আজকের নামাজের সময়সূচী ২০২৩ – রিয়েল টাইম নামাজের সময়সূচী

আজকে কখন কোন ওয়াক্তের নামাজের সময় হবে তা জানার জন্য রিয়েল টাইম আজকের নামাজের সময়সূচী দেখে নিন।

রিয়েল টাইম মানে হল ঠিক আজকে ফজরের সময় কখন শুরু হবে কিংবা জোহর থেকে শুরু করে আসর মাগরিব এশার নামাজ কখন শুরু হবে তারা সব কিছুর সঠিক সময়টাকে রিয়েল টাইম বোঝানো হয়েছে।

আজকের নামাজের সময়সূচী ২০২৩ - রিয়েল টাইম নামাজের সময়সূচী

আমরা এক জেলা থেকে অন্য জেলা কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে স্বাভাবিক ভাবেই সেখানকার নামাজের সময় মিলবে না।

তাই এটা নিয়ে অনেক জামেলায় পড়তে হয়। তাই আপনাদের বলবো আজকের নামাজের সময়সূচী (namajer somoy suchi) এবং সঠিক সময়।

কখন থেকে ওয়াক্ত শুরু কিংবা কখন ওয়াক্ত শেষ এই সবকিছু। আরও থাকছে সূর্যদয় এবং সূর্যাস্ত এর সময়। চলুন জেনে নেয়া যাক।

আজকের নামাজের সময়সূচী

আমরা সবাই জানি যে নামাজের সময়টা সবসময় একই টাইমে থাকে না। যেমন কখনো মাগরিবের নামাজ হয় ৭ টায়। আবার কখনো ৫ টায়।

যেহেতু নামাজের সময়টা ব্যতিক্রমী হয়ে যায় তাই সঠিক সময়ে সঠিক আপডেট জানাটা খুবই গুরুত্বপূর্ণ।

যেমন: আজকের ফরজের নামাজের সময় ৩.৪৬ এ। এবং সূর্যোদয় ৫.১১ তে। এই সময় কিন্তু এক রকমভাবে থাকবে না।

তাই প্রতিবার প্রতি ওয়াক্ত নামাজের সঠিক সময় জানার জন্য এই পোস্টটি আপনার খুবই কাজে লাগবে।

মুসলমান হিসেবে সর্বপ্রথম ফরজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।

যে ব্যক্তি নামাজের ওয়াক্তের সময়ের সাথে সাথে নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব। [হাদিস] তাই নামাজের গুরুত্বের সাথে সাথে সময়েরও গুরুত্বও রয়েছে।

কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই সময়ের সাথে সাথে জামাতে নামাজে আদায় করি না।

তাই কারো যাতে সঠিক সময় না জানার কারনে নামাজ যাতে মিস না হয়।

তাই আপনাদের কাছে নামাজের সময় পৌছে দিতে আজকের ব্লগটি।

আমাদের দেশে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে একসময়ে নামাজের ওয়াক্ত শুরু হয় না।

প্রতিটা জেলাতে ৫ থেকে ১০ মিনিট ব্যবধানে কোন জেলাতে আগে কিংবা কোন জেলাতে পড়ে নামাজের ওয়াক্ত শুরু হয়।

তাই এমন অবস্থায় একসাথে বাংলাদেশ আজকের নামাজের সময়সূচী সবাইকে জানানো সম্ভব নয়।

আজকের নামাজের সময়সূচীতে থাকছে ঢাকার আজকের নামাজের সময়সূচী। তাহলে চলুন জেনে নিই ঢাকা সহ আশেপাশে এলাকার নামাজের সময়সূচী।

এখানে আজকের তারিখ এবং লোকেশন সহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী দেখতে পাচ্ছেন।

এবং কততম জুমা কোন জায়গায় অনুষ্ঠিত হবে তাও সবই দেখতে পাচ্ছেন। তবে জুমার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের দেশের নয়।

তবে আপনি এখানে সহজেই দেখতে পাচ্ছেন যে ঠিক কখন নামাজের ওয়াক্ত শুরু হচ্ছে।

এখানে অনেকে অবাক হতে পারেন যে আপনি ফজর কিংবা জোহরের নামাজ পড়ছেন একসময় কিন্তু এখানে দেখাচ্ছে আরেক সময়।

আসলে এখানে যখন নামাজের ওয়াক্ত শুরু হয় তখনকার সময় দেখাচ্ছে। যেমন আজকে ফজরের নামাজ শুরু হয়েছে ৫ টা ২৪মিনিটে।

কিন্তু আপনি মসজিদে গিয়ে জামাত ধরলে হয়তো আরো পরে নামাজ দাঁড়াবে। তাই এখানে কেউ কনফিউশন হবেন না।

salat time dhaka

এই মুহূর্তে ৬৪ জেলার সালাত টাইম একসাথে কভার করা সম্ভব নয়। সেজন্য আমরা বর্তমানে salat time dhaka কভার করেছি।

যেখানে ঢাকায় আজকে ফজরের নামাজ কয়টায় কিংবা সূর্য ওঠার সময় সহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় কভার করেছি।

অর্থাৎ ঢাকা এবং তার আশেপাশের মানুষজনের জন্য আজকের এই পুরো পোস্টটি।

যেখানে ঢাকা অবস্থানরত একজন মানুষ সহজে আজকের পাঁচ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে সালাতের নিষিদ্ধ সময় সম্পর্কেও জানতে পারবে।

তাছাড়া জনবল শহর হিসেবে ঢাকাতে মানুষজন কাজের চাপে অনেক রাতে ঘুমায়। বলে তারা সকালে তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ কয়টায় তা জানতে চায়।

সেজন্য রিয়েল টাইম নামাজের আপডেট সহ salat time dhaka এর পাঁচ ওয়াক্ত নামাজের সকল তথ্য দেওয়া আছে।

আজকের ফজরের নামাজ কয়টায়

দিনের শুরুর নামাজ হলো ফজর নামাজ। এই ফজর এবং ইশার নামাজের ফজিলত অনেক বেশি। তাই ফজরের নামাজের কথা বার বার উল্লেখ হচ্ছে।

fajr time dhaka

আজকের নামাজের সময়সূচীতে ঢাকায় ফজরের ওয়াক্ত শুরু হয় জানুয়ারি মাসের ১ তারিখ ৫.২৪ তে। এবং এর মধ্যে কোনো কোনো এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে ফজরের আজান হয়ে থাকে।

আমি আগেও একবার বলেছি এখনও বলছি এখানে ৫ টা ২৪ এ ফজরের ওয়াক্তের সময় শুরু হয়।

মানে আপনি এই সময় থেকে শুরু করে ফজরের নামাজ পড়তে পারবেন। তবে ঠিক এ সময় পড়তে হবে এমনটা নয়।

এখানে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে এমন সময় থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়ে থাকে।

এবং শেষ হওয়া পর্যন্ত যেকোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন। তবে আমার মতে ওয়াক্ত শুরু হওয়ার পরপরই যত দ্রুত সম্ভব নামাজ আদায় করে নেওয়া।

আবার ঢাকা আজকের নামাজের সময়সূচি ‘তে কখন ফজরের নামাজ শুরু হয় তা যেমন দেওয়া আছে তেমনি কখন সূর্য ওঠে তাও দেওয়া আছে।

সূর্য উঠার সময় – আজকের ফজরের নামাজের শেষ সময় কত?

ফজরের নামাজের সাথে সূর্য ওঠার সময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভোর বেলায় সূর্যের লাল আভা দেখার আগ পর্যন্ত নামাজের সময় থাকে।

তাই কেউ যদি দেরিতে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়তে চায় তখন তার জন্য সূর্য ওঠার সময় জানা খুবই গুরুত্বপূর্ণ।

এখানে উপরে লাইভ নামাজের সময় দেওয়া আছে। সেখানে ফজরের নামাজের সময়ের নিচেই সূর্য ওঠার সময় উল্লেখ করা আছে।

যে তো সব সময় একই সময়ে সূর্য ওঠে না তাই আমি এখানে নির্দিষ্ট সময় উল্লেখ করিনি। তবে সেখানে নামাজের সময়সূচিতে আপনি সঠিক সময়ের আপডেট পাবেন।

ফজর নামাজ কয় রাকাত

আসলে এই কথাটা তেমন যুক্তিসঙ্গত না। কারণ ফজর নামাজ কয় রাকাত এটা আমরা সবাই জানি। কিন্তু না জানাটাও স্বাভাবিক।

ফজরের নামাজ কয় রাকাত তা জেনে নিন। ফজর নামাজ ৪ রাকাত। যার মধ্যে দুই রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত

জোহর নামাজের সময়সূচী

দিনের মাঝের নামাজ হলো জোহরের নামাজ। এই সময় মানুষের কাজ-কর্ম থাকার কারনে নামাজ পড়ার সময় হয়ে ওঠে না। যেমন কেউ কাজ ছেড়ে আসতে দেরি করে।

তারপর বাসায় গিয়ে বিশ্রাম করা তারপর গোসল করা। এমন সময় জোহর নামাজ সময়মতা আদায় করা অনেক কষ্টের হয়ে যায়।

