অনলাইনে আয় করার সহজ উপায় ২০২৩ – আয় করুন ঘরে বসেই

অনলাইনে আয় করার সহজ উপায় – শব্দটা আমরা প্রায় শুনে থাকি। কারণ, আমাদের দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তাই চাকরির খোঁজ না করে অনেকেই অনলাইনে ইনকাম করার উপায় গুলো গুগলে সার্চ করে থাকে।

অনলাইনে আয় করার সহজ উপায় ২০২৩ - আয় করুন ঘরে বসেই

তাই আমরা অনেকেই চাকরির দিকে না ঝুঁকে অনলাইন থেকে আয় করার চিন্তা করি। যদি তাই হয় তবে, পুরো আর্টিকেলটি পড়ে অনলাইনে আয় করার সহজ উপায় জেনে নিন।

কিন্তু সঠিক গাইডলাইন না থাকায়, আমরা অনলাইন থেকে আয় করতে পারি না। বা কিভাবে অনলাইন থেকে আয় করবো? সেটার শুরুই খুঁজে পাই না।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অনলাইন থেকে আয় করবেন। এবং সেই সাথে শেয়ার করবো আমার নিজ অভিজ্ঞতা থেকে।

আশা করি আপনি যদি ‍পুরোটা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে, অনলাইনে আয় করার সহজ উপায় গুলো। চলুন জেনে নেয়া যাক।

অনলাইনে আয় করার সহজ উপায়

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে আছে। সে উপায়গুলো কাজে লাগিয়ে অনেকে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করে অনলাইন থেকে।

তাই আজকে সহজ ভাষায় অনলাইন আয়ের ক্যাটাগরি সম্পর্কে বলবো। তার আগে আপনি কিভাবে কাজ করতে চান?

যেমন আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই কম্পিউটার নেই। আবার ইন্টারনেটও অনেক প্রব্লেম।

তাই তারা মোবাইল দিয়ে আয় করতে চায়। তাই আপনাদের সুবিধার্থে মোবাইলে আয়ের মাধ্যমগুলোও বলবো।

অনলাইনে আয় করার সহজ উপায় ২০২৩

আজকে আমরা আলোচনা করবো যে, মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ উপায় গুলো কি কি। এবং সেই সাথে আলোচনা করবো, অনলাইনে আয় করার সহজ উপায় প্রফেশনালভাবে।

প্রফেশনালভাবে বলতে আপনি একটি ভালো কাজ জানেন, তখন আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। তাই এখন আপনার প্রফেশনাল কাজ নিয়ে আলোচনা করবো।

আপনার এবং আমার মধ্যে অনেক প্রতিভা আছে। কিন্তু আমরা কখনো তা দেখার চেষ্টা করিনি। যেমন: আমরা কেউ ভালো ফটোশপের কাজ জানি।

সেই সাথে ভালো লোগো ডিজাইন করার নিয়ম ও অকেকের জানা আছে।

কিন্তু আপনি কি একবার ও ভেবে দেখেছেন! যে, এই কাজ গুলো করে অনলাইন থেকে আয় করতে পারবেন।

যদি আপনি সিরিয়াস ভাবে নেন তবে, আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। তার জন্য পরিশ্রম করতে হবে।

১. মোবাইল দিয়ে ইউটিউবিং করে অনলাইনে আয় করার সহজ উপায়

বর্তমানে ইউটিউবিং বেশ জনপ্রিয়। আপনি চাইলে ইউটিউবিং করতে পারেন। এখন কথা হচ্ছে আপনার তো কম্পিউটার নেই তাইলে কিভাবে ইউটিউবিং করবো।

বা কিভাবে ইউটিউব ভিডিও এডিট করবো। অথবা কি ভিডিও বানাবেন। এর সবকিছু জেনে ইউটিউবিং করলে দ্রুত সফল হতে পারবেন।

মোবাইল দিয়ে ইউটিউবিং করার অনেক উপায় রয়েছে। এমনকি অনেকে মোবাইল দিয়েও ইউটিউবিং করে আয় করে। তাই আপনাদের প্রমান সহ দেখাবো।

শুরু করার জন্য প্রথমে জেনে নেয়া যাক, ইউটিউব চ্যানেল সম্পর্কে। আপনি যেহেতু ইউটিউবিং করবেন, তখন প্রথম কাজ হলো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা।

তাই জেনে নিন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, প্রফেশনালভাবে এই লিংক থেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

এমনকি মোবাইল দিয়েও চ্যানেল খুলতে পারবেন। তবে মোবাইল দিয়ে খুলতে চাইলে উপরের ব্লগটি পড়ে নিন।

পরবর্তী কাজ হলো যে, আপনি কোন ধরনের ইউটিউব ভিডিও আপলোড করবেন।। তার আগে আমি বলে নিই যে, আপনি কোন কাজ ভালো পারেন। যেমন ফটো এডিটিং, আপনি চাইলে টিউটোরিয়াল বানাতে পারেন।

তার পাশাপাশি যেমন, আপনি ব্লগিং সম্পর্কে জানেন বা ওয়েবসােইট সম্পর্কে জানেন তখন, কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন মাত্র ৫ মিনিটেই। তখন আপনি ধারাবাহিক পর্ব তৈরি করতে পারবেন।

অনেকে জিজ্ঞেস করে যে, অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২৩ আইডিয়া গুলো কি কি? তখন আপনি সহজেই এখান থেকে যে কোন একটি আইডিয়া সিলেক্ট করে অনলাইনে আয় করতে পারবেন।

তারপরের ক্যাটাগরি হিসেবে আপনাদের বলবো, ব্লগিং সম্পর্কে। আপনি যখন আমার লেখাটি পড়ছেন, তখন এটা ব্লগিং।

২. মোবাইল দিয়ে ব্লগিং করে অনলাইনে আয় করার সহজ উপায়

একটু অবাক হচ্ছেন তাই না? কিভাবে মোবাইল দিয়ে ব্লগিং করে আয় করা যায়? আসলে মোবাইল দিয়েই ব্লগিং করতে পারেন। তবে সেটা একটু কষ্টকর।

যদি কষ্ট করেন তবে আমি মনে করি আপনি পারবেন। তবে কোনো এক সময় কম্পিউটার লাগবেই। আচ্ছা, ব্লগিং করার জন্য প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়।

তার পরে লাগে ডোমেই হোস্টিং। তাই জেনে নিন ডোমেইন হোস্টিং কি? এবং কিভাবে কিনবেন। আমার ধারাবাহিক পর্ব: ওয়েবসাইট কি? এবং কিভাবে শুর করবেন

মাত্র ৫ মিনিটেই তৈরি করুন একটা ওয়েবসাইট। আশা করি এই দুইটা ব্লগ পড়লে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ব্লগিং এ মূলত কন্টেন্ট রাইটিং এর কাজ। তাই জেনে নিন, কন্টেন্ট রাইটিং কি? এবং কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করবেন

তারপরে আপনি গুগল এডসেন্স দ্বারা মনিটাইজ করে আয় করতে পারবেন। গুগল এডসেন্স কি? কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন

যদি জানা না থাকে তাহলে জেনে নিন। কারন ব্লগিং এর প্রধান আয়ই হলো গুগল এডসেন্স এর মাধ্যমে।

৩. মোবাইল দিয়ে ফেসবুকিং করে অনলাইনে আয় করার সহজ উপায়

জনপ্রিয় স্যোশাল মিডিয়া হলো ফেসবুক। ফেসবুক থেকে আয় করতে চাইলে, আপনার হাতে থাকা মোবাইল দিয়েই হবে। ফেসবুক থেকে আয় করার উপায় অনেক।

আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মোবাইলে ফেসবুক ডাউনলোড করা আছে। আপনি কি জানেন? ফেসবুক পেজ খোলার নিয়ম কি?

আপনি চাইলে ফেসবুক পেজ খুলে সেখানেও কাজ করে আয় করতে পারবেন। তবে ফেসবুক মনিটাইজেশ একটু কঠিন।

ফেসবুক পেজে মূলত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে। যখন আপনার পেজ গ্রো হয়ে যাবে তখন, ভিডিওর পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন।

আরেকটি স্যোশাল মিডিয়া হলো টিকটক। টিকটক হলো সর্ট ভিডিও শেয়ারিং ফ্ল্যাটফর্ম। টিকটক আইডি ভেরিফাই করে আয় করা যায়।

৪. মার্কেটপ্লেস থেকে অনলাইনে আয় করার সহজ উপায় জেনে নিন

মার্কেটপ্লেস থেকে আয়টা বুঝিয়ে বলি। আপনি যদি কোনো কাজে এক্সপার্ট হয়ে থাকেন, তখন আপনি বিভিন্ন মার্কেটপ্লেস কাজ করতে পারবেন।

যেমন: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি সাইটে আপনার পছন্দের বা জানা কাজ করতে পারবেন।

আর উপরে যেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো কম্পিউটার দিয়ে ভালোভাবে করতে পারবেন। আর মার্কেটপ্লেস থেকে আয় করলে পেপালের মাধ্যমে টাকা উঠাতে পারবেন।

৫. রেফার করে আয়

এমন অনেক মোবাইল অ্যাপ আছে যেগুলো রেফার করে আপনি অনলাইনে সহজে আয় করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম 2023 অনেক মোবাইল অ্যাপ রয়েছে। যেগুলোতে রেফারাল প্রোগ্রামও থাকে।

সেরকম কয়েকটা অ্যাপের নাম বলতে গেলে প্রথমেই আসে বিকাশের কথা। এছাড়াও রিং আইডি ক্যাটাগরির অনেক অ্যাপ রয়েছে।

রেফারাল প্রোগ্রামগুলোতে সাধারণত অ্যাপগুলোতে একাউন্ট খুলতে হয়। এরপর রেফারাল প্রোগ্রামে জয়েন করে রেফারাল লিংক শেয়ার করতে হয়।

এবং সেই লিংকে ক্লিক করে কেউ অ্যাকাউন্ট খুললে আপনিও বোনাস পাবেন। এবং যে আপনার লিংকে ক্লিক করে একাউন্ট খুলেছে সেও বোনাস পাবে।

আবার অনেক টাকা ইনকাম করার অ্যাপ ২০২২ সালের রয়েছে। যেগুলো থেকে এখনও টাকা আয় করা যায়।

শেষ কথা:

আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাও ঘরে বসে মোবাইলে আয় করার ইচ্ছা থাকে তাহলে আজকের গাইডলাইনগুলো মোবাইল দিয়েই শুরু করতে পারবেন।

আর যদি আপনার কম্পিউটার থেকে থাকে, তবে তো ভালোই। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি অনলাইনে আয় করার সহজ উপায় গুলো জানতে পেরেছেন। ধন্যবাদ;

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *