ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স এর দাম সহ সবকিছু জেনে নিন।

Home » কোর্স » ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স

প্রতি বছর এইচএসসি পরিক্ষা শেষে শিক্ষার্থীরা আইইএলটিএস এর প্রস্তুতি নিতে শুরু করে। এজন্য বেশিরভাগ শিক্ষার্থী ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স সম্পর্কে জানতে চায়।

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স সম্পর্কে জেনে নিন। আইইএলটিএস কোর্স ফি সহ সকল বিষয় জেনে নিন।

বিশেষ করে যারা ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে গিয়ে পড়াশোনা কিংবা কাজ করতে চায় তাদের জন্য আইইএলটিএস কোর্স করা বাধ্যতামূলক।

এবং কোর্স শেষে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে একটা ভালো রেজাল্ট করার পর তারা ইউরোপ কিংবা আমেরিকান দেশগুলোতে যাওয়ার জন্য ভিসা নিতে পারবে।

ব্রিটিশ কাউন্সিল কি?

ব্রিটিশ কাউন্সিল (British Council) হল ব্রিটেনের সরকারের একটি আত্মশাসিত সংস্থা, যা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ক্ষেত্রে কাজ করে।

আমি সংস্থা মানে ব্রিটিশ কাউন্সিলের অনেকগুলো কাজ থাকলেও আমাদের দেশগুলোতে সাধারণত ব্রিটিশ কাউন্সিল এর ভাষা ও সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে।

এমন কেউ যদি ইউরোপের কোন দেশে যেতে চায় তাহলে তার জন্য আইইএলটিএস দেওয়া এবং ভালো পয়েন্ট অর্জন করা বাধ্যতামূল।

সেক্ষেত্রে ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত এই আইইএলটিএস প্রোগ্রামে যোগদান করতে হয়।

আইইএলটিএস এর বেসিক

আইএলটিএস পরীক্ষা দেওয়ার সময় একজন শিক্ষার্থী সাধারণত চারটি ধাপ এর সম্মুখীন হতে হয়।

  • স্পোকেন (Spoken)
  • লিসেনিং (listening)
  • রিডিং (Reading)
  • রাইটিং (Writing)

এবং এই চারটি ধাপে ভালো করার জন্য কেউ অনলাইন কিংবা কেউ অফলাইন কোর্সে ভর্তি হয়।

এবং আইইএলটিএস পরীক্ষা দেওয়ার সময় এই চারটি বিষয়ে উত্তীর্ণ হতে হয়।

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স

সহজ ভাবে বিদেশ গিয়ে উচ্চতর শিক্ষার জন্য প্রথমে সে দেশের ভাষা শেখার যে প্রতিবন্ধকতা থাকে সেটা আইইএলটিএস এর মাধ্যমে দূর হয়ে থাকে।

আইইএলটিএস এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যেটাকে একত্রে সংক্ষেপে আইইএলটিএস বলা হয়।

বাংলাদেশের সাধারণত অনেক কোম্পানি কিংবা অনেক এডুকেশনাল ফ্ল্যাটফর্ম আইইএলটিএস কোর্স করিয়ে থাকে।

তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স।

এছাড়া আপনারা চাইলে টেন মিনিট স্কুল এর আইইএলটিএস কোর্সে ভর্তি হতে পারেন।

টেন মিনিট আইইএলটিএস কোর্স

টেন মিনিটের এই কোর্সটিতে দুটি প্যাকেজ রয়েছে। প্রথমত হল কোর্স এবং সাথে বইসহ ৩৭০০ টাকা।

আর বইছাড়া কোর্সটির মূল্য ৩৩০০ টাকা। উভয় কোর্সের মেয়াদ ১ বছর থাকবে।

এছাড়াও আপনারা টেন মিনিটের কমিউনিটিতে তো জয়েন করতেই পারবেন।

চলুন আবার আমরা ব্রিটিশ কাউন্সিলের আলোচনা চলে যাই।

আশা করি ব্রিটিশ কাউন্সিল কি এবং ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস কোর্স সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন।

আপনার যদি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আইইএলটিএস কোর্স করতে চান তাহলে সেটার ফি হবে একটা।

এবং পরীক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলকে আলাদাভাবে আরও একটা ফি প্রদান করতে হবে।

ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স ফিঃ

কোর্সের দৈর্ঘ্যকোর্স ক্যাটাগরিকোর্সের মূল্যক্লাসের ব্যাপ্তি
মোট ২৪ ঘণ্টাIELTS সাপ্তাহিক কোর্স১৩,৯০০ টাকাসপ্তাহে চার থেকে আট ঘণ্টা করে
মোট ২৪ ঘণ্টাIELTS উইকএন্ড কোর্স১৬,৭০০ টাকাসপ্তাহে চার থেকে আট ঘণ্টা করে

আইইএলটিএস কোর্সের লোকেশন সমূহঃ

ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর কোর্স বর্তমানে ঢাকার তিনটি লোকেশন এ সেন্টার অবস্থিত রয়েছে।

কোর্সের লোকেশন
ফুলার রোড টিচিং চেন্টার
উত্তরা টিচিং চেন্টার
গুলশান টিচিং চেন্টার

ফুলার রোড ক্লাসের সময়সূচিঃ

দিনসময়
রবিবার ও বুধবার অথবা সোমবার ও মঙ্গলবার০৮.৪৫-১০.৪৫ / ১১.০০-১৩.০০ / ১৪.১৫-১৬.১৫ / ১৬.৩০ – ১৮.৩০ / ১৮.৪৫ – ২০.৪৫
শুক্রবার ও শনিবার১০.৩০-১২.৩০ / ১৪.৩০-১৬.৩০ / ১৭.০০-১৯.০০
শুক্রবার অথবা শনিবার০৮.৩০ – ১৩.০০ / ১৪.৩০ – ১৯.০০

গুলশান ক্লাসের সময়সূচিঃ

দিনসময়
রবিবার ও বুধবার অথবা সোমবার ও মঙ্গলবার১৬.৩০ – ১৮.৩০ / ১৮.৪৫ – ২০.৪৫
শুক্রবার ও শনিবার১০.৩০-১২.৩০ / ১৪.৩০-১৬.৩০ / ১৭.০০-১৯.০০
শুক্রবার অথবা শনিবার০৮.৩০ – ১৩.০০ / ১৪.৩০ – ১৯.০০

উত্তরা ক্লাসের সময়সূচিঃ

দিনসময়
রবিবার ও বুধবার অথবা সোমবার ও মঙ্গলবার১৬.৩০ – ১৮.৩০ / ১৮.৪৫ – ২০.৪৫
শুক্রবার ও শনিবার১০.৩০-১২.৩০ / ১৪.৩০-১৬.৩০ / ১৭.০০-১৯.০০
শুক্রবার অথবা শনিবার০৮.৩০ – ১৩.০০ / ১৪.৩০ – ১৯.০০

বি:দ্র: আপনার লেভেলের উপর ক্লাসের সময় নির্ভর করবে। ক্লাসের সময়সূচী রেজিস্ট্রেশনের পরে নিশ্চিত করা হবে।

(এখানের সকল তথ্য ব্রিটিশ কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে)

IELTS পরীক্ষার ফি

আইইএলটিএস সাধারণত সারা বাংলাদেশের অনেকগুলো জেলায় হয়ে থাকে বিদায় সেখানে ভিন্ন ভিন্ন কিছু টপিক দেখেছি।

যেমন কোথাও কম্পিউটারের টেস্ট কিংবা কোথাও পেপার টেস্ট।

তাই আমি শুধুমাত্র সকল জেলা পরীক্ষার ফি প্রকাশ করব। আপনারা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।

কিংবা তাদের সাথে ফ্রি বুকিং এর মাধ্যমে কথা বলে সবকিছু জেনে নিতে পারবেন।

IELTS পরীক্ষার ফি
22,500 BDT

FAQ – ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স সম্পর্কে

Q. আইইএলটিএস কী?

A. আইইএলটিএস (ইংরেজি: IELTS) বা International English Language Testing System হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা

Q. আইইএলটিএস কত প্রকার?

A. IELTS পরীক্ষা দু’ধরনের হয়- একটি একাডেমিক, আরেকটি জেনারেল ট্রেনিং।

Q. Ielts করার জন্য কি কি যোগ্যতা লাগে?

A. IELTS পরীক্ষায় অংশগ্রহনের জন্যে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি ১৬ বছর বা তার বেশি বয়সী হলেই IELTS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

শেষ কথাঃ

যারা ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই পুরো পোস্টটি লেখা।

আশা করি যারা আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছে তাদের জন্য এই পোস্টটি তথ্যমূলক সহায়ক হতে পারে।

আর প্রত্যেক প্রার্থীর জন্য রয়েছে মন থেকে দোয়া। এবং সেই সাথে প্রত্যাশা করে সবাই যেন সবার নিজ নিজ অবস্থান থেকে সফল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top