একটি ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউব চ্যানেল লোগো (Youtube channel logo) তৈরি করতে হয়। এটাকে চ্যানেলের লোগো বলা হয়।

আজকের ব্লগে আমি আলোচনা করব কিভাবে আপনি একটি Youtube channel logo মেক করবেন। বা Youtube channel logo maker এর মাধ্যমে কিভাবে একটি চ্যানেলের লোগো তৈরি করবেন।
চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় যাওয়া যাক। আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনার Youtube channel logo তৈরি করবেন।
Youtube channel logo মানে কি?
একটা ইউটিউব চ্যানেল খোলার পর সে চ্যানেলের পরিচিতির জন্য একটা লোগোর প্রয়োজন হয়। যেটাকে ইউটিউব চ্যানেল লোগো বলা হয়।
উদাহরণস্বরূপ বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে মায়াজাল। সেই চ্যানেলে গেলে দেখতে পাবেন একটা লোক মাথাটা টুপি এবং হাতে একটা লাঠি নিয়ে বসে আছে।
আপনি সে চ্যানেলের যে ফটোটি দেখেছেন এই ফটোটি হচ্ছে মায়াজাল চ্যানেলের লোগো। আশা করি ইউটিউব চ্যানেলের লোগো সম্পর্কে বুঝতে পেরেছেন।
কিভাবে ইউটিউব চ্যানেল লোগো বানাবো?
আপনার ইউটিউব চ্যানেলকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য একটা ইউটিউব চ্যানেল লোগো অবশ্যই প্রয়োজন।
আপনার ইউটিউব চ্যানেলটিতে লোগো থাকলে পরবর্তী কোন সময় যখন আপনার চ্যানেলটি পপুলার হয়ে উঠবে!
তখন মানুষজন যাতে সহজে আপনার চ্যানেলটি খুঁজে পায়, তার জন্য আপনার ইউটিউবের চ্যানেলের একটা লোগো খুবই দরকারি।
এছাড়া দেখা যাবে আপনার চ্যানেলটি পপুলার হয়ে গেছে। তখন আপনার চ্যানেলের মতো আরও অনেক চ্যানেল হয়ে উঠবে।
এমন অবস্থায় অরিজিনাল চ্যানেল চেনার জন্য Youtube channel logo খুবই কার্যকর।
আশা করি একটি ইউটিউব চ্যানেলের লোগো সম্পর্কে ধারণা পেয়েছেন। এবং Youtube channel logo এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন।
চলুন এবার আমরা জেনে নেই কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন।
এবং কিভাবে সুন্দর একটি ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরির মাধ্যমে আপনার চ্যানেলটিকে আরো প্রফেশনাল করে তুলবেন।
আপনি যদি আপনার চ্যানেল ইউটিউব চ্যানেল খুলে থাকেন তবে, আপনি আবার দেখতে পারেন যে আপনার চ্যানেলটি প্রফেশনাল মানের হয়েছে কিনা?
ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার নিয়ম – Youtube channel logo maker
একটা ইউটিউব এর জন্য “ইউটিউব চ্যানেল লোগো” কতটা গুরুত্বপূর্ণ তা উপর আলোচনা করেছি। ইউটিউব চ্যানেল লোগো খুবই গুরুত্বপূর্ণ এমনকি Youtube channel logo তৈরি করা প্রায় বাধ্যতামূলক।
এখন আপনি ভাবছেন যে আপনি ইউটিউবের চ্যানেলের লোগো তৈরি করবেন। কিন্তু দেখা গেছে আপনি গ্রাফিক্স ডিজাইনার নও।
যার ফলে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে। কিন্তু বর্তমান প্রযুক্তি অনেক এগিয়েছে।
আপনি গ্রাফিক্স ডিজাইনার না হলেও খুবই সুন্দর ভাবে একটি ইউটিউব চ্যানেল লোগো তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটে।
এক মিনিট কথা বলায় হয়তো অনেকের বিশ্বাস হবে না। আপনি যদি ব্লগ টি শেষ পর্যন্ত পড়েন তবে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন।
যাইহোক! ইউটিউব চ্যানেল লোগো দুইভাবে তৈরি করা যায়। প্রথমত হচ্ছে যে কোন অ্যাপস দিয়ে এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট দিয়ে।
এর আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যে, আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগোটি চাইলে মোবাইল দিয়ে তৈরি করতে পারেন।
আজকে কিন্তু আমি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করার নিয়ম দেখাবো।
মোবাইল দিয়ে দেখানোর কারণ হচ্ছে অনেকের ইউটিউব চ্যানেল আছে কিন্তু সবার কম্পিউটার নেই।
তাই মোবাইল দিয়ে দেখালে যার কম্পিউটার নেই তার সুবিধা হবে, অপরদিকে যদি আপনার কম্পিউটার থেকে থাকে তারপরও আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করুন
সফটওয়্যার ডেভেলপারদের উন্নয়নে কিছু মোবাইল সফটওয়্যার দিয়ে আপনি ইউটিউব চ্যানেল লোগো তৈরি করতে পারবেন।
তবে আপনার চ্যানেলের লোগো তৈরি করার আগে জানতে হবে আপনার চ্যানেলের লোগোর সাইজ কতটুকু লাগবে।
আপনার ইউটিউব চ্যানেলের পাশাপাশি কিন্তু একটা কভার ফটো থাকে। আমি শুধু লোগো নিয়ে আলোচনা করেছি। তাই আজকে শুধু লোগো টা দেখাবো।
আপনি যদি ইউটিউব চ্যানেলের কভার ফটো নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
ইউটিউব চ্যানেল লোগো সাইজ কত?
