মোবাইলে কল রিসিভ হওয়ার সাথে সাথে অটো কল রেকর্ড হয়ে যাবে। এমন অটো কল রেকর্ড সেটিং যদি করতে চান তাহলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

আপনার মোবাইলে কে কখন কল দিয়েছে তা রেকর্ড করার জনস্য আপনার মোবাইলে অটো কল রেকর্ড সেটিং চালু করে রাখুন।

অনেক সময় দেখা যায় কিছু গুরুত্বপূর্ণ কথা অটো কল রেকর্ড করা প্রয়োজন হয়। কিন্তু কল রেকর্ডিং চালু না থাকায় সেই কথাগুলো রেকর্ড হয় না।

তাই আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি অটো কল রেকর্ড সেটিং চালু করতে পারবেন।

ফোন কল রেকর্ডিং

একটা ফোন আসলে মোবাইলে কল রেকর্ডিং দিয়ে রেকর্ড করা হলো ফোন কল রেকর্ডিং। সে ক্ষেত্রে মোবাইলে কল রেকর্ড হয়ে ফাইল বা স্টোরেজে সেভ হয়ে যায়।

ফোন কল রেকর্ডিং এর ক্ষেত্রে দুই প্রকল্প ফোন কল রেকর্ডিং করা যায়। একটা অটো ফোন কল রেকর্ডিং এবং একটা ম্যানুয়াল ফোন কল রেকর্ডিং

মোবাইলে অটো কল করার জন্য সেটিং অন করে নিতে হয়। সে ক্ষেত্রে কোন কোন মোবাইলে কল করার অ্যাপটির মাধ্যমে অটোমেটিক কল রেকর্ড করা যায়।

আবার কোন কোন মোবাইলে কলিং অ্যাপ দিয়ে ফোন কল রেকর্ডিং করা যায় না।

সে ক্ষেত্রে প্রয়োজন ম্যানুয়ালি কোন অ্যাপের। কোন অ্যাপটি সেরা হবে বা সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি বা কল রেকর্ডার সফটওয়্যার কোন গুলো হয় সেগুলো বিবরণ বলবো।

অটো কল রেকর্ড সেটিং

যদি কল রেকর্ডিং করতে চান তবে সেক্ষেত্রে অটো কল রেকর্ড সেটিং এর সবচেয়ে বেস্ট হবে।

এখানে একবার সেটিং করলে দ্বিতীয়বার আর কোন সেটিং করার প্রয়োজন হয় না।

আপনি যদি কোন অ্যাপ ছাড়াই ফোন কল রেকর্ডিং বা কল রেকর্ড সেটিং চালু করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলে কলিং অ্যাপটি দিয়েই পারবেন।

তবে বলে রাখি সব মোবাইলের কলিং অ্যাপ দিয়ে অটো কল রেকর্ড করা যায় না।

যাদের মোবাইলে কলিং অ্যাপ দিয়ে কল রেকর্ড করা যায় না তারা কিভাবে মোবাইলে কল রেকর্ড  করবেন তার আলোচনাও করা হয়েছে।

যাইহোক! মোবাইলে অটো কল রেকর্ড করার জন্য আপনার মোবাইলে কলিং অ্যাপটিতে চলে যাবেন।

এবং সেখানে সেটিং অপশন দেখতে পারবেন সে সেটিং এ যাবেন।

সবার মোবাইলে সেটিং একরকম হয় না। কারো কারো মোবাইলে সরাসরি সেটিং অপশন টা দেখা যায়।

আপনার মোবাইলে যদি সেটিং খুঁজে না পান তাহলে একটু খুঁজে নিতে হবে।

বলে রাখি এটা মোবাইল সেটিং নয়। এটা কলিং অ্যাপ এর সেটিং।

সেটিং এ যাওয়ার পর অনেকগুলো অপশন পাবেন যেমন ব্লক এবং কল রেকর্ডিং ইত্যাদি।

আপনি কল রেকর্ডিং এ ক্লিক করবেন। এরপরে অটোমেটিক কলিং রেকর্ড এর সেটিং দেখতে পাবেন।

কারো কারো মোবাইলে সবগুলো নাম্বার অটো কল রেকর্ডিং চালু থাকে।

আবার কারো কারো মোবাইলে অটো কল রেকর্ডিং সেটিং শুধুমাত্র একটি নাম্বার বা নির্দিষ্ট কয়েকটি নাম্বারে করা যায়।

আমি যে মোবাইলের বিবরণ বা যে মোবাইলের মাধ্যমে অটো কল রেকর্ড করার সেটিং দেখাচ্ছি সেটা হচ্ছে অপো a1k।

আপনার মোবাইলে যদি একত্রে সবগুলো নম্বরে অটো কল রেকর্ড সেটিং থাকে তাহলে অন করে দিবেন।

আর যদি নির্দিষ্ট নাম্বারে কল রেকর্ড চালু করার অপশন থাকে তাহলে একটি একটি করে যে নম্বরগুলোর অটো কল রেকর্ডিং চালু করতে চান সেগুলো সিলেক্ট করবেন।

এবং এডে ক্লিক করে যোগ করে নিবেন। তাহলে চালু হয়ে যাবে আপনার মোবাইলে অটো কল রেকর্ডিং সেটিং,

সবার মোবাইলে এ সেটিংটি নাও থাকতে পারে যাদের মোবাইলে নেই তারা নিচে বিস্তারিত জেনে নিন।

কল রেকর্ড সফটওয়্যার

যাদের মোবাইলে কলিং এর থেকে অটো কল রেকর্ড সেটিং চালু করার অপশন থাকেনা তাদের জন্য কল রেকর্ড সফটওয়্যার প্রয়োজন হয়।

সেক্ষেত্রে আপনি যদি কলিং অ্যাপ ছাড়াই আপনার মোবাইলে কল রেকর্ড করতে চান তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।

তারপরে সেই সফটওয়ারটি ইন্সটল করার পর অটোমেটিক কলিং রেকর্ড সেটিং অন করতে হবে। এখানে অনেকের প্রশ্ন থাকে সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি?

আমার মতে এখন পর্যন্ত আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে অটোমেটিক কল রেকর্ডার নামে একটি অ্যাপ।

অ্যাপটি ডাউনলোড লিংক

অ্যাপটি গুগল প্লে স্টোরে একদম ফ্রি। এবং খুবই জনপ্রিয় একটি অ্যাপ। আপনিও ব্যবহার করে দেখতে পারেন।

ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। এবং এর জন্য আপনাকে কিছু পারমিশন দিতে হবে। যেমন কল রেকর্ডিং, স্টোরেজ, এবং কন্টাক্ট ইত্যাদি।

এমনকি অ্যাপটি বাই ডিফল্ট ভাবে অটো কল রেকর্ড সেটিং চালু থাকবে। সে ক্ষেত্রে আপনাকে কোন সেটিং করার প্রয়োজন নেই।

এ অ্যাপটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোন সেটিং করতে হবে না। শুধু ইন্সটল করলেই হবে।

যার সাথে কথা বলবেন অটো কল রেকর্ড হয়ে যাবে।

তাই পার্সোনালি আমার কাছে অ্যাপটি খুবই দারুণ লেগেছে। এবং আপনি যদি এটি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।

শেষ কথা:

আশাকরি আপনার মোবাইলে অটো কল রেকর্ড সেটিং চালু করতে পেরেছেন।

আর যদি চালু করতে না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আমি দ্রুত কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ!