আজকের টাকার রেট কত – কিভাবে জানবেন?

Home » আজকের টাকার রেট » আজকের টাকার রেট কত

রিয়েল টাইম টাকার রেট দেখলেই বলা যায় যে আজকের টাকার রেট কত ? এবং কোন দেশের কারেন্সিতে বাংলাদেশের আজকের টাকার রেট কত?

তাই কিভাবে সঠিক সময়ে যেকোন দেশের কারেন্সি থেকে বাংলাদেশি টাকার কত টাকা হবে তা জানার একটা গোপন ট্রিক্সস রয়েছে।

সেই ট্রিক্সটি কে কাজে লাগিয়ে আপনি আজকের যে কোন দেশের ডলার, ইউরো কিংবা রিয়াল যাইহোক তার রেট বাংলাদেশে কত হবে তা সহজে জানতে পারবেন।

আজকের টাকার রেট কত

আপনি কি টাকার মান দেখতে চন? আজকের টাকার রেট কত তা কিভাবে দেখবেন তার বিস্তারিত গাইডলাইন দেয়া আছে।

সৌদি-আরব, মালয়েশিয়া, ওমান, কাতার, মালদ্বীপ, দুবাই, সিঙ্গাপুর, আবুধাবি, কুয়েত, বাহরাইন সহ সকল দেশের টাকার রেট সহজেই বের করতে পারবেন।

এবং যেকোন দেশের আজকের টাকার রেট কত তা নির্ণয় করার জন্য আমি অনেকগুলো লিংক তৈরি করেছি।

আপনারা যে দেশের আজকের বাংলাদেশের টাকার রেট জানতে চান সেই দেশের লিংক এর উপর ক্লিক করলেই (real-time) আজকের টাকার রেট দেখতে পাবেন।

আর আমি রিপোর্টগুলো তৈরি করেছি গুগোল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে। সেখানে প্রতিটা দেশের real-time কারেন্সির বাংলাদেশি টাকার রেট করা আছে।

  • অনলাইনে আয় করার সহজ উপায়

আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে আজকের টাকার রেট দেওয়া আছে।

কিন্তু অধিকাংশ সাইটে আপডেট কারেন্সির রিপোর্ট থাকে না। তাই আজকে আপনি সম্পূর্ণ ভিন্ন ভাবে আজকের টাকার রেট তুলে ধরবো।

এবং সেইসাথে বলব কিভাবে আপনারা সারা বিশ্বের যে কোন দেশের কারেন্সির দাম বাংলাদেশে কত তা কিভাবে জানবেন।

তাই আশা করা যায় আজকের পুরো ব্লগটি আপনাদের অনেক উপকারে আসবে। এবং রিয়ের টাইম আজকের টাকার রেট জানার জন্য এই পোস্টটিকে বুকমার্ক করে রাখুন।

আজকের টাকার রেট কত – সম্পূর্ণ তালিকা

বিশ্বের যেকোন দেশে বাংলাদেশী টাকা আজকের রেট কত তা নিচে উল্লেখ করা হয়েছে। সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে আজকের টাকার রেট কত তা দেয়া থাকলেও তা রিয়েল টাইম হয় না।

এর অনেকগুলো কারণ হতে পারে। একটি প্রধান এবং মূল কারন হচ্ছে প্রতিদিন পোস্ট আপডেট করা হয় না।

কিন্তু আজকে আমি আপনাদেরকে যে তালিকা দেখাবো সেখানে অটোমেটিক্যালি আপডেট টাকার রেট পাওয়া যায়।

তাই আপনি নিশ্চিন্তে বাংলাদেশি আজকের টাকার রেট কত তা দেখে নিতে পারেন। নিচে তালিকা দেয়া হয়েছে।

  • সৌদি টাকার রেট
  • মালয়েশিয়া টাকার রেট
  • সিঙ্গাপুর টাকার রেট
  • ওমান টাকার রেট
  • কাতার টাকার রেট
  • দুবাই টাকার রেট
  • আবুধাবি টাকার রেট
  • বাহরাইন টাকার রেট
  • ফ্রান্স টাকার রেট
  • ক্রোয়েশিয়া টাকার রেট
  • ইতালি টাকার রেট

এখানে সহজেই প্রতিটা দেশের টাকার রেট জানতে পারবেন। উল্লেখ করা দেশগুলোর টাকার রেট যেভাবে জানবেনঃ

এখানে উল্লেখ করা দেশগুলোর টাকার রেট জানার জন্য প্রথমে আপনি যে দেশের টাকার রেট জানতে চান সেই দেশ এবং টাকার রেট লেখাটিতে ক্লিক করুন।

তাহলে আপনাকে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং সে দেশের টাকার রেট বাংলাদেশে যত টাকা হয় তা সহজেই দেখতে পারবেন।

নোটঃ আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সে ওয়েবসাইটটি গুগোল কর্তৃক পরিচালিত গুগল ফিনান্সিয়াল সার্ভিস।

সেখানে কিছুটা নিশ্চয়তার সাথে আজকের টাকার রেট কত তা দেখতে পাবেন। কিন্তু, সেই টাকার রেট ব্যাংকের সাথে রাও মিলতে পারে।

তাই আপনি যদি দেশে টাকা পাটাতে চান তাহলে সেখানে দেখা টাকার মানের পাশাপাশি ব্যাংকের টাকার মানও দেখে নিবেন।

সকল দেশের টাকার রেট

গুগলের ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সহজেই সকল দেশের টাকার রেট জানতে পারবেন। শুধুমাত্র আকার রেট-ই নয় বিটকয়েন এবং বিটকয়েনের মত যত কারেন্সি আছে সকল কারেন্সির রেট জানতে পারবেন।

তাই কিভাবে গুগল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সকল দেশের টাকার রেট জানবেন তা নিচে উল্লেখ করা হলো।

  • প্রথমে গুগল ফাইন্যান্সিয়াল সাইটে প্রবেশ করুন
  • এরপর (Search for stocks, ETFs and more) এ ক্লিক করুন।
  • তখন সার্চ করার জন্য একটা সার্চ বক্স ওপেন হবে
  • এবার আপনি যে কারেন্সির আজকের টাকার রেট জানতে চান তা লিখুন
  • যেমনঃ USD to BDT লিখলে আজকের ১ ডলার বাংলাদেশী কত টাকা তা জানতে পারবেন।

আর, এভাবেই আপনি সকল দেশের টাকার রেট জানতে পারবেন। শুধুমাত্র যে দেশের কারেন্সির রেট জানতে চাইবেন সে দেশের কারেন্সির সংক্ষিপ্ত রুপটি জেনে নিন।

এক্ষেত্রে আমি নিচে কিছু দেশের কারেন্সির সংক্ষিপ্ত রুপ দিয়ে দিয়েছি। আপনি যে কারেন্সির রেট জানতে চান তা নিচে দেয়া না থাকলে গুগলে সার্চ করে জেনে নিন।

গুগলে সার্চ করার ক্ষেত্রে “যে দেশের কারেন্সি জানতে চান সেই দেশ + মুদ্রার নাম কি” যেমনঃ সিঙ্গাপুরের মুদ্রার নাম কি?

কিছু দেশের মুদ্রার সংক্ষিপ্ত নাম। ইংরেজি কোডসহঃ

  • আমেরিকান ডলার $ USD
  • অস্ট্রেলিয়ান ডলার $ AUD
  • বুলগেরিয়ান লেভ лв BGN
  • ব্রাজিলিয়ান রিয়েল R$ BRL
  • কুয়েতি দিনার د.ك KWD

এছাড়াও বিশ্বের সকল দেশের মুদ্রার নাম লোগো এবং ইংরেজি কোডসহ দেখে নিন। সকল দেশের মুদ্রার নাম।

শেষ কথাঃ

এখানে আজকের টাকার রেট বের করার উপায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও আজকের টাকার রেট কত তা জানতে পারবেন।

বিস্তারিত জানতে পুরো ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি ভালো লাগবে। পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top