যারা এখন পর্যন্ত ইউটিউব কোন লোগো আপলোড করে নাই তারা হয়তো ইউটিউব লোগো সাইজ সম্পর্কে জানেনা।
ইউটিউব লোগো জন্য যে কোন ফটো আপলোড করলে সেটা রিজেক্ট হয়ে যাবে। সেখানে নির্দিষ্ট মাপের লোগো প্রয়োজন হয়।
ইউটিউব চ্যানেল লোগো সাইজ হচ্ছে 98*98। মানে Youtube channel logo এর প্রস্থ 98 পিক্সেল এবং দৈর্ঘ্য 98 পিক্সেল।
এসব ব্যাপারে আপনাদের কে অতটা সিরিয়াস হওয়া দরকার নেই। আমি যখন ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করার নিয়ম দেখাবো, তখন সেখানে চ্যানেলের লোগো সাইজ কাস্টমাইজ করতে পারবেন।
ইউটিউব চ্যানেল এর লোগো তৈরি করার অ্যাপস
আমরা আবারও মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করার পদ্ধতিতে চলে এসেছি। এখানে মোবাইল দিয়ে তৈরি করতে চাইলে শুধু একটি অ্যাপস ডাউনলোড করলেই হবে।
অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপর Youtube channel logo maker লিখে সার্চ করলে সবার উপরে যে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
তবে আমি ভিন্ন আরেকটি অ্যাপস ব্যবহার করি। যেটার নাম হচ্ছে Canva। আপনার পছন্দের কোন অ্যাপস থাকলে সেটি ডাউনলোড করতে পারেন
অথবা লিংকে ক্লিক করে Canva ওয়েবসাইটে চলে যেতে পারেন। আমি কিন্তু পরের স্টেপে Canva ওয়েবসাইট এর কথাই বলতাম।
যাইহোক! অ্যাপসটি ডাউনলোড করার পর প্রথমে ইউটিউব চ্যানেলের লোগো সাইজ দিতে হবে। আমি যেটা উপরে বলেছি 98*98 পিক্সেল।
যারা লোগো ডিজাইন করতে চায় বা যারা লোগো ডিজাইনার হতে চায় তাদের জন্য এই অ্যাপসটি এবং ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যখন অ্যাপসটি ডাউনলোড করবেন সেখানে কাস্টম সাইজ নামে একটা অপশন থাকবে।
সেই অপশনটিতে ক্লিক করলে রেজুলেশন দিতে বলবে।
সেখানে আপনি শুধু 98*98 দিয়ে দিবেন। এখানে একটা Width আরেকটা Height। এরপর আপনারা সামনে নতুন একটি পেজ আসবে।
এবং সাথে অনেকগুলো রেডি টেমপ্লেট আসবে। আপনি আপনার পছন্দের মত ইউটিউব চ্যানেলের লোগোটি তৈরি করে নিবেন।
এবং যাদের মোবাইলে আগে থেকে রেডি করা বা পছন্দ করা কোন ফাইল থাকে, তারা সেই ফাইলটি আপলোড করতে পারবেন এখানে।
তাই বলতে পারেন আপনার মন মত এবং পছন্দমত একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন।
ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার ওয়েবসাইট
যারা মনোযোগ দিয়ে ব্লগ টি পড়েছেন তারা হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন আমি যে ওয়েবসাইটের কথা বলব সেটা আগেও বলেছি।
হ্যাঁ আমি Canva এর কথাই বলেছি। আপনি এই লিংকে ক্লিক করে Canva ওয়েবসাইটে চলে যাবেন। এরপর সেখানেও কাস্টম সাইজ দিবেন।
সাইজের কথা আমি আগেই বলেছি। 98*98 সাইজ দিয়ে ক্রিয়েট ডিজাইন এ ক্লিক করবেন।
এরপর যথাযথভাবে আপনার সামনে নতুন আরেকটি পেইজ আসবে।
এবং সেখানে অসংখ্য ফ্রী টেমপ্লেট আসবে। সেগুলো থেকে আপনার চ্যানেলের সাথে মিল রেখে একটা কাস্টম লোগো তৈরি করে নিবেন।
এই সাইটটিতে লোগো থেকে শুরু করে যে কোন কিছু তৈরি করা একেবারে সহজ। আর আমি লিংক গুলো দিয়ে দিয়েছি।
এগুলোতে ক্লিক করে গেলে যে কোন একটি প্রিমিয়াম লোগো আপনি একেবারেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
শেষ কথা:
আশা করি আজকে ব্লক করে আপনি আপনার চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করতে পারবেন।
ইউটিউব চ্যানেল লোগো তৈরি করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে যাবেন এবং ইউটিউব চ্যানেলের লোগো সাইজ দিবেন এরপর রেডি টেমপ্লেট থেকে আপনার পছন্দের একটি টেমপ্লেট ডিজাইন করে নিবেন।