অনলাইনে কেনাকাটা করার জন্য সেরা কিছু প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আলি এক্সপ্রেস। কিন্তু বাংলাদেশে অনলাইনে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম একটু ঝামেলার।

তবে, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করবেন। তাই এখানে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম সম্পর্কে জেনে নিন।
প্রথমত, আলি এক্সপ্রেস বাংলাদেশি নয়। তাই আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম একটু ভিন্ন। তবে, বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস এর পন্য কেনা যায়।
আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম সংক্রান্ত সমস্যা।
যেহেতু, আলি এক্সপ্রেস বিদেশি একটি প্রতিষ্ঠান তাই এখানে আমাদের দেশের মানে বাংলাদেশি টাকা দিয়ে কোনো পন্য কেনা যাবে না।
কিনতে হলেও সেখানে ডলারের প্রয়োজন। তবে, আপনার যদি ডলার নাও থাকে তাহলেও কিনতে পারবেন।
আলি এক্সপ্রেস এর আরেকটি সমস্যা হলো ডেলিভারি নেয়াতে। কেউ যদি ভুল ঠিকানা দেয়, বা ঠিকানা দেয়ার সময় ভূল হয় তবে, ডেলিভারি না পাওয়ার সম্ভাবনাই বেশি।
যেহেতু এটি চায়নার একটি প্রতিষ্ঠান তাই এখানে অর্ডার করলে তা হাতে পেতে সময়ও একটু বেশি লাগে।
আপনি যদি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে চান তবে, আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম, তাহলে চলুন জেনে নেয়া যাক।
আলি এক্সপ্রেস থেকে কি কি কেনা যাবে?
যেহেতু আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করা মানে অন্য দেশ থেকেই কেনাকাট করা। এখন কথা হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন তখন একটা প্রসেস তৈরি হয়।
যেমন, আপনি প্রোডাক্টটি আলি এক্সপ্রেস থেকে কিনলেন। তাহলে তারা নিশ্চয়ই আমাদের দেশে পাঠাবে।
এখন, তারা কিভাবে পাঠাবে সে ব্যাপারেও একটু নজর দেয়া যাক। ধরুন, আপনি আলি এক্সপ্রেস থেকে একটা গ্লাস অর্ডার করলেন।
আপনার কি মনে হয় যে, এটা আপনি সুন্দরভাবে হাতে পাবেন। একটু বুঝিয়ে বলি। আপনি যখন গ্লাসটি অর্ডার করলেন তখন, যদি সেটা কুরিয়ারে আসে তবে,
গ্লাসটিকে কোনো প্যকেট করে তারপের কুরিয়ারের নিজস্ব গাড়িতে করে পাঠাবে। তখন সেই গাড়িটি দেশে আসতে আসতে আপনার প্রোডাক্ট বা গ্লাসটি ভেঙ্গে যাবে।
আবার, যদি একট মোবাইলের কথা বলি তাহলে আপনি মোবাইলটি অর্ডার করলেন। আপনার হাতেও পেলেন।
কিন্তু যেই মডেল বা যেই কালারের ফোনটি অর্ডার করলেন, তখন সেই কালারের মোবাইলটি পেলেন না।
এমন অবস্থায় আপনি তো আর মোবাইলটি ফেরত দিয়ে পছন্দেরটা আর রিটার্ন করতে পারবেন না। আবার কাস্টম চার্জও অনেক বেশি হয়ে থাকতে পারে।
তাই আমার সাজেশন থাকবে এমন প্রোডাক্ট অর্ডার করবেন যেটাতে কোনো প্রকার ঝামেলার মনে হবে না।
এবং আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা জন্য সর্বপ্রথম আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা।
আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম
একেবারে সহজেই আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন। আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম এর মধ্যে প্রথম হচ্ছে ভিজিট করা।
মানে আপনি আলি এক্সপ্রেসের ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে। তবে, আপনি মোবাইল অ্যাপ থেকে কেনাকাটা করলেই ভালো হবে।
তারপরে রয়েছে টাকা বা ডলারের ব্যাপারটা। আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে হলে অবশ্যই ডলারের প্রয়োজন।
কিন্তু, আমাদের দেশে ডলারের ব্যবস্থা করতে হলে আপনার প্রয়োজন ডুয়েল কারেন্সি কার্ড।
তবে, এই কার্ড নিতে হলে প্রয়োজন একটা পাসপোর্ট। এটা খুবই জামেলার। তাই আপনি চাইলেই এই কার্ড নিতে পারবেন না।
এমন অবস্থায় আপনি থার্ড পার্টির মাধ্যমে টাকা দিয়ে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন।
এবং কিভাবে টাকা দিয়ে আলি এক্সপ্রেস থেকে কিনবেন তার বিস্তারিত আরেকটু পরেই আলোচনা করব।
একাউন্ট খুলুন আলি এক্সপ্রেস এর মোবাইল অ্যাপে।
আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম এর প্রতম ধাপ হলো আলি এক্সপ্রেস মোবাইল অ্যাপে একটা একাউন্ট খোলা।
তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে আলি এক্সপ্রেস লিখে সার্চ দিয়েই পেয়ে যাবেন আলি এক্সপ্রেস মোবাইল অ্যাপটি। ((অ্যাপ লিংক) ☑
মোবাইল অ্যাপটি ওপেন করার পর আলি এক্সপ্রেস একাউন্ট খুলে নিবেন। তার জন্য আলি এক্সপ্রেস মোবাইল অ্যাপের নিচে মেনুটি দেখবেন।
সেখানে নিচে ডানপাশে একাউন্ট নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করবেন। তারপর উপরে সাইন ইন অপশনটি পেয়ে যাবেন।
সাইন ইন এ ক্লিক করার পর অনেকগুলো সাইন ইন অপশন পেয়ে যাবেন। যেমন: গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি।
আর একটু নিচেই মোর অপশন পেয়ে যাবেন। এটা তখনই করবেন যখন আপনার আগে থেকেই একাউন্ট আছে।
যাইহোক, আপনি চাইলে যেকোনো পদ্ধতিতে লগইন করতে পারবেন।
যদি আপনার ইমেইলটি প্রাইমারি হয় তবে, ইমেইল দিয়েই খুলবেন।
এটা সম্পূর্ন আপনার ব্যাপার। তাই একাউন্ট খুলতে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা নয়।
আসলে একাউন্ট খোলা কিংবা কিছুর অর্ডার করা কোনা ঝামেলারই না। আসল ঝামেলা হলো পেমেন্ট এ।
আলি এক্সপ্রেস এর একাউন্ট সেটিং
তবে, একাউন্ট এর ক্ষেত্রে একটু ঝামেলা হয় সেটা হলো, আপনি যখন একাউন্টটি ওপেন করেন বা খোলেন তখন,
আপনার প্রোফাইলের একটু উপরে অ্যামেরিকান পতাকা থাকবে। সেটাতে ক্লিক করবেন।
এবং আপনার শিপিং এড্রেসটি পরিবর্তন করে নিবেন।
এর কারন হলো আপনি বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনবেন, তাই এখানে বাংলাদেশের শিপিং এড্রেসটি দিবেন।
নইলে আপনার প্রোডাক্টটি কখনই হাতে পাবেন না। আশা করি একাউন্ট এর পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন।
এবং সেখানে শুধু দেশটি সিলেক্ট করবেন। তারপরে অটো ভাবে আপনার অ্যাপের ভাষা পরিবর্তন হয়ে যাবে।
আর কারেন্সিটা আপনি পরিবর্তন করতে চাইলেও তা পারবেন না।
যার কারন হলো আলি এক্সপ্রেস এখনো বাংলা কারেন্সি বা টাকা সাপোর্ট করে না।
আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনুন সুবিধা দেখে।
কেনাকাটার জন্য আলি এক্সপ্রেস এ আপনার পছন্দের প্রোডাক্টটি নির্বাচন করবেন।
এবং আমি যেমনটি বলেছি যে, এমন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না যেটাতে আপনার লস হতে পারে।
অর্ডার করার পূর্বে সুবিধার ক্ষেত্রে প্রোডাক্টটির রিভিউ দেখে নিবেন। সেই সাথে প্রোডাক্টটির রেটিং ও দেখে নিবেন।
আর, আপনার খরচ কমানোর জন্য নির্বাচন করা প্রোডাক্টটিতে দেখবেন যে, ফ্রি শিপিং দেয় কিনা?
যদি, ফ্রি শিপিং থাকে তবে, আপনার প্রোডাক্ট এর কোনো শিপিং খরচ লাগবে না।
মানে প্রোডাক্টটি তারা আপনার হাতে পৌছে দিবে, কিন্তু ডেলিভারি খরচ লাগবে না।
শুধু অর্ডার করা প্রোডাক্ট এর নির্ধারিত খরচ লাগবে। তাই আপনি চাইলে ফ্রি শিপিং করে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারেন।
আলি এক্সপ্রেস পেমেন্ট মেথড।
আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেমেন্ট মেথড।
আমরা সবাই জানি যে, আলি এক্সপ্রেসে টাকা দিয়ে কিছু কেনা যায় না।
কিছু কিনতে হলে লাগে ডলার।আবার আমাদের দেশে ডলার ব্যবস্থা করা খুবই কষ্টকর।
ডলারের মধ্যেও একটু ঝামেলা আছে। আলি এক্সপ্রেস সব মেথড থেকে পেমেন্ট গ্রহন তরে না।
যেমন ডলার সাপোর্টেড অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাদের মধ্যে রয়েছে পেপাল, পেওনিয়ার, আরও অনেক পেমেন্ট মেথড আছে।
এগুলোর কোনোটাই আলি এক্সপ্রেস সাপোর্ট করে না। বা কোনোটার পেমেন্ট গ্রহন করে না। আলি এক্সপ্রেস শুধুমাত্র দুইটা পেমেন্ট মেথড থেকে পেমেন্ট নেয়।
সেটা হলো ক্রেডিট কার্ড এবং ওয়েবমানি। এখন, আমাদের দেশে ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা রয়েছে।
তাই আমাদের জন্য ক্রেডিট কার্ড নেয়া অনেক কষ্টসাধ্য।
বলতে গেলে ক্রেডিট কার্ডের যে পরিমান খরচ তাতে তেমন কেউ ক্রেডিট কার্ড নেয় না।
আর ক্রেডিট কার্ডও হতে হবে ডুয়েল কারেন্সির।
আমাদের দেশিয় টাকার ক্রেডিট কার্ডগুলো দিয়ে আলি এক্সপ্রেস এর পেমেন্ট করা যাবে না।
এইদিকে ওয়েবমানিও আমাদের দেশে সচরাচর নেই। তাই আলি এক্সপ্রেস ও আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন না।
আর পেমেন্ট করতে না পারলে তো কিছু কিনতেও পারবেন না।
এমন অবস্থায় শুধুমাত্র থার্ডপার্টির মাধ্যমেই আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন।
আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করুন থার্ডপার্টির মাধ্যমে।
আপনার যদি ডলার নাও থাকে তাহলেও আপনি আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন।
তার জন্য কোনো থার্ডপার্টির সহায়তা নিতে হবে।
থার্ডপার্টি হলো তারা, যারা মধ্যস্থকারী হিসেবে আপনার প্রোডাক্টাট কিনতে সহায়তা করবে। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি।
আপনার তো কোনো ডলার নেই বা কোনো কার্ডও নেই। তাই আপনি সহজে প্রোডাক্টটি কিনতে পারবেন না।
কিন্তু আপনি চাইছেন যে, অন্য কেউ আপনাকে প্রোডাক্টটি কিনে দিক তার কার্ড দিয়ে।
এখন যে আপনাকে প্রোডাক্টটি কিনে দিবে তাকেই থার্ডপার্টি বলা হয়।
এরকম অনেক লোককে দেখা যায়, যারা আপনাকে প্রোডাক্ট কিনে দিবে।
এদেরকে আপনি ফেসবুকে বেশি পাবেন। তাই আপনি চাইলে তাদের মাধ্যমেও আপনার প্রোডাক্টটি কিনতে পারেন।
এখানে সমস্যা যেটা হয় সেটা হলো বিশ্বাস করা। আসলে তাদেরকে বিশ্বাস করা একটু মুশকিল।
যার কারন হলো এরা সম্পূর্ন অপরিচিত। তাই আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে কোনো সমস্যা নেই।
আর, থার্ড পার্টির মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম খুবই সহজ। আপনি শুধু আপনার নাম ঠিকানা দিলেই হবে।
এবং যে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্ট কোড। আরো ভালো হয় যদি আপনি তাদের সাথে খোলাখুলি ভাবে কথা বলেন।
প্রশ্ন: aliexpress bangladesh আছে কিনা?
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আলি এক্সপ্রেস আছে কিনা?
আসলে আলি এক্সপ্রেস বাংলাদেশ এখনো অফিশিয়াল ভাবে কোনো কার্যক্রম শুরু করেনি।
যখনই aliexpress bangladesh তাদের শাখা তৈরি করবে কিংবা বাংলাদেশে কার্যক্রম শুরু করবে।
তখন আমরা আমাদের পোষ্টটি আপডেট করে দেব।
এবং বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করলে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম অনেক সহজ হয়ে যাবে।
FAQ – আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম
বাংলাদেশ থেকে সরাসসরি আলি এক্সপ্রেসের কোনো প্রোডাক্ট কেনা না গেলেও বাংলাদেশ থেকে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা আপনার হয়ে প্রোডাাক্ট কিনে আপনার কাছে প্রোডাক্ট ডেলিভারি করে দিবে।
শেষ কথা:
এখানে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি থার্ডপার্টির মাধ্যমে কিনতে চান তবে,
তাদের সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখবেন। আর কেউ তাদের থেকে কিনেছে কিনা ইত্যাদি বিষয়গুলো।
আর আজকের ব্লগ মানে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম, আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ;