বর্তমান সময়ের প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটা বিষয়ে নিজে নিজে কভার করতে পারলেও ইংরেজি গ্রামার নিজে নিজে আয়ত্ত করতে পারে না। কারণ, অনেকেরই ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় জানা থাকে না।

তার ওপরে গ্রামার এমন একটা বিষয় যেটা নিজে নিজে আয়ত্ত করতে চাইলেও সহজে সম্ভব হয় না।

আপনার কি ইংরেজি গ্রামারে দূর্বলতা রয়েছে? তাহলে আজই ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় জেনে নিন এবং ফ্রি কোর্সে গ্রামার শিখুন। এখানে বিস্তারিত জেনে নিন।

এজন্য শিক্ষার্থীদেরকে এই গ্রামারের উপর প্রাইভেট পড়তে হয়। অথবা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে গ্রামার বিষয়ে কোচিং করতে হয়।

আর যেহেতু বর্তমান সময় ডিজিটাল হয়েছে তাই বেশিরভাগ সময় এখন শিক্ষার্থীরা অনলাইনে কোর্স করে থাকে।

সেজন্য পিকটা দিক বিবেচনা করে আজকে আমি আপনাদের সাথে এই টপিকের মাধ্যমে আলোচনা করব কিভাবে ইংরেজি গ্রামার শেখা যায়।

এবং সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করার জন্য যে কৌশলগুলো রয়েছে সেগুলো কিভাবে অবলম্বন করবেন।

এছাড়াও ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় যতগুলো আছে সবগুলো আপনাদের সাথে আলোচনা করব।

আর সর্বশেষ বলব কিভাবে আপনি অনলাইনে ইংরেজি গ্রামার কোর্স করবেন। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে।

ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় জেনে নিন

ইংরেজি বা ইংরেজি গ্রামার হচ্ছে এমন একটা বিষয় যেটাতে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে থাকে। কিংবা বলা যায় এই গ্রামার এর জন্য তারা ইংরেজিতে অনেক কম মার্ক পায়।

কারণ ইংরেজিতে সবচেয়ে বেশি মার্কস হচ্ছে ইংরেজি গ্রামারে। আর যেহেতু শিক্ষার্থীরা গ্রামারের দুর্বল তাই তারা সহজে ভালো রেজাল্ট করতে পারে না।

বেশিরভাগ সময় দেখা যায় ইংরেজি প্রথম পত্র তে সহজেই ভালো নম্বর অর্জন করা যায়। বা সহজ কথা বলতে গেলে একটু পরিশ্রম করলেই ইংরেজি প্রথম পত্রে ভালো ফলাফল অর্জন করা যায়।

কিন্তু দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী এই গ্রামারের কারণে তাদের পরীক্ষা খারাপ করে।

কারণ গ্রামারে কিছুটা নিয়ম কানুন আছে যেটা অনেকে জানে না বা বেশিরভাগ সময় তারা অন্যান্য বিষয়ে ফোকাস করাতে গ্রামার অংশটা তাদের বাদ পড়ে যায়।

সেজন্য ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় গুলো আছে কিনা কিংবা থাকলে সেগুলো কি কি সে ব্যাপারে আজকে আলোচনা করতে আমি হাজির হয়ে গেছি।

এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় এর বেশিরভাগ ওয়েবপোস্টে কিভাবে গ্রামার শেখা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়।

কিন্তু আজকে আমি এখানে মূল আলোচনা করব কিভাবে একটি কোর্স করে ইংরেজি গ্রামারে প্রো হওয়া যায়।

তাও আবার এখনকার সময় সেই ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় এর কোর্স টি সম্পূর্ণ ফ্রি।

তাই আপনি কিভাবে ইংরেজি গ্রামার শিখতে পারেন অথবা ইংরেজি গ্রামার শর্টকাট টেকনিক গুলো ফলো করলে আপনি সহজে গ্রামার আয়ত্ত করতে পারবেন এই সকল কিছু সেই কোর্সটিতে রয়েছে।

তাই সহজ পদ্ধতিতে ইংরেজি গ্রামার শিক্ষা সম্পর্কে যেহেতু আপনি কোর্সটিতে জানতে পারবেন তাই আমি আপনাদেরকে কোর্সের লিংক দিয়ে দিব।

এবং এই পোস্টটিতে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় গুলো উল্লেখ না করে সরাসরি আপনাদেরকে কোর্সের লিংক দিয়ে দিলে আপনারা সেই কোর্সটি থেকে বিস্তারিত জানতে পারবেন।

কোর্সের মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় জানুন

আমার আপনার আশেপাশে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজি গ্রামার শেখার জন্য সেরকম ভালো কোন টিউশন খুঁজে পায় না।

আবার অনেকের দেখা যায় কোচিং সেন্টারে যাওয়ার মত সাধ্য থাকে না। তাই এমন সব অবস্থায় তাদের জন্য আজকে আমি একটি গ্রামার শেখার কোর্স এর সাজেশন দেবো।

যেখানে কোর্সটি হবে অনলাইনে এবং কোর্সটি কিনতে কোন প্রকার টাকা খরচ হবে না এটি সম্পূর্ণ ফ্রি কোর্স।

এটাও বলে রাখি যে এই কোর্সটি কোন আমার বা আমার পরিচিত কারো নয়। এবং আপনি এটা ধরে নিতে পারেন যে আমি এটার কোন প্রমোশন করছি না।

বরং কোর্সটি আপনাদের সবার পরিচিত। নিচে ইংরেজি গ্রামার শেখার কোর্স এর হেডলাই লাইনেনে আপনি তা জানতে পারবেন।

সাধারণত আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইংরেজি গ্রামার কিভাবে শিখব?

এমন প্রশ্ন করার কারণ হচ্ছে তারা ইংরেজি গ্রামার শেখার সেরকম কোন সঠিক গাইডলাইন পায় না।

এর পাশাপাশি তারা টিউশন এর জন্য ভালো কোন টিচার পায় না। আবার আগে যেমনটি বলেছি সবাই কোচিং সেন্টারে সেরকম ভালো মানের আয়ত্ত করতে পারে না। যার কারণ একবার উল্লেখ করেছে।

গ্রামার শেখার কোর্স

এখনো ইংরেজি গ্রামারে ভালো করার উপায় রয়েছে। তোমাদের মত শিক্ষার্থীদের হাতের কাছে যদি স্মার্টফোন থাকে কিংবা অনলাইন ব্যবস্থা থাকে তাহলে তোমরা অনলাইন থেকে একটা গ্রামার শেখার কোর্স কিনতে পারো যেটা সম্পূর্ণ ফ্রিতে।

এবং আজকের আলোচনার মূল টপিক অর্থাৎ ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় কোর্স, এই কোর্সটি রয়েছে তোমাদের এবং আমাদের পরিচিত টেন মিনিট স্কুলে।

এখন পর্যন্ত অনলাইনে কোর্স করার জন্য শিক্ষার্থীদের জন্য সেরা চয়েজ হিসেবে রয়েছে টেন মিনিট স্কুল।

যেখানে প্রশিক্ষিত টিচারদের মাধ্যমে কোর্স করানো হয়। এবং প্রতিটা কোয়ালিটি ফুল হয়ে থাকে।

ভালো অডিও রেকর্ড হয়ে থাকে এবং ভালো ভিডিও রেকর্ড হয়ে থাকে সেই সাথে ভালো টিচাররা তো রয়েছেই।

সেজন্য তোমরা চাইলে টেন মিনিট স্কুল থেকে গ্রামার শেখার কোর্স এনরোল করতে পারো যেটা এখন পর্যন্ত ফ্রি।

কোর্সটিতে যা যা রয়েছেঃ

o Parts of Speech
১ ভিডিও
 
o Noun
১২ ভিডিও
 
o Adjective
৩ ভিডিও
 
o Verb
১০ ভিডিও
 
o Articles
৭ ভিডিও
 
o Prepositions
৩ ভিডিও
 
o Sentence
১০ ভিডিও
 
o Tense
৬ ভিডিও
 
o Right Forms of Verbs
৪ ভিডিও
 
o Subject-Verb Agreement
৩ ভিডিও
 
o Transformation of Sentences
১৬ ভিডিও
 
o Voice Change
৮ ভিডিও
 
o Narration
৮ ভিডিও
 
o Pronoun
৭ ভিডিও
 
o Adverb
২ ভিডিও
 
o Modifiers & Connectors
৭ ভিডিও
 
o Punctuation
৫ ভিডিও
 
o Tag Question
৩ ভিডিও

গ্রামারের যা কিছু আছে তার সবকিছুই এ কোর্সে শেখানো হবে। মূলত এটা একটা পেইড কোর্স।

আর এখন বিশেষ অফারের মাধ্যমে কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে বেশিদিন এই কোর্সটি ফ্রি থাকবে না। তাই এখনই এই কোর্সটি এনরোল করতে নিচের লিংকে ক্লিক করুন।

ফ্রি গ্রামার কোর্স লিংক

কিভাবে ফ্রিতে কোর্সটি পাবেন?

ফ্রিতে এই কোর্সটি করার জন্য প্রথমে উপরে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এবং উপরে দেওয়ার লিংকটি হচ্ছে টেন মিনিট স্কুল এর ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় এর লিংক।

লিংক এবং লিংকটিতে ক্লিক করার পর আপনারা টেন মিনিট স্কুল এর ওয়েবসাইটে পৌঁছে যাবেন।

যদি আপনাদের কারো টেন মিনিট স্কুল এর অ্যাপস ইন্সটল করা থাকে তাহলে আপনার অ্যাপসটি ওপেন হবে।

এবং কোর্সটি ওপেন হবার পর কোর্সের সকল বিবরণ সেখানে পেয়ে যাবেন। সাধারণত এখন অফার চলাকালীন অবস্থায় আপনি চেক করলে কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন।

এবং “কোর্সটি কিনুন” বাটনে ক্লিক করে আপনি কোর্সটি এনরোল করতে পারবেন।

কিভাবে কোর্সটি করবো?

আপনার যখন ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়ে কোর্সটি কেনা হয়ে যাবে তখন আপনি আপনার একাউন্টে কোর্স সমূহ-তে পেয়ে যাবেন।

আর যারা এর আগেও টেন মিনিট স্কুল থেকে কোর্স কিনেছেন তাদের সেই কোর্সের লিস্টের নিচে এই কোর্সটি পেয়ে যাবেন।

কোর্সটি করার জন্য আপনি যখন কোর্সটি ওপেন করবেন তখন আপনি একটি সিলেবাস পেয়ে যাবেন।

এবং আপনার একাডেমিক বয়স যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেমের আলাদা করে লেকচার আপলোড করা আছে।

আপনি যখন তখন যেখানে সেখানে এই কোর্সটি করতে পারবেন। এবং আগেও যেমনটি বলেছি এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আপনি সহজে ইংরেজি গ্রামার শিখতে পারবেন।

সেরা মানের বিকল্প কোর্স

যারা আরও ভালো মানের কোর্স করে গ্রামার শিখতে চায় তাদের জন্য বিকল্প একটি কোর্স রয়েছে। যেখানে সেরা শিক্ষক দ্বারা কোর্সটি তৈরি করা হয়েছে।

যেটাতে আগের ফ্রি কোর্সের তুলনায় ভালো কিছু প্রত্যাশা করা যায়।

ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় - ফ্রি কোর্সে গ্রামার শিখুন

কোর্সটির লিংক

FAQ: ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়

১. ইংরেজি গ্রামার শেখা কি সহজ?

ইংরেজি গ্রামার শেখা খুবই সসহজ। শৃুধু মাত্র গ্রামারের প্রতি আগ্রহ এবং ইচ্ছা থাকতে হবে। তাহলেই আপনি সহজেই গ্রামার শিখতে পারবেন। তাছাড়া এখানেও গ্রামার শেখার গাইডলাইন দেয়া আছে।

২. ইংরেজি গ্রামার কিভাবে শিখব

ইংরেজি গ্রামার শিখতে হলে গ্রামারের রুলস গুলো জানতে হবে। রুলস জানার জন্য অনলাইন কোর্স আছে। আর নইলে ভালো একজন টিউটর দেখতে পারেন।

৩. বেসিক গ্রামার কি কি?

এখানে উল্লেখ করার গ্রামার শেখার কোর্সটি ফলো করলে সকল বেসিক গ্রামার সম্পর্কে জানতে পারবেন। এখানে কোর্সটি একদম ফ্রি!

শেষ কথাঃ

বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষার্থীর ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় জানা না থাকায় তারা গ্রামারে ভালো রেজাল্ট করতে পারে না।

যারা গ্রামারে দুর্বল রয়েছে তাদের গ্রামারের দুর্বলতা কাটানোর জন্য ইংরেজি নাম আর শেখার সহজ উপায় এর একটি ফ্রি কোর্স করতে পারেন।

যেটা টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে অফার করছে। তাই সময় থাকতে আজই ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় ফ্রি কোর্স এনরোল করে নিন।

আরওঃ