আপনার কি ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম জানা আছে? যদি ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম জানা না থাকে তাহলে এখানে জেনে নিন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নেয়া সম্পূর্ন নিষেধ করে দিয়েছে গুগল। এছাড়াও থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা নিষেধ।
তবুও মানুষ কিন্তু ইউটিউব ভিডিও ডাউনলোড করে।
আজকে আপানাদের বলবো ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম এবং কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে নিবেন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করব কিভাবে?
বর্তমানে ইউটিউব ভিডিও অনেকভাবে ডাউনলোড করা যায়। তবে সকল পদ্ধতিই গুগল বা ইউটিউব থেকে নিষিদ্ধ। তবু ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
তাই আজকে আপনাদের সহজভাবে এবং অল্প কথায় জানিয়ে দিবো ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম গুলো।
ইউটিউব ভিডিও ইউটিউব থেকেই ডাউনলোড করা যায়। তবে সেই ভিডিও আপনার গ্যালারিতে যাবে না।
ফাইলটি ইউটিউব লাইব্রেরিতে থেকে যাবে। তাই অনেকে এই ফিচারটি নিয়ে অসন্তুষ্ট। তাই এই ফিচারের বিপরীতে অনেকগুলো সফ্টওয়ার আছে।
যেগুলো আপনাকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে দেয়। ওই সফটওয়ারগুলা আপনি গুগল প্লে স্টোরে খুজে পাবেন না।
কারন গুগল বিনামূল্যে কোনো প্রকার ভিডিও ডাউনলোডের অনুমতি দেয় না। যদি কোনো সফটওয়ার সেই ফিচার উপভোগের সুযোগ দেয় তাহলে তাকে গুগল প্লে স্টোর থেকে সাসপেন্ট করে দেয়।
তাই এই সফটওয়ারগুলো অনলাইনে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে হয়। যেগুলোতে কিছু রিস্কও থাকে।
তাই ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য সেরা অ্যাপ হলো ভিটমেট।
আপনার জন্য: অরিজিনাল ভিটমেট ডাউনলোড করুন এখান থেকে।
বর্তমানে ভিটমেটের অনেকগুলো ভার্ষন আছে। তবে আপনি উপরের লিংক থেকে অরিজিনাল ভার্ষন ডাউনলোড করার গাইড পেয়ে যাবেন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিটমেট অ্যাপসটি সফলভাবে ডাউনলোড করে তা ওপেন করবেন।
দেখবেন এটা পুরোটাই একটা ভিডিও শেয়ারিং ফ্ল্যাটফর্ম। ইউটিউব ভিডিও কিভাবে ভিটমেট দিয়ে ডাউনলোড করবেন তা জেনে নিন।
ইউটিউব ভিডিও ভিটমেট দিয়ে ডাউনলোড করার জন্য প্রথমে ইউটিউবে গিয়ে যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও প্লে করুন।
ভিডিওটি প্লে করার পর ভিডিওর শেয়ার বাটনে ক্লিক করুন।
শেয়ার বাটনে ক্লিক করার পর ভিটমেট অপশন আসবে যদি না আসে তবে কপি লিংকে ক্লিক করে লিংকটি কপি করুন।
ইউটিউব থেকে গান ডাউনলোড করার সফটওয়্যার
অনেকেই ইউটিউব থেকে বেশিরভাগ সময় গান ডাউনলোড করে থাকে। তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভিটমেট দিয়ে ইউটিউব থেকে গান ডাউনলোড করা যাবে কিনা?
আমি বলব হ্যাঁ! আপনি ভিটমেট দিয়ে ইউটিউব এর গান বলেন ভিডিও বলেন যাই বলেন যেকোনো কিছু সহজে ডাউনলোড করতে পারবেন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম ২০২৩
ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম গুলো স্টেপ বাই স্টেপ জেনে নিন। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ইউটিউব ভিডিওর শেয়ার বাটনে ক্লিক করুন।
এরপর যদি ভিটমেট অপশন আসে তাহলে ভিটমেটে ক্লিক করুন। ভিটমেটে ক্লিক করার পর ভিটমেট অ্যাপটি ওপেন হবে। ওপেন হলে Analysis হবে। তারপরে আপনার সামনে এইরকম একটা পেজ আসবে।
এই পেইজে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। quick tips আপনাকে বলতে পারিিএখানে যদি 144p, সিলেক্ট করেন তবে আপনার ভিডিও কোয়ালিটি সবচেয়ে কম হবে এবং ফাইলের আকার ছোট হবে।
এবং খুবই অল্প সময়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন। 260p, এটা আগেরটার চেয়েও ভিডিও কোয়ালিটি ভালো হবে এবং ফাইলের আকার কিছুটা আাগের চেয়েও বড় হবে তবে এতো বেশি হবে না।
আপনার জন্য 360p এবং 480p বেস্ট হবে। যদি আরো বেশি ইনজয় করতে চান তবে 720p সিলেক্ট করতে পারেন।
এবং সর্বোচ্ছ 1080p সিলেক্ট করতে পারবেন। যদি আপনার মেবাইলের ডিসপ্লে 2k বা 4k হয় তবে আপনার সুবিধা মতো ফাইল সিলেক্ট করবেন।
এটা মনে রাখবেন যে কোয়ালিটি বা Pixel যত বেশি হবে আপনার মোবাইলের মেমোরিও তত বেশি লাগবে। সেই সাথে ভিডিও ডাউনলোড করতে ও এমবি বেশি লাগবে।
আর যদি চান যে আপনি ফাইলটিকে অডিও আকারে ডাউনলোড করবেন তবে উপরে মিউজিক লেখা থাকবে সেখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিলেই হবে।
তবে ভিটমেটের অরিজিনাল ভার্ষন হলে মিউজিক লেখা থাকবে।
তাই আপনাকে সাজেস্ট করবো উপরে ভিটমেটের যেই লিংটা দিলাম সেখান থেকে ভিটমেট ডাউনলোড করবেন। তবেই সকল ফিচার উপভোগ করতে পারবেন।
শেষ কথা:
আজকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম শেয়ার করলাম সেটা খুবই সিম্পল। অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না।
যারা জানেন তারা ভিটমেট দিয়ে ভিডিও ডাউনলোড করার ফিচারটি কেমন লাগছে কমেন্ট করে জানান।
আর যারা জানেন না তারা ব্লগটি পড়ে সফলভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পেরেছেন কিনা? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ!