বর্তমান সময়ে ক্রমেই অনলাইন গেমস এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কিছু বছর আগেও অনলাইন গেমস এর প্রবণতা তেমন ছিল না।
যুগের পরিবর্তনের সাথে সাথে গেম ইন্ডাস্ট্রিও অনেক বদলে গিয়েছে। এখন অনেক শক্তিশালী এবং ইফেক্টিভ গেম তৈরি হচ্ছে।
এবং এটা বলা চলে যে বর্তমান সময়ে গেমাররা অফলাইন গেম থেকেও অনলাইন গেম বেশি খেলে থাকে।
তাই আমি আজকে আপনাদের সাথে পুরো ব্লগ জুড়ে আলোচনা করব বর্তমান সময়ের সেরা চারটি অনলাইন গেমস সম্পর্কে।
সেই সাথে প্রতিটা গেমের একটা ওভারভিউ আলোচনা করার চেষ্টা করব। যাতে করে সহজেই সেই গেমটা সম্পর্কে ভালো একটা ধারণা জানতে পারেন।
অনলাইন গেম কি?
উপরে অনলাইন গেম সম্পর্কে অলরেডি চার-পাঁচটা বাক্য বলে ফেলেছি। এখন কথা হচ্ছে অনলাইন গেম কি?
অনলাইন গেম সম্পর্কে ধারণা দিতে গিয়ে আমি আগে উইকিপিডিয়া দেখেছি। এবং আরো সোর্স দেখে আপনাদের জন্য সেরা উত্তরটি রেডি করেছি।
অনলাইন গেমস হচ্ছে একটি ভিডিও গেম যা প্রাথমিক বা আংশিকভাবে ইন্টারনেট দিয়ে খেলতে হয়।
অর্থাৎ আমরা মোবাইলে যে গেম গুলো খেলে থাকি তার মধ্যে কিছু কিছু গেম রয়েছে যেগুলো এমবি অথবা ইন্টারনেট দিয়ে খেলতে হয়।
আর যে গেম গুলো এমবি দিয়ে প্লে করতে হয় সেগুলো হচ্ছে অনলাইন গেম। আর যে গেম গুলো খেলতে কোনো এমবি লাগে না সেগুলো হচ্ছে অফলাইন গেম।
আশা করি অনলাইন গেম কি এটা জানার পাশাপাশি অফলাইন গেম সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন।
সেরা অনলাইন গেম
বর্তমান সময়ের কিছু ট্রেন্ডিং গেম রয়েছে যেগুলো বিশ্ববিখ্যাত। এমনকি কিছু গেমে বিলিয়ন ডাউনলোডারও আছে।
আবার অনলাইন গেমগুলোর অনেক ক্যাটাগরি রয়েছে। তবে আজকের আলোচনায় শুধু অ্যাকশন গেমগুলো নিয়ে আলোচনা করবো।
তাহলে চলুন জেনে নেই বর্তমান সময়ের সেরা অনলাইন গেম কোনগুলো। এবং প্রতিটা গেমের তালিকাসহ সেই গেমগুলোর বিবরণ দেয়ার চেষ্টা করব।
১. ফ্রি ফায়ার – সেরা অনলাইন গেমস
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং ট্রেন্ডিং যে গেমটি রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার। যারা আজকের ব্লগটি পড়ছে তাদের অনেকেই হয়তো ফ্রি ফায়ার গেমটি একবার হলেও খেলেছে।
এই গেমটি মূলত একটি সারভাইভাল গেম। যেখানে প্রতিপক্ষের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। তবে এটা ননস্টপ একশন গেম নয়।
আপনি যদি এই অনলাইন গেমটি প্লে করতে চান তাহলে আপনি এই গেমটির পাঁচটি ক্যাটাগরি দেখবেন।
- Classic (ক্লাসিক): এখানে ৫০ জন পর্যন্তু খেলোয়াড় থাকে। এখন থেকে একে অপরের সাথে লড়াই করতে হয়। এবং সর্বশেষ যেদিকে থাকে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
- Clash Squad (ক্ল্যাশ স্কোয়াড): যেখানে দুটি টিম থাকে। এবং প্রতিটি দলে ৪ জন করে প্লেয়ার থাকে। প্রত্যেকের উদ্দেশ্য বিপরীত দলকে হারানো। প্রতিটা দলকে আবার স্কোয়াড বলা হয়। এবং এই দুই স্কোয়াডের মধ্যে ৭ রাউন্ড খেলা হয়। যে দল বেশি রাউন্ড জিতবে তাকে বিজয়ী ঘোষনা করা হবে। এই ম্যাচগুলো জিতলে নগদ টাকা পাবে। সেই টাকা দিয়ে খেলায় জয়েন হবার আগে প্রয়োজনীয় গুলি, পোশাক অন্যান্য আরও অনেক কিছু কিনতে পারবেন। [বি:দ্র: একেবারে শুরুতে কিছু ফ্রি টাকা পাবেন]
- Rush Hour (রাশ আওয়ার):
- Kill Secured (কিল সিকিউরড):
- Big-Head (বিগ-হেড):
গেমটিতে টাকা খরচ করে বিভিন্ন ডায়মন্ড অথবা বান্ডেল কেনা যায়। সেই ডায়মন্ড অথবা বান্ডেল দিয়ে গেমের ভিতরে প্লেয়ার, লেভেল আপ সহ অনেক উন্নতি করা যায়।
২. পাবজি – অনলাইন গেমস
এই গেমটি কেউ আমরা কমবেশি প্রায় সবাই জানি। কিন্তু আমরা এই গেমটির পুরো নাম জানি না। কারণ হচ্ছে আমরা এই গেমটিকে পাবজি নামে চিনে থাকলেও এটার পুরো নাম অন্যটা।
পাববজি গেমের পুরো নাম হচ্ছে প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি)। এই গেমটি হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেম।
তেমন কোনো মার্কেটিং ছাড়াই এই গেম জনপ্রিয়তা লাভ করেছে। পাবজিতে প্রতিটা প্লেয়ারকে একটি দ্বীপে নামিয়ে দেওয়া হয়।
দ্বীপে যাওয়ার পর প্রথমে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে অস্ত্র-সরঞ্জাম খুঁজে নিতে হয়। এবং সেই অস্ত্র-সরঞ্জাম দিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে টিকে থাকতে হয়।
গেমটি সারা বিশ্বসহ বাংলাদেশেও খুব জনপ্রিয়। প্রতিনিয়ত ইভেন্ট, বিভিন্ন অফার ইত্যাদির মাধ্যমে গেমটিকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
ফ্রি ফায়ার গেমটিতে যেমন টাকা খরচ করা লাগে বা খরচ করা হয় তেমনি, পাবজি গেমটিতে টাকা খরচ করে অনেক আপ করা যায়।
৩. ক্ল্যাশ অব ক্ল্যানস – অনলাইন গেমস
বিনামূল্যের অনলাইন ভিডিও গেম এর মধ্যে একটি হচ্ছে ক্ল্যাশ অব ক্ল্যানস গেম।
এই গেমটির বড় একটি বিশেষত্ব হচ্ছে আপনি যদি কোনো প্রকার টাকা খরচ করতে না চান তাহলে আপনি এই গেমটি খেলতে পারবেন।
সাধারণত ফ্রি ফায়ার কিংবা পাবজি তে টাকা খরচ না করলে সহজেই গেমের ভিতরে উন্নতি হয় না।
কিন্তু ক্ল্যাশ অব ক্ল্যানস এ আপনি কোন প্রকার টাকা খরচ না করে সহজেই গেম এর ভেতর উন্নতি করতে পারবেন।
এমনকি এই গেমটি খেলার জন্য আপনাকে হাই-কনফিগারের মোবাইলেও কিনতে হবে না। সবকিছুর সুবিধা বিবেচনা করলে এই গেমটিও খুবই জনপ্রিয়।
তবে কেউ যদি এই গেমে টাকা খরচ করে তাহলে সে দ্রুত লেভেল আপ করতে পারবে।
বর্তমানে ফ্রি ফায়ার এবং পাবজির জনপ্রিয়তার কারণে এই অনলাইন গেমস-টির জনপ্রিয়তা কমে যাচ্ছে।
৪. কল অব ডিউটি – অনলাইন গেম
এই গেমটি এতই জনপ্রিয় যে এই গেমটি মুক্তি পাওয়ার তিন দিনের মাথায় সারাবিশ্বে প্রায় 35 মিলিয়ন ডাউনলোড হয়েছে।
তখন গেমটির আয় 2 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। এই অসাধারণ গেমটির নাম হচ্ছে কল অব ডিউটি।
এবং মুক্তির সপ্তাহ খানেক পর গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ১০০ মিলিয়নবার ডাউনলোড হয়ে গেম ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছে।
এছাড়া আরও অসাধারন সব কৃতিত্ব তৈরি করেছে এই কল অব ডিউটি গেমটি। আপনি উইকিপিডিয়াতে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন।
আমরা উপরেই পাপজির কথা বলেছি এই গেমটি সে পাবজি গেম এর চেয়েও অনেক ভালোভাবে খেলা যায়। এমনটিই দাবি করেছে গেম নির্মাতারা।
বাংলাদেশের অনলাইন গেম
বাংলাদেশীয় অনেক অনলাইন গেম রয়েছে তবে সেগুলোর কোনটাই আলোচনায় আসতে পারে নি। তাই আপাতত আমি আপনাদের সাথে কোন বাংলাদেশের অনলাইন গেম শেয়ার করছি না।
যদি কখনো কোনো বাংলাদেশের অনলাইন গেম আলোচনায় আসে তাহলে অবশ্যই আমি আপডেট করে আপনাদেরকে জানিয়ে দিব।
অনলাইন গেম খেলে টাকা ইনকাম
আপনারা জানলে অবাক হবেন যে অনলাইন গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। এই ইনকামটা একটা টেকনিক অবলম্বন করে করা যায়।
ধরুন আপনি অনেকদিন থেকে ফ্রি ফায়ার গেমটি খেলে আসছেন। এই গেমটি সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে।
তাহলে আপনি চাইলে সহজেই এ অনলাইন গেমস এর ভিডিও তৈরি করে ইউটিউবে কিংবা ফেসবুক পেজে আপলোড করতে পারেন।
এরপর সেই পেইজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন।
এবং বলতে পারি যে, আপনার চ্যানেল বা পেজ যদি একটা ভালো অবস্থানে যায় তাহলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
এছাড়াও কিছু ছোট ছোট অনলাইন গেম রয়েছে যেগুলোতে আপনি মোটামুটি কিছু টাকা আয় করতে পারবেন।
শেষ কথাঃ
আজকের ব্লগটি পড়ার মাধ্যমে আপনি সেরা চারটি অনলাইন গেমস সম্পর্কে জানতে পারবেন। এবং প্রতিটা গেম সারাবিশ্বে খুবই জনপ্রিয় এবং ভালো পরিচিতি লাভ করেছে।
আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যা জানতে চেয়েছেন তা হয়তো জানতে পেরেছেন। ধন্যবাদ!