এই সময়গুলোতে নামাজের সময় মেনটেইন করার কিছু কৌশল হলো দুপুর ১২.০০ – ১২.৩০ এর মধ্যে কাজ শেষ করা বা বিরতি নেয়া।

তাহলে নামাজের জন্য সময় করে নিতে পারবেন। তাই জেনে নিন জোহর নামাজের সময়সূচী।

জানুয়ারি মাসের শুরুতে ঢাকায় জোহর নামাজের ওয়াক্ত শুরু হয় ১২:০৯ এ।

উপরের উল্লেখিত জোহরের নামাজের সময়সূচীতে সময়গুলো ছিলো নামাজের ওয়াক্ত শুরুর সময়।

মানে এর সময় থেকে শুরু করে শেষ সময়ের মধ্যে যেকোনো সময় জোহরের নামাজ পড়ে নিতে হবে।

আজকের আসরের নামাজের ওয়াক্ত

দিনের এক তৃতীয়াংশে শুরু হয় আসরের নামাজ বা ওয়াক্ত। এই ওয়াক্তের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অন্য যে কোনো ইবাদত নিষিদ্ধ। যেমন নফল ইবাদত।

ফজর নামাজের পর সবচেয়ে বেশি বার আসরের নামাজ নিয়ে গুগলে সার্চ হয়ে থাকে। মানে আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এমনটা নিয়ে।

অনেকের আসরের সময় কাজ কিংবা অফিস শেষ হয়। আবার কেউ কেউ এ সময় বাসা থেকে বের হয়।

সব মিলিয়ে আসরের নামাজের ওয়াক্ত সম্পর্কে জানার এসব কারণ থাকতে পারে। তাই আপনি সেখানেও রিয়েল টাইম আজকের আসরের নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতে পারবেন।

মাগরিবের নামাজের সময়

আজকের এই দিন ছোট হচ্ছে কিংবা বড় হচ্ছে কিনা তা বুঝা যায় মাগরিবের নামাজের সময় এর মধ্য দিয়ে।

এমন কি দিনের সমাপ্তি ঘটে এই মাগরিবের নামাজের সময় দিয়ে। তবে আমাদের দেশে আসরের নামাজের চেয়েও মাগরিবের নামাজে মুসল্লী বেশি হয়ে থাকে।

বেশিরভাগ সময় এটার কারণ হয় সন্ধ্যায় অনেকে বাসা বাড়ি থেকে বের হয় আবার কেউ কেউ সন্ধ্যার সময় বাসা বাড়িতে প্রবেশ করে।

তাই এসব কল কারণে মাগরিবের নামাজ বেশিরভাগ মানুষের আদায় হয়ে থাকে।

কিন্তু তারপরও মাগরিবের নামাজের সময় কখন অনুষ্ঠিত হয় এটাও মানুষের তেমন একটা জানা থাকে না।

আসলে এখানে জানা থাকা কিংবা না থাকার মূল ব্যাপার হচ্ছে দিন ছোট কিংবা বড় হওয়ার কারণ।

তাই আপনার যদি মাগরিবের নামাজের সময় জানা না থাকে কিংবা সঠিক সময় যদি জানতে চান তাহলে উপরে আজকের নামাজের সময়সূচীতে দেখতে পারবেন।

ইশার নামাজের সময়সূচী

দিনের সর্বশেষ নামাজ হলো ইশার নামাজ। আমি আগেই বলেছি যে ফজর এবং এশার নামাজের ফজিলত বা গুরুত্ব অনেক বেশি।

শীত মৌসুমে বেশিরভাগ সময় এশার নামাজের সময় নিয়ে অনেক কনফিউশন থাকে।

একেবারে ছয়টা এবং সাতটার ভিতরে এশার নামাজ প্রায় শেষ হয়ে যেতে দেখা যায়।

তাই সঠিক সময় এবং রিয়াল টাইম এশার নামাজের সময়সূচী জানতে হলে আজকের নামাজের সময়সূচির তালিকায় দেখে নিন।

শেষ কথা:

আজকের নামাজের সময়সূচী Namajer somoy suchi 2022 এ ঢাকা জেলার পুরো মাসের নামাজের সময় দেখে নিন।

মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। তাই নামাজের প্রতি মনোযোগী হন।

প্রতিটা নামাজই যেমন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এই নামাজগুলোর গুরুত্ব রয়েছে।

ব্লগে আজকের নামাজের সময়সূচীতে কোনো প্রকার ভূল হলে সাথে সাথে কমেন্ট করে জানাবেন।

আজ এই পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *