বর্তমানে ফটো এডিটিং ছোট-বড় সবার মধ্যে আগ্রহ দেখা যায়। তাই সবাই অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট খুঁজতে থাকে।

তাদের জন্য আজকে আমি উপস্থাপন করব সেরা কিছু অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট।
যেগুলোর মাধ্যমে আপনি হাই-কোয়ালিটির অনলাইন ফটো এডিট করতে পারবেন।
তবে বলে রাখি অনলাইন ফটো এডিটর এর মতো কিছু মোবাইল সফটওয়্যার রয়েছে।
সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে না হওয়াতে সবাই এখনো ফটো এডিটর সফটওয়্যার ব্যবহার করে না।
অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট
বেশিরভাগ ফটো এডিটর সফটওয়্যার গুলো ফ্রিতে না হওয়ায় সবাই অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট থেকে ফটো এডিট করে।
গুগলে গিয়ে অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট লিখে সার্চ দিলে অসংখ্য ওয়েবসাইট আসবে।
কিন্তু কোন ওয়েবসাইটে সবচেয়ে ভালো ফটো এডিট হবে সেটা খুঁজে নেয়া অনেক মুশকিল।
আজকে আমি আপনাদের গাইড করার চেষ্টা করব যে, কিভাবে আপনি সেরা অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট খুঁজে বের করবেন।
এবং অনলাইনে কোন ওয়েবসাইটে দিয়ে সবচেয়ে ভালো ফটো এডিট হয়ে থাকে তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব।
ফটো এডিট ওয়েবসাইট
অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট বলতে বুঝায় গুগলে গিয়ে সার্চ করে যেসব ওয়েবসাইট থেকে ফটো এডিট করা হয়। সেই ওয়েবসাইটকে অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট বলা হয়।
আমি আগে যেমনটি বলেছি, সফটওয়্যারগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকায় মানুষজন ওয়েবসাইট থেকে ফটো এডিট করে থাকে।
এখনকার সময় এমন কিছু জনপ্রিয় অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট রয়েছে যেখান থেকে প্রায় সবাই ফটো এডিট করে থাকে।
এর মধ্যে কিছু রয়েছে ফ্রি, এবং কিছু প্রিমিয়াম।
তবে আপনি যদি একজন সাধারন এডিটর হয়ে থাকেন তবে, আপনার জন্য ফ্রি এডিটিং সবচেয়ে ভালো হবে।
যারা প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে চায় তাদের জন্য প্রিমিয়াম ভার্শন সবচেয়ে ভালো হবে।
আপনি যদি আমার সাইটের একজন রেগুলার ভিজিটর হয়ে থাকেন তাহলে, আপনি খেয়াল করবেন যে আমার প্রতিটা ব্লগে কমে একটা ফটো রয়েছে।
সাইটে যতগুলো ফটো দেখতে পাচ্ছেন এর সবগুলো ফটোই আমি অনলাইনে এডিট করে থাকি। এবং আমি যে সাইটে এডিট করি সে সাইটটি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যতগুলো ফটো এডিট করেছি সবগুলো সম্পূর্ণ ফ্রিতে এডিট করেছি।
আজকে পুরো আলোচনায় আমরা সেরা ৩টি অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। যেগুলোর মাধ্যমে আপনি সহজেই যেকোন ফটো এডিট করতে পারবেন
এবং গ্রাফিক্স ডিজাইনার মত কাজগুলো করতে পারবেন যেমন: লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি
আর আজকের আপনাদের যে সাইটগুলো দেখাবো তার মধ্যে কিছু সাইটের মোবাইল অ্যাপও রয়েছে। যেটা সাইট এর মতো ফ্রি। তাহলে চলুন শুরু কর যাক।
১. Canva – ক্যানভা: অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট
এখনকার দিনে সেরা এবং সহজভাবে ফটো এডিট করার সাইট হচ্ছে ক্যানভা সাইট।
এ সাইটটিতে ফটো এডিট করে এতই সহজ যে ক্যানভাতে আপনি অসংখ্য রেডি টেমপ্লেট পেয়ে যাবেন।
তাছাড়া যাদের কম্পিউটার নেই তারা মোবাইল অ্যাপস দিয়ে ক্যানভা সাইটটি ব্যবহার করতে পারবে। Canva site link
ক্যানভার ফটো এডিট করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে করে ফটো এডিট করা যায়।
উদাহরণস্বরূপ আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছেন।
আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডের পিক্সেল সাইজ দিতে পারবেন যেমন 800*800 (পিক্সেল সাইজ)
এরপর সে ব্যাকগ্রাউন্ড এর উপর ফটো থেকে শুরু করে গ্রাফিক্স, লোগো যেকোনো কিছু ড্রাগ এন্ড ড্রপ করে বসাতে পারবেন।
এবং আপনার পছন্দের কোনো ফটো যদি আগে থেকেই এডিট করে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে রাখেন তাহলে সেই ফাইলটি ও ক্যানভাতে আপলোড করে আবার ডিজাইন করতে পারবেন।
সহজ কথায় অনলাইনে ফটো এডিট করার জন্য ক্যানভা সবার উপরে আছে।
কারণ এখানে স্মুথলি এবং সহজেই ফটোগুলো এডিট করা যায়।
এডিট করা ফটোগুলো ক্যানভাতে আবার শেয়ার করতে পারবেন।
শুধুমাত্র সেখানে আপনার ফেসবুক আইডিটা কানেক্ট করলেই হবে।
আপনার ফটোটি এডিট করা হয়ে গেলে এরপর আপনি ফটোটা ডাউনলোড করতে পারবেন।
এডিট করা ফটোটি ডাউনলোড করার জন্য অনেকগুলো ফাইল সাজেশন আসবে।
যেমন PNG, JPG, GIF, MP4 ইত্যাদি। ফটোগুলোকে PNG ফাইলে ডাউনলোড করার চেষ্টা করবেন। যদি GIF ফাইল হয় তাহলে ভিন্ন কথা।
তাই আমার ব্লগটি পড়তে পড়তে এখনই ক্যানভা অ্যাকাউন্ট খুলে ফটো এডিট করা শুরু করে দিন।
আর আমাদের সাথে ক্যানভার অভিজ্ঞতা শেয়ার করুন।
২. Pixlr – পিক্সেলার
অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট হিসেবে পিক্সেলআর এর অবস্থান ক্যানভার পরেই রয়েছে। কারণ সেটা কিছুটা ক্যানভা সাইটের মত। ওয়েবসাইট লিংক
এখানে আমরা প্রথম-দ্বিতীয় বিবেচনা করবো না।
এখানে শুধু আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে ফটো এডিটর ওয়েবসাইটগুলো সম্পর্কে।
এই সাইটটি সহ উল্লেখ করা সাইটটিতে রেডি টেম্পলেট দেয়া থাকে।
মানে আপনি সাইটগুলোতে সার্চ করেও আপনার পছন্দের টেম্পলেটগুলো এডিট করে ডাউনলোড করতে পারেন।
অনেক সময় দেখা যায় কেউ ফেইসবুকে ফটো আপলোড করার জন্য এডিট করতে চায়।
অথবা কেউ ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য ফটো এডিট করববে।
কিন্তু দেখা যায় সে ফটো গুলোর পিক্সেল সাইজ জানা থাকে না।
মানে ফটো আপলোড করবেন যে সেই ফটোটি কোন সাইজে সবচেয়ে ভালো দেখাবে তা জানা থাকে না।
যার ফলে তারা যেকোন সাইটে ফটোগুলো এডিট করার পর সেই ফটোগুলো আপলোড করলে দেখা যায় পুরোটা আসে না অথবা যে কোন একটা সমস্যা দেখা দেয়।
আপনি যদি অনলাইন ফটো এডিটর সাইটগুলো থেকে ফটো এডিট করে থাকেন তাহলে, সেখানে আগে থেকেই দেয়া থাকবে যে আপনি কোন ধরনের ফটো এডিট করতে চান।
যেমন আমি যদি ফেসবুকে আপলোড করার জন্য একটা ফটো এডিট করতে চাই তাহলে, সেখানে ফেসবুক পোস্ট নামে একটা রেডি সাইজ ফ্রেম দেয়া থাকবে।
আমি সেই অপশনটিতে ক্লিক করলে ফেসবুকে ফটো আপলোড করার জন্য যে সাইজের প্রয়োজন হয় তা এখানে অটোমেটিক ভাবে পিক্সেল আকারে দেখাবে।
এরকম সব দারুন পিকচার গুলো দিচ্ছে পিক্সেলআর এর ক্যানভা ওয়েবসাইটটি।
তাই সহজেই বলা চলে যে অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট গুলো বেশ ধারুণ হয়ে থাকে।
তবে অনেকের এখানে ভিন্ন মত থাকে। সেগুলো আমরা পরে আলোচনা করব।
৩. Fotor – ফটর
এই ওয়েবসাইটটির নামটা পড়তে যতটা অস্বাভাবিক লাগে, সাইটের কাজ তেমনি অ্যাডভান্স লেভেলের। ওয়েবসাইট লিংক
যে এ সাইটটি অনলাইন ফটো এডিটর এর সব ফিচার কাজে লাগাতে পারবে, তার এডিট করা ফটোগুলো যেকোনো সফটওয়্যার থেকেও দারুন হবে।
বলে রাখি যারা কম্পিউটার ইউজার আছেন তাদের মধ্যে অনেকে হয়তো ফটোশপের কাজ জানেন।
তাদেরকে বলছি, এটা শুধুমাত্র যারা ভারি সফটওয়্যার এর কাজ জানে না, আবার সহজেই অ্যাডভান্স লেভেলের ফটো এডিট করতে চায় তাদের জন্য অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট গুলো।
সাইটটিতে রয়েছে কিছু এডভান্স ফিচার। যেমন ফিল্টারিং কালারিং ইত্যাদি। সাইটটি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।
এই সাইটটি আমি ভালোমতো দেখেছি।
আপনি যদি এই সাইটটির সবগুলো ফিচার সম্পর্কে ভালোমতো জানতে পারেন তবে, এই সাইট দিয়ে এডভান্স লেভেল এর ফটো এডিট করা সম্ভব হবে।
এ সাইটে ফটো এডিট করার জন্য প্রথমে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করবেন।
এরপর পাশে এডিট করার সকল অপশন পেয়ে যাবেন।
আশা করি এই সাইটটি ব্যবহার করে আপনি অনেক ভাল মানের ফটো এডিট করতে পারবেন।
আর যদি সাইটটি ব্যবহার কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।
শেষ কথা:
সহজেই এবং অল্প সময়ে অ্যাডভান্স লেভেলের ফটো এডিট করার জন্য উপরে উল্লেখ করা অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট গুলো সম্পর্কে জেনে নিন।
আশা করি আপনি এই তিনটি সাইট ব্যবহার করে যেকোনো ধরনের ফটো এডিট করতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ!