম্বার পাঠিয়ে দিবে। এক্ষেত্রে তারা এসএমএস এর রিপ্লাই যেকোনো সময় দিতে পারে।
হতে পারে এই রিপ্লাই 10 মিনিটের ভিতরে আসবে অথবা এক ঘন্টা লাগতে পারে। কারন, আমি আগেই বলেছি যে রেজাল্ট প্রকাশের দিন সবাই রেজাল্ট দেখতে চাইবে তাই প্রতিটা সার্ভার স্লো হয়ে যাবে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে চাইলে নিচের মেসেজটি দেখে নিন।
SSC <স্পেস> BOARD <স্পেস>2021 লিখে পাঠিয়ে দিন[ 16222] নম্বরে
উদাহরণস্বরূপ,
- এখানে SSC Space BOARD 2021 and 16222 Number দেয়া আছে।
- আপনার ম্যাসেজ বক্সে গিয়ে add message এ ক্লিক করুন।
- এবং ম্যাসেজ বক্সে নম্বরের জায়গায় লিখুন 16222,
- এবার টেক্সট ম্যাসেজ এ লিখুন SSC.
- তারপর একটা স্পেস দিয়ে লিখুন আপনার বোর্ড।
- মানে যেই বোর্ডে আপনি পরিক্ষা দিয়েছেন।
পুরো প্রসেসটার উদাহরন হলো SSC CUM 2022। এভাবে লিখে পাঠিয়ে দিন। তারপর পেয়ে যাবেন আপনার রেজাল্ট।
আপনি যেভাবেই এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানতে চান কিংবা এসএসসি’র ফলাফল দেখতে চান সবগুলো একই।
এসএসসি রেজাল্ট দেখার অ্যাপস
অনেক মোবাইল এপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে যেগুলো দিয়ে এসএসসি’র ফলাফল জানতে পারবেন
SSC Result Check লিখে সার্চ দিলে পেয় যাবেন অসংখ্য অ্যাপ। যেকোনো একটা ডাউনলোড করে নিবেন।
সেগুলোতে ও নিয়ম প্রায় একই । যেমন Examination, Year, Board, Roll, Reg: No ইত্যাদি। সব তথ্য দিলে আপনার কাঙ্খিত রেজাল্ট পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন রেজাল্ট প্রকাশের দিন সার্ভার একটু স্লো থাকবে তাই আপনাদের রেজাল্ট পেতে সময় লাগবেই।
তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে যে, রোল নম্বর দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম কেমন?
আসলে, আপনি যখন উপরে বোর্ডের ওয়েবসাইটে যাবেন তখন আপনাকে এমনিতেই রোল নম্বর দিতে হবে।
আবার, অনেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম জানতে চায়।
এর উত্তরও একই হবে। আপনি রোল নম্বরটি দেয়ার পরই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তাই ধারাবাহিকভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন।
এখানে উল্লেখ করা প্রতিটা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম খুবই সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।
শেষ কথা:
এসএসসি রেজাল্ট দেকতে চাইলে এখানে দেখতে পারবেন। সাধারণত এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ৩ টা।
উপরের পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনি সহজে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।