আপনার মোবাইলে ই সিম ব্যবহার করতে পারবেন কিনা তা জেনে নিন। এখানে জানতে পারবেন ই সিম সাপোর্ট মোবাইল লিস্ট। দেখুন আপনার মোবাইল এই তালিকায় আছে কিনা।

ই সিম সাপোর্ট করা মোবাইল এর তালিকা দেখে নিন।

কিছুদিন আগের সবচেয়ে আলোচনার বস্তু হচ্ছে ই সিম। আমাদের দেশে এই সিম এর ব্যবহার এর আগে না থাকায় অনেকের অনেক মতবিরোধ থাকে।

আজকের ব্লগে আমি পরিস্কারভাবে ধারণা দেবো ই সিম কি? এবং ই সিম সাপোর্ট মোবাইল কোনগুলো। মানে কোন কোন মোবাইলে আপনি ই সিম ব্যবহার করতে পারবেন।

কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়া যাক। আজকের আলোচনার টপিক থাকছে ই সিম কি এবং ই সিম সাপোর্ট মোবাইল লিস্ট।

ই সিম মানে কি?

ইলেকট্রনিক্স সিম এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ই সিম। e-sim এর ধারণা দিতে গেলে প্রথমে সিম সম্পর্কে জানতে হবে।

সিম যাকে বলা হয় সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। যাকে সংক্ষেপে আমরা সিম নামে জানি।

বাংলাদেশ সিম যাত্রা শুরুর পর থেকে আমরা যে সিম গুলো দেখে আসছি সেগুলো হচ্ছে প্লাস্টিকের একটা কার্ডে সিম যুক্ত থাকে।

কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে সেই প্লাস্টিকের কার্ডের সিম থেকে ইলেকট্রনিক্স সিমের ব্যবহার শুরু হয়ে গেছে।

ই সিম মূলত এমন একটি সিম যে সিম আপনি হাত দিয়ে ধরতে পারবে না। মানে সাধারন প্লাস্টিকের কার্ডের সিম যেগুলো সেগুলোর মত নয়।

এই ই সিম মূলত মোবাইলের মাদারবোর্ড এর সঙ্গে যুক্ত থাকে। এর ফলে না আপনি ই সিমকে খুলতে পারবেন না নতুন আরেকটি সিম বসাতে পারবেন। তবে নতুন আরেকটি সিম সেটআপ করা যাবে।

ই সিমে সাধারণত প্লাস্টিক কার্ডের মতই রেজিস্ট্রেশন তথ্য গুলো দিতে হয়। এবং এর পরে নির্দিষ্ট কিছু মোবাইলে আপনার এই ই সিম সিম চালু হয়ে যাবে।

এখানে মূলকথা, ই সিম সাপোর্ট মোবাইল কোনগুলো? আমাদের দেশে এখন পর্যন্ত গ্রামীণফোন বিজ্ঞপ্তি দিয়েছে যে তাদের সিম গুলো ই সিমে রূপান্তর করা হবে।

চলুন আমরা এটাও জেনে নেই কোন কোন মোবাইলে সিম ব্যবহার করা যাবে এবং সে ক্ষেত্রে কোন শর্ত আছে কিনা! সবকিছুর বিস্তারিত।

গ্রামীণফোন ই সিম

এখন পর্যন্ত সবার আগে গ্রামীনফোনে নোটিশ দিয়েছে তারা এই সিমের আধুনিকায়নের পা দিচ্ছে। তাই বলা যায় সর্বপ্রথম গ্রামীণফোনে ই সিম দেখা যাবে।

বাংলাদেশের বেসরকারি মোবাইল সিম কোম্পানির মধ্যে গ্রামীণফোন একটু এগিয়েই আছে। তারা সব সময় একটু আধুনিকায়ন উপহার দিয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার তারা ই সিম আনতে যাচ্ছে। যার ফল আমি মনে করি দেশের মোবাইল সিম গুলো আরো একধাপ এগিয়ে যাবে।

যাইহোক! এবার আমরা জানবো গ্রামীণফোন সিম গুলো আছে, সেগুলো কোন কোন মোবাইলে সাপোর্ট করবে।

ই সিম সাপোর্ট মোবাইল

আপনাদেরকে ই সিম সম্পর্কে যেমনটা বলে আসছি, এখানে সব মোবাইলে সিম সাপোর্ট করবে না। কিছু কিছু মোবাইলে ই সিম সাপোর্ট করবে।

তবে কোন মোবাইলের সিম সাপোর্ট করবে কিংবা কোন মোবাইলে করবেনা তা কিন্তু পুরোটা মোবাইলের উপর নির্ভর করে।

মানে মোবাইল কোম্পানি যদি সিম সাপোর্টেড মোবাইল তৈরি করে তাহলে সেই মোবাইলে সিম সাপোর্ট করবে।

গ্রামীনফোনের সিম সাপোর্টেড মোবাইলের একটা লিস্ট তারা নিজেরাই প্রকাশ করেছে। চলুন সেটা তো দেখে নিই, কোন কোন মোবাইলে সিম সাপোর্ট করবে।

ই সিম মোবাইল

ই সিম সাপোর্ট মোবাইল এর মধ্যে সবার আগে রয়েছে অ্যাপলের ডিভাইসগুলো। যেখানে অ্যাপেলের আইফোন থেকে শুরু করে আইপ্যাড পর্যন্ত কিছু নির্দিষ্ট মোবাইলে ই সিম সাপোর্ট করবে।

অ্যাপল ডিভাইসেরই সিম সাপোর্টেড ডিভাইস লিস্ট:

  1. আইফোন 13, প্রো, 13 প্রো ম্যাক্স, 13 মিনি
  2. আইফোন 12 প্রো, 12 প্রো ম্যাক্স,12 মিনি
  3. আইফোন SE
  4. আইফোন 11, 11 প্রো 11 প্রো ম্যাক্স
  5. আইফোন XS, XS Max
  6. আইফোন XR
  7. আইপ্যাড প্রো 12.9-Inch (4th generation)
  8. আইপ্যাড প্রো 12.9-Inch (3rd generation)
  9. আইপ্যাড প্রো 11-Inch (2nd generation)
  10. আইপ্যাড প্রো 11-Inch (1st generation)
  11. আইপ্যাড Air (4th generation)
  12. আইপ্যাড Air (3rd generation)
  13. আইপ্যাড (8th generation)
  14. আইপ্যাড (7th generation)
  15. আইপ্যাড মিনি (5th generation)

এখানে প্রায় অ্যাপলের পনেরোটা ডিভাইসে ই সিম সাপোর্ট করবে। তাই আপনাদের কারো যদি উপরে উল্লেখিত এই ১৫ টি ডিভাইসের মধ্যে কোনোটি থাকে তবে আপনি ই সিম চালাতে পারবেন।

সারাবিশ্বে আরেকটি জনপ্রিয় মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং। বাংলাদেশের লঞ্চ হওয়া ই সিম স্যামসাং এর কিছু ডিভাইস ব্যবহার করা যাবে।

স্যামসাং এর ই সিম সাপোর্টেড মোবাইল লিস্ট

  1. স্যামসাং গ্যালাক্সি S22 5G Ultra 5G, S22+ (শুধুমাত্র অফিশিয়াল ভার্শন)
  2. স্যামসাং Fold LTE Model
  3. স্যামসাং গ্যালাক্সি Z Fold3 5G
  4. স্যামসাং গ্যালাক্সি Z Flip 5G
  5. স্যামসাং গ্যালাক্সি Z Flip
  6. স্যামসাং গ্যালাক্সি Z Fold2 5G
  7. স্যামসাং গ্যালাক্সি Fold
  8. স্যামসাং গ্যালাক্সি S21+5G (শীঘ্রই আসবে)
  9. স্যামসাং গ্যালাক্সি S21 Ultra 5G (শীঘ্রই আসবে)
  10. স্যামসাং গ্যালাক্সি নোট 20 FE 5G (শীঘ্রই আসবে)
  11. স্যামসাং গ্যালাক্সি নোট 20 FE (শীঘ্রই আসবে)
  12. স্যামসাং গ্যালাক্সি নোট 20, 20+ ,20 Ultra, Ultra 5G (শীঘ্রই আসবে)

এই ছিল স্যামসাং মোবাইলের সিম সাপোর্টেড মোবাইল লিস্ট। এখানে দেখা যায় কিছু মোবাইলের পাশে লেখা আছে শীঘ্রই আসবে।

মানে এই মোবাইলগুলোতে এখন ঐ সিম সাপোর্টেড চালু হয় নাই। তবে খুব শীঘ্রই মোবাইলগুলোতে ই সিম ফিচারটি উপভোগ করা যাবে।

এরপরে ই সিম সাপোর্ট মোবাইল লিস্ট এর মধ্যে রয়েছে গুগলের পিক্সেল মোবাইলগুলো। সবগুলো না কিছু কিছু মোবাইল।

চলুন জেনে নিই গুগোল পিক্সেল কোন কোন ডিভাইসগুলোতে ই সিম সাপোর্ট করবে।

গুগলের ই সিম সাপোর্ট মোবাইল লিস্ট

  1. গুগোল পিক্সেল 6 Pro
  2. গুগোল পিক্সেল 6
  3. গুগোল পিক্সেল 5a 5G
  4. গুগোল পিক্সেল 5
  5. গুগোল পিক্সেল 4a
  6. গুগোল পিক্সেল 4
  7. গুগোল পিক্সেল 3a and 3XL (লিমিটেড সাপোর্ট)
  8. গুগোল পিক্সেল 2

আশা করি, গুগোল পিক্সেল সিরিজের মোবাইল গুলোর মধ্যে কোন কোন মোবাইলে ই সিম সাপোর্ট করবে তা জানতে পেরেছেন।

এখানে সাত নম্বরটি দেখতে পাচ্ছেন যে লিমিটেড সাপোর্ট লেখা আছে। মানে এই মডেলের সকল মোবাইলে সিম সাপোর্ট করবে না। শুধুমাত্র কিছু কিছু মোবাইলে সাপোর্ট করবে।

শেষ কথা:

আশা করি আজকের ব্লগটি আপনার উপকারে আসবে। যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন।

কোন কোন মোবাইলে সিম সাপোর্ট করে তার পুরো লিস্ট এখানে উল্লেখ আছে। তাই আপনি মনোযোগ দিয়ে পুরো ব্লগটি পড়লে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